1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃষি নীতি সংস্কারের দাবিতে জার্মানিতে বিক্ষোভ

৩১ আগস্ট ২০২০

ইউরোপের দেশগুলোর কৃষি ও মৎস সম্পদ মন্ত্রীদের সম্মেলন হবে জার্মানিতে৷ সম্মেলন শুরুর আগে এক বিক্ষোভ সমাবেশ হয়ে গেল কোবলেনৎস শহরে৷ সমাবেশে অংশ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কৃষি নীতির সংস্কার দাবি জানিয়েছেন তারা৷

ছবি: picture-alliance/dpa/T. Frey

জার্মানির কৃষি মন্ত্রী ইউলিয়া ক্লোকনারের আমন্ত্রণে কোবলেনৎস শহরে আসছেন ইউরোপের দেশগুলোর কৃষি ও মৎস সম্পদ মন্ত্রীরা৷ দুদিনের এক সম্মেলনে যোগ দিতে জার্মানির দক্ষিণাঞ্চলীয় এ শহরে আসছেন তারা৷ তবে সম্মেলন শুরুর আগেই শুরু হয়ে গেছে বিক্ষোভ৷

জার্মান পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী, রবিবার সাড়ে তিনশর মতো মানুষ এ বিক্ষোভে অংশ নেন৷ ২০টি ট্রাক্টর ছিল তাদের সঙ্গে৷ তবে আয়োজকদের দাবি, অন্তত এক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়ে ইইউ'র কৃষি নীতি ঢেলে সাজানোর দাবি তুলেছেন৷ অংশগ্রহণকারীদের সবাই পারিবারিক খামারের মালিক৷ তাদের দাবি, কৃষি নীতি হতে হবে এমন যাতে পরিবেশ রক্ষা পায়, পোকাও রক্ষা পায়৷ এর পাশাপাশি কৃষি নীতিকে পারিবারিক খামার রক্ষার উপযোগী করার দাবিও জানিয়েছেন তারা৷

২০০৫ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত আর্থিক সঙ্কটের কারণে ইউরোপের অন্তত ৪০ লাখ পারিবারিক খামার বন্ধ হয়েছে৷

ইউরোপিয়ান ফারমার্স অ্যাসোসিয়েশন (কোপা)-র সভাপতি ইওয়াখিম রুকভিড বলেন, ‘‘ইইউর উচিত সমাধানকেন্দ্রিক কৌশল অবলম্বন করা৷’’ এ সময় প্রয়োজনের অতিরিক্ত পোকার ওষুধ ব্যবহার না করার নীতিমালা প্রণয়নের আহ্বানও জানান তিনি৷

এসিবি/জেডএইচ (ডিপিএ, এএফপি)

জানুয়ারি মাসের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ