1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষতির মুখে পর্যটন

মিশায়েল আল্টেহেনে/জেডএইচ২ মার্চ ২০১৫

মধ্য অ্যামেরিকার দেশ কোস্টারিকার বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম বড় উৎস পর্যটন, বিশেষ করে ‘ইকোটুরিজম'৷ কিন্তু কৃষিখাতের প্রসার বাড়ার কারণে সেখানকার পরিবেশের ক্ষতি হচ্ছে৷

10.12.2014 DW DOKUMENTATIONEN UND REPORTAGEN DOKU Meine Traumreise nach Costa Rica

তালিকায় পর্যটন খাতের নামও যুক্ত হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ৷

অ্যাডভেঞ্চারপ্রিয় আর প্রকৃতিপ্রেমীদের কাছে কোস্টারিকা একটি জনপ্রিয় স্থান৷ গত বছর সেখানে ২০ লক্ষেরও বেশি পর্যটক গিয়েছে৷ ফলে দেশটির বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় উৎস হলো পর্যটন৷ জীববৈচিত্র্যের কারণে জার্মানরাও এখন সেখানে যেতে পছন্দ করেন৷

কোস্টারিকার জঙ্গল...ছবি: Mayela Lopez/AFP/Getty Images

পর্যটন খাতের প্রায় পুরোটাই নির্ভর করে ইকোটুরিজমের উপর৷ প্রকৃতির কাছে গিয়ে ছুটি কাটানোর এই উপায়টি এখন বেশ জনপ্রিয়৷ হোটেল মালিক ক্রিস্টিয়ান গোমেজ বলেন, ‘‘কোন হোটেল বেশি পরিবেশবান্ধব, তা নিয়ে কোস্টারিকায় এখন প্রতিযোগিতা চলছে৷ একটি হোটেল যত বেশি সবুজ, তার তত বেশি সুনাম, সেখানে তত বেশি অতিথি যাচ্ছেন৷ বুকিং দেয়ার আগেই অনেক অতিথি এখন পরিবেশ সংরক্ষণের বিষয়টি জানতে চান৷''

পর্যটন ছাড়াও কোস্টারিকায় কৃষিও একটি উল্লেখযোগ্য খাত৷ সবেচেয়ে বেশি রপ্তানি হয় এমন পণ্যের মধ্যে রয়েছে গ্রীষ্মমন্ডলীয় ফল, সবজি, কফি ইত্যাদি৷

এ যেন এক স্বপ্নের দেশ!ছবি: Ruth Krause

কলা রপ্তানিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোস্টারিকা৷ বড় কোম্পানির জন্য অবশ্য অন্য আরেকটি ফলও বেশ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আনারস৷ নতুন করে জনপ্রিয় হওয়া এই ফলটির এখন বেশ চাষ হচ্ছে৷ গত বছর আনারস বিক্রি থেকে ৩০০ মিলিয়ন ইউরোর বেশি আয় হয়েছে৷ তবে এর জন্য প্রকৃতি ও ইকোটুরিজমের ক্ষতি হচ্ছে৷ পরিবেশবাদীরা এর সমালোচনা করছেন৷ পরিবেশ সংরক্ষণবাদী হেনরি সেকুইরা বলেন, ‘‘আনারস চাষের কারণে পরিবেশের অনেক ক্ষতি হচ্ছে৷ অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানি দূষিত হচ্ছে, যেটা আমাদের অনেক বড় সম্পদ৷ তাছাড়া অর্থের জন্য মানুষ সংরক্ষিত বনের কিছু অংশ বিক্রি করে দিচ্ছে৷ এটা এখন একটি মিলিয়ন ডলার ব্যবসা৷''

তবে পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় হলো রেন ফরেস্ট৷ পরিবেশবান্ধব ছুটি কাটানোর গন্তব্য হিসেবে কোস্টারিকার নামে যদি আঁচড় পড়ে তাহলে দেশটির পর্যটন খাত মারাত্মক ক্ষতির মুখে পড়বে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ