1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আত্মহত্যার ভয়ংকর প্রবণতা

হিন্দুস্তান টাইমস/এসিবি২৬ জুলাই ২০১৫

গত বছর ভারতে আত্মহত্যা করেছেন ৫ হাজার ৬৫০ জন কৃষক৷ সবচেয়ে বেশি আত্মহত্যা হয়েছে মহারাষ্ট্র রাজ্যে৷ সেখানে ২ হাজার ৫৬৮ জন কৃষক আত্মহত্যা করেছেন এক বছরে! মহারাষ্ট্রের বিদর্ভ অঞ্চলে আত্মহত্যার হার রীতিমতো আতঙ্কজনক৷

Bildergalerie Indien BT Baumwolle
ছবি: Isabell Zipfel

ভারতে দুর্নীতির রেকর্ড সংরক্ষণ ব্যুরো এনসিআরবি-র প্রতিবেদনে বেরিয়ে এসেছে এ সব তথ্য৷ আত্মহত্যার বিষয়ে তথ্য সংগ্রহে মাঠ পর্যায়ে কাজ করেছে বেশ কয়েকটি কৃষক সংগঠন৷ ‘কিষান মিত্র' নামের ব্যানারে কাজ করেছে তারা৷ তাদের সংগৃহীত তথ্য অনুযায়ী, ফসল ভালো না হওয়া এবং চাষের জন্য নেয়া ঋণ কৃষকদের আত্মহত্যার অন্যতম কারণ৷

মহারাষ্ট্রের কৃষকদের ভয়াবহ দুরবস্থার চিত্র তুলে ধরেছে সেখানকার পরিসংখ্যান৷ সেই রাজ্যের শুধু বিদর্ভ অঞ্চলেই গত তিন বছরে আত্মহত্যা করেছেন মোট ৩ হাজার ১৪৫ জন কৃষক৷ তাঁদের মধ্যে ৯০০-রও বেশি, অর্থাৎ প্রায় এক তৃতীয়াংশের ঋণ ছিল৷ খুব বেশি নয়, মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকার ঋণ ছিল তাঁদের৷ কিন্তু ওই টাকা পরিষোধ করারও সামর্থ্য নেই বলেই তাঁরা আত্মহননের পথ বেছে নিয়েছেন, এমনটাই ধারণা করা হচ্ছে৷

আত্মহত্যা করেছেন এমন কৃষকদের মধ্যে শতকরা ২৫ ভাগেরই বয়স ৩০ বা তার কম৷ শতকরা ৩৫ ভাগের বয়স ৩১ থেকে ৪৫-এর মধ্যে৷ গত তিন বছরে ভারতে যতজন কৃষক আত্মহত্যা করেছেন, তাঁদের মধ্যে মাত্র ২০৮ জনের বয়স ৬৫ বছরের বেশি ছিল৷

বিদর্ভে গত তিন বছরে যে ৩ হাজার ১৪৫ জন কৃষক আত্মহত্যা করেছেন, তাঁদের মধ্যে ৯২৫ জন মনে করতেন যে, সরকার তাঁদের প্রতি সহানুভূতিশীল নয়৷ শতকরা ১০ ভাগ তাঁদের বিপর্যয়ের জন্য খরা, অতিবৃষ্টি এবং বজ্রপাতকে দায়ী ভাবতেন৷ ১১৭ জন ফসলের ক্ষতিজনিত বিপর্যয়ের কারণে পরিবারের বিবাহযোগ্য মেয়ের বিয়ে যাতে ভেঙে না যায় – সেই কথা ভেবে নিজের জীবনে ইতি টেনেছেন৷ এছাড়া ২৯৬ জন অসুস্থতাজনিত কারণে এবং মোট আত্মহত্যাকারীর শতকরা ১২ ভাগ পারিবারিক কলহের জেরে আত্মঘাতী হয়েছেন

২০১৪ সালে সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করেছেন মহারাষ্ট্র রাজ্যে৷ সারা দেশের মোট ৫ হাজার ৬৫০ জনের মধ্যে ২ হাজার ৫৬৮ জনই সেই রাজ্যের৷ কৃষকের আত্মহত্যার হারের দিক থেকে মহারাষ্ট্রের পরে আছে যথাক্রমে তেলেঙ্গানা (৮৯৮জন) ও মধ্যপ্রদেশ (৮২৬)৷ আত্মহত্যাকারীদের মধ্যে ৫ হাজার ১৭৮ জন পুরুষ আর ৪৭২ জন নারী৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ