কৃষক আন্দোলন সমর্থন করে একটি টুলকিট শেয়ার করায় বেঙ্গালুরু থেকে এক নারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। আরো এক নারীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
জলবায়ু নিয়ে আন্দোলনকারী গ্রেটা টুনব্যার্গ ভারতের কৃষক আন্দোলন নিয়ে একটি টুলকিট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। বলা হয়েছিল, ওই টুলকিটের মাধ্যমে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়ানো যাবে। অভিযোগ, সেই টুলকিট সম্পাদনা করেছিলেন বেঙ্গালুরুর ২১ বছরের পরিবেশ আন্দোলনকারী দিশা রবি। টুলকিটটি সম্পাদনা করে তিনিও গ্রেটার মতো তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। এই 'অপরাধে' দিল্লি পুলিশ দিশাকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। শুধু তাই নয়, দিশার মতোই আরো এক নারীর বিরুদ্ধেও একই অভিযোগ করেছে দিল্লি পুলিশ। তাঁর নাম নিকিতা জেকব। তিনিও নাকি টুলকিট শেয়ার করেছিলেন। দিল্লি পুলিশ জানিয়েছে, নিকিতা ফেরার।
কৃষকদের সমর্থনে বলিউড ও খেলার জগতের তারকারা
দিল্লির সীমানায় বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন কৃষকরা। তাঁদের সমর্থনে এগিয়ে এসেছেন বলিউড ও খেলার জগতের তারকারা।
ছবি: Imtiyaz Khan/AA/picture alliance
সমর্থনে ধর্মেন্দ্র
৮৬ বছর বয়সী ধর্মেন্দ্র টুইট করে বলেছেন, ''আমার কৃষক ভাইয়েরা কষ্ট পাচ্ছেন দেখে আমি খুবই বেদনা বোধ করছি। সরকার দ্রুত কিছু করুক।'' ধর্মেন্দ্র একসময় লোকসভার সাংসদ ছিলেন। বিজেপি-র হয়ে দাঁড়িয়ে রাজস্থানের বিকানেরে জিতেছিলেন।
ছবি: picture-alliance/ZUMAPRESS.com/J. Kapoor
প্রিয়ঙ্কা চোপড়ার সমর্থন
শুরু করেছিলেন পাঞ্জাবি শিল্পী দলজিৎ দোসাঞ্জ। তারপর একের পর এক তারকা কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন। যেমন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি বলেছেন, ''কৃষকরা হলেন আমাদের খাদ্য-সৈনিক। তাঁদের ভয় দূর করতে হবে। তাঁদের আশা পূরণ করতে হবে।''
ছবি: Imago/Zumapress
ইনস্টাগ্রামে সোনম কাপুর
বলিউডের আরেক নায়িকা সোনম কাপুর ইনস্টাগ্রামে কৃষক বিক্ষোভের একাধিক ছবি দিয়ে ড্যানিয়েল ওয়েবস্টারের একটা বিখ্যাত উদ্ধৃতি তুলে দিয়েছেন, ''যখন কৃষিকাজ শুরু হয়, অন্য সব শিল্প তাকে অনুসরণ করে।''
ছবি: AFP/Getty Images/S. Jaiswal
কৃষকদের পক্ষে প্রীতি জিন্টা
প্রীতি জিন্টাও টুইট করে বলেছেন, ''ঠান্ডা ও করোনার মধ্যে কৃষকরা সপরিবারে বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁরা এই মাটির সৈনিক। আমি আশা করব, সরকার ও কৃষকদের মধ্যে আলোচনায় ফল হবে। সমস্যা মিটবে।''
ছবি: AP
পরিনীতি চোপড়ার সমর্থন
মাত্র একটি লাইন লিখেছেন পরিনীতি চোপড়া। তাতেই বুঝিয়ে দিয়েছেন, তিনি কৃষকদের পাশে। বলিউড-তারকা বলেছেন, ''ডিনার খেয়েছেন, একজন কৃষককে ধন্যবাদ দিন।''
ছবি: Getty Images/AFP/S. Panthaky
তাপসী পান্নু এবং অন্যরা
একের পর এক বলিউড তারকা কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন। তাপসী পান্নু কৃষকদের পাশে দাঁড়িয়েছেন। রীতেশ দেশমুখ, চিত্রাঙ্গদা সিং, সোনু সুদ, স্বর্ণ ভাস্কর, হানসাল মেহতা, হিমাংশি খুরানা, জিপ্পি গ্রেওয়ালরাও কৃষকদের পক্ষে কথা বলেছেন।
ছবি: Imago Images/Hindustan Times/S. Wankhade
কমেডিয়ান কপিলও
কমেডিয়ান কপিল শর্মা, গায়ক হানি সিং-রা কৃষকদের সমর্থন জানিয়েছেন। ছবিতে চন্দন প্রভাকর ও কিকু শারদার সঙ্গে কপিল শর্মা(মাঝখানে)।
ছবি: Getty Images/AFP/N. Nanu
উল্টো সুর কঙ্গনার
কৃষক বিক্ষোভ নিয়ে উল্টো সুর কঙ্গনার। তিনি কৃষকদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বলেছেন, কৃষকরা ভারতের বিভাজন চায়, যাতে চীন এসে তা দখল করে নিতে পারে। সম্প্রতি নানা বিষয়ে বিতর্কিত কথা বলেছেন কঙ্গনা।
ছবি: Getty Images
সোচ্চার হরভজন
ইডেনে তাঁর অফস্পিনের জাদুতে ধরাশায়ী হয়েছিল অস্ট্রেলিয়া। বহু ম্যাচে তিনি ভারতকে জিতিয়েছেন। সেই হরভজন সিং এবার কৃষকদের পক্ষে ব্যাট করেছেন। তাঁর টুইট, ''কৃষকরা আমাদের খাবার দেন। আমরা কি তাঁদের জন্য একটু সময় দিতে পারি না। তাঁদের কথা শুনতে পারি না? পুলিশ দিয়ে তাঁদের মোকাবিলা না করে, আলোচনা করতে পারি না?''
ছবি: AP
বিজেন্দ্র সিং-এর প্রতিবাদ
বেজিং অলিম্পিক গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিলেন বক্সার বিজেন্দ্র সিং। তিনি কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছেন। তিনি তাঁর জাতীয় খেল রত্ন পুরস্কার ফেরত দিতে চান। শুধু তিনিই নন, পাঞ্জাবের প্রচুর ক্রীড়াবিদ পুরস্কার ফেরত দেয়ার কথা বলেছেন। সেই তালিকায় আছেন, কুস্তিগির কর্তার সিং, বাস্কেটবল প্লেয়ার সজ্জন সিং চিমা, হকি প্লেয়ার রাজবীর কাউর।
ছবি: AP
10 ছবি1 | 10
ভারতে কয়েক মাস ধরে কৃষক আন্দোলন চলছে। দিল্লির প্রতিটি সীমানায় কৃষকরা বসে আছেন। এখনো পর্যন্ত সরকারের সঙ্গে আলোচনায় সমাধান সূত্র মেলেনি। এই পরিস্থিতিতে দেশের বহু মানুষ ব্যক্তিগত ভাবে এবং দলবদ্ধ ভাবে কৃষকদের সমর্থন করেছেন। বিরোধী রাজনৈতিক দলগুলিও কৃষকদের সমর্থনে সংসদে সরব হয়েছে। ফলে কৃষক আন্দোলন নিয়ে সরকারের উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থনও পেয়েছেন কৃষকরা। গ্রেটা টুনব্যার্গ সোশ্যাল মিডিয়ায় একটি টুলকিট শেয়ার করে কৃষকদের সমর্থন জানিয়েছিলেন। ওই টুলকিটটির মাধ্যমে কৃষক আন্দোলনকে সমর্থন করা যায়।
এর পরেই দিল্লি পুলিশ ওই টুলকিটটি নিয়ে তদন্ত শুরু করে। গ্রেটার টুইট উল্লেখ করে বলা হয়, এভাবেই 'দেশবিরোধী' টুলকিটের মাধ্যমে বহিঃশত্রুরা ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। ভারতের সার্বভৌমত্ব নষ্ট হচ্ছে।
সপ্তাহান্তে সেই টুলকিট পোস্ট করার জন্যই বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয় দিশা রবিকে। আপাতত পাঁচ দিন পুলিশ হেফাজতে থাকতে হবে তাঁকে। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা হয়েছে।
এই ঘটনার পরেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। নাগরিক সমাজের অনেকেই প্রশ্ন তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় একটি টুলকিট পোস্ট করার জন্য কীভাবে কারো বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগ আনা যায়? কৃষক আন্দোলনকে সমর্থন করা কখনোই কোনো অন্যায় হতে পারে না বলে তাঁদের দাবি। বস্তুত, দিশার ঘটনা নিয়ে টুইট করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। অরবিন্দ কেজরিওয়াল টুইট করে দিশার মুক্তির দাবি করেছেন।
তবে দিল্লি পুলিশ চাপের মুখে দমে যায়নি। ওই একই ঘটনায় আরো এক নারীর বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। নিকিতা জেকব নামের ওই নারীও একই টুলকিট শেয়ার করেছিলেন বলে অভিযোগ। নিকিতাকে ফেরার ঘোষণা করা হয়েছে। পেশায় আইনজীবী নিকিতার তরফেও সংবাদমাধঅযমকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি।
ভিমা কোরেগাঁও মামলায় একাধিক বিশিষ্ট নাগরিককে জেলবন্দি করে রেখেছে সরকার। তার মধ্যে কবি-সাহিত্যিকরাও আছেন। এবার টুলকিট মামলায় যেভাবে দিশাকে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে রাজনৈতিক-সমাজে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।