1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরাশিয়া

কৃষ্ণসাগর চুক্তি থেকে রাশিয়া সরে আসায় উদ্বেগ

৩১ অক্টোবর ২০২২

জাতিসংঘের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানির লক্ষ্যে করা কৃষ্ণসাগর চুক্তি থেকে সপ্তাহান্তে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া৷ ফলে আমদানিনির্ভর দেশগুলো বিপদে পড়ার পাশাপাশি বৈশ্বিক খাদ্য সংকট আরো বাড়তে পারে৷

ইউক্রেন যুদ্ধের কারণে পণ্য রপ্তানিতে বিঘ্ন ঘটায় নানা বিপত্তি দেখা দিয়েছে৷
কৃষ্ণ সাগর চুক্তি থেকে রাশিয়া সরে দাঁড়ানোয় উদ্বেগ শুরু হয়েছে (ফাইল ফটো)ছবি: Metin Aktas/AA/picture alliance

সিঙ্গাপুরভিত্তিক দুই ব্যবসায়ী জানিয়েছেন যে রাশিয়া চুক্তি থেকে সরে যাওয়ায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য নির্ধারিত লাখ লাখ টন গমের ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছে৷ একইসঙ্গে ইউরোপে ইউক্রেনের শস্য রপ্তানিতেও ধাক্কা লাগবে৷

রাশিয়া শনিবার অনির্দিষ্ট সময়ের জন্য শস্য রপ্তানি বিষয়ক জাতিসংঘের মধ্যস্থতায় করা চুক্তি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়৷ ক্রাইমিয়ায় রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটে ইউক্রেন ড্রোন হামলা চালানোয় মস্কো এই সিদ্ধান্ত নিয়েছে৷ 

রাশিয়ার এই ঘোষণার পর রোববার কোনো জাহাজ সামুদ্রিক মানবিক করিডোর পার হয়নি৷ তবে জাতিসংঘ, তুরস্ক এবং ইউক্রেন রাশিয়ার সরে যাওয়ার সিদ্ধান্ত সত্ত্বেও কৃষ্ণ সাগর চুক্তি অনুযায়ী সোমবার শস্যবাহী ১৬টি জাহাজ এগিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে৷ 

সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ীরা আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছেন৷ তাদের একজন বলেন, ‘‘পরিস্থিতি কোন দিকে যায় সেটা দেখতে হবে৷ ইউক্রেন শস্য রপ্তানি অব্যাহত রাখবে কিনা তা এখনো পরিষ্কার নয়৷ রাশিয়ার রপ্তানির কী হবে তাও বোঝা যাচ্ছে না৷''

এশিয়ার যেসব দেশ ইউক্রেন থেকে গম আমদানি করতে চাচ্ছে তার মধ্যে অন্যতম ইন্দোনেশিয়া৷ বিশ্বের দ্বিতীয় বৃহৎ শস্য আমদানিকারক দেশটি মূলত অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকার উপর নির্ভরশীল৷ সাম্প্রতিক সময়ে দেশটি ইউক্রেনের কাছ থেকে দুই লাখ টন শস্য কেনার চুক্তি করেছে বলে জানিয়েছেন সিঙ্গাপুরভিত্তিক ব্যবসায়ীরা৷ ভিয়েতনামও একই পথে হেঁটেছিল৷ কিন্তু এখন তারা পণ্য পাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে৷

গত সপ্তাহে পাকিস্তানও একটি আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে তিন লাখ ৮৫ হাজার টন গম কিনেছে যার সরবরাহ রাশিয়া এবং ইউক্রেন থেকে হওয়ার কথা৷

এদিকে, রাশিয়ার এই সিদ্ধান্তের ফলে গম, শস্য আর সূর্যমুখী তেলের দাম আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে৷ চলতি বছরের শুরুতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর গমের দাম সর্বকালের রেকর্ড অতিক্রম করেছিল৷

এআই/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ