1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কৃষ্ণসাগরের নতুন রাস্তায় ইউক্রেনের জাহাজ

১৭ আগস্ট ২০২৩

দানিয়ুব নদীতে ইউক্রেনের একের পর এক বন্দরে ড্রোন হামলা রাশিয়ার।

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলা
রাশিয়ার হামলার পর ওডেসা বন্দরছবি: Odesa Regional Administration Press Office/AP/picture alliance

মঙ্গলবার এবং বুধবার ইউক্রেনের একের পর এক বন্দরে লাগাতার আক্রমণ চালিয়েছে রাশিয়া। বিশেষ ড্রোন ব্যবহার করে বন্দরগুলিতে বোমা মারা হয়েছে বলে অভিযোগ। দানিয়ুব নদীর উপর বেশ কয়েকটি বন্দর সম্পূর্ণ ভেঙে পড়েছে বলে দাবি ইউক্রেনের।

এই পরিস্থিতির মধ্যেই বুধবার ইউক্রেনের বন্দর ওডেসা থেকে কৃষ্ণসাগরের এক নতুন পথে রওনা হয়েছে ইউক্রেনের মালবাহী বা কার্গো জাহাজ। এই প্রথম কোনো বেসামরিক জাহাজ ওই পথে রওনা দিল।

বস্তুত, খাদ্যশস্যবাহী জাহাজ নিয়ে রাশিয়া এবং ইউক্রেনের যে চুক্তি হয়েছিল, রাশিয়া তার থেকে সরে এসেছে। চুক্তি পুনর্নবিকরণ করা হয়নি। যুদ্ধ শুরু হওয়ার পরে তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় ওই চুক্তি হয়েছিল দুই যুদ্ধরত দেশের মধ্যে। রাশিয়া চুক্তি পুনর্নবিকরণ না করায় ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে জাহাজগুলি আফ্রিকার পথে যেতে পারছিল না। কৃষ্ণসাগরের নতুন পথে খাদ্যশস্য নিয়ে যাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানিয়েছেন, নতুন এই রাস্তা নিয়ে তারা আশাবাদী। তবে রাশিয়ার নৌসেনা যে কোনো সময় বেসামরিক জাহাজের উপর আক্রমণ চালাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন জেলেনস্কি।

ওডেসায় রাশিয়ার হামলার অভিযোগ

01:26

This browser does not support the video element.

এফ ১৬ নিয়ে বিলম্ব

বুধবার ইউক্রেনের সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, মার্কিন সেনা ইউক্রেনের যুদ্ধবিমানের পাইলটদের এফ ১৬ বিমানে ট্রেনিং দিলেও আপাতত ওই বিমান হাতে পাওয়া যাবে না। আগামী বছরের আগে বাইডেনের সরকার ইউক্রেনকে এফ ১৬ যুদ্ধবিমান দিতে পারবে না বলে জানিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে ইউক্রেন যথেষ্ট নিরাশ বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

বস্তুত, বাইডেন ইউক্রেনকে এফ ১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই মতো ইউক্রেনের পাইলটদের ট্রেনিংও শুরু হয়েছে। কিন্তু নতুন বিমান তৈরি করে তা ইউক্রেনের হাতে তুলে দিতে আরো বেশ কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছে অ্যামেরিকা। ইউক্রেনের দাবি, আগামী বছরের আগে নতুন বিমান হাতে পাওয়া যাবে না।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ