অ্যামেরিকার এক কৃষকের ফসলের ক্ষতি হওয়ায় সাড়ে ২৬ কোটি ডলার বা প্রায় আড়াই হাজার কোটি টাকার মাশুল গুনতে হবে জার্মান প্রতিষ্ঠান বায়ার এবং বিএএসএফকে৷ মার্কিন আদালত সম্প্রতি তাদের বিরুদ্ধে এমন রায় দিয়েছে৷
বিজ্ঞাপন
ফসলের ক্ষতি হওয়ায় যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কৃষক বিল বেডার মামলা ঠুকে দিয়েছিলেন জার্মান কৃষি রাসায়নিক প্রস্তুতকারী বায়ার এবং বিএএসএফ-এর বিরুদ্ধে৷ পাশের একটি খামারে ব্যবহৃত এই প্রতিষ্ঠানগুলোর আগাছানাশক উপাদানে ঐ কৃষকের ফসলের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি৷
বিচারক দেড় কোটি ডলারের ক্ষতিপূরণের পাশাপাশি ২৫ কোটি ডলার জরিমানা করেছে কোম্পানি দুটিকে৷ তবে অভিযোগ অস্বীকার করে তারা এর বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানিয়েছে৷ বিবৃতিতে প্রতিষ্ঠান দুটি দাবি করেছে, নির্দেশিকা অনুযায়ী ব্যবহার সাপেক্ষে তাদের আগাছানাশক রাসায়নিক সম্পূর্ণ নিরাপদ৷
উল্লেখ্য ১৮৬৩ সালে যাত্রা করা বায়ার বিশ্বের বড় ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর একটি৷ তাদের বিরুদ্ধে বর্তমানে ১৪০টিরও বেশি মামলা ঝুলছে৷ ২০১৮ সালে ছয় হাজার ৩০০ কোটি ডলারে মার্কিন কৃষি রাসায়নিক প্রস্তুতকারক মনসানটোকে কিনে নেয় তারা৷ মূলত এই কোম্পানির নিয়েই এখন বিভিন্ন মামলায় লড়তে হচ্ছে বায়ারকে৷ তারই প্রথমটির রায়ে সাড়ে ২৬ কোটি ডলারের জরিমানার মুখোমুখি তারা৷
এফএস/এসিবি (ডিপিএ, রয়টার্স)
জার্মানিতে কৃষকদের বিক্ষোভ
পরিবেশ রক্ষায় কৃষিকাজে বিভিন্ন ধরনের রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার কমানো নিয়ে জার্মান সরকারের নতুন নীতিমালার প্রতিবাদে দেশটির বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেছেন কৃষকেরা৷
ছবি: Imago Images/M. Trammer
বড় বিক্ষোভ বন-এ
এক হাজারেরও বেশি কৃষক ট্রাক্টর নিয়ে জার্মানির সাবেক রাজধানী বনে এসে জড়ো হন৷ কৃষি মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি মন্ত্রণালয় এই শহরে৷ বনে ট্রেন চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেন কৃষকেরা৷
ছবি: DW/N. Ranjan
আমরা খাবার যোগাই
একজন কৃষকের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কেউ যেন ভুলে না যায় কৃষকেরা খাবার সরবরাহ করে’৷ পরিবেশ ও প্রাণীর সুরক্ষায় সরকারের নতুন নীতিমালা হতাশা প্রকাশ করেন তারা৷
ছবি: DW/N. Ranjan
ছোট কৃষকদের ক্ষতি
রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার কমানো এবং পরিবেশ সংরক্ষণে সরকারের নতুন এই নীতিমালার কারণে ক্ষুদ্র কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবে বলে বিক্ষোভকারীরা দাবি করেছেন৷ কৃষকেরা বলছেন, পরিবেশের ক্ষতির জন্য তাদের উপর না বুঝে দায় চাপানো হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/C. Rehder
সার ব্যবহারে ক্ষতি
জার্মানিতে পোকামাকড় এবং পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে৷ অন্যদিকে বাড়ছে সার ও কীটনাশকের ব্যবহার৷ এমন পরিস্থিতিতে নতুন নীতিমালা জারি করেছে সরকার৷
ছবি: DW/N. Ranjan
বন্ধ যান চলাচল
বন শহরের এক কিলোমিটারেরও এলাকাজুড়ে ট্রাক্টরগুলো পার্ক করা হয়৷ এতে বনের অনেক প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়৷
ছবি: DW/N. Ranjan
বার্লিনেও অবরোধ
দুইশত ট্র্যাক্টর নিয়ে বার্লিনের ব্র্যান্ডেনবুর্গ গেটের কাছে যান কৃষকরা৷ তারা বার্লিনের চারপাশের অঞ্চলগুলো থেকে ট্রাক্টর নিয়ে রাজধানীতে আসেন৷
ছবি: Reuters/A. Hilse
হ্যানোভারেও বিক্ষোভ
উত্তর জার্মানির হ্যানোভারে প্রত্যাশার চেয়েও দ্বিগুণ কৃষক বিক্ষোভ করেন৷ তারা সরকারের নতুন নীতিমালার সমালোচনা ছাড়াও গ্লাইফোসেট নিষিদ্ধকরণ এবং দক্ষিণ আমেরিকার সঙ্গে মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়েও বিরক্ত প্রকাশ করেন৷