1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেউ পাত্তা পেলো না যেখানে!

৮ ডিসেম্বর ২০১৬

এসেছিল পুলিশ, তার পেছনে পরিচ্ছন্নতা কর্মীদের ভ্যান৷ কিন্তু সাহায্যের জন্য এসে তারা পড়লেন বিপদে৷ ভাবছেন, কী বলছি? দেখুন৷

Österreich Nikolaus auf Ski im Kleinwalsertal
ছবি: picture-alliance /dpa

বড়দিন এলেই পশ্চিমা দেশের অনেকে ‘হোয়াইট ক্রিসমাসের' স্বপ্ন দেখেন৷ মানে ক্রিসমাসের সময় তুষার পড়বে, চারদিক সাদা হয়ে থাকবে৷ বেশ মায়াবী একটা ব্যাপার আরকি৷ সমস্যা বাঁধিয়েছে জলবায়ু পরিবর্তন৷ তুষারপাতের সময়ও বদলে যেতে শুরু করেছে এই পরিবর্তনের কারণে৷

আর তুষারপাতের বিপত্তির ব্যাপারটাতো অনেকেই ভুলে যান৷ তাদের জন্যই এই ভিডিওটি৷ মন্ট্রিলের পাহাড়ি পথের ঢালুর দিকে একটি বাস বরফে খানিকটা ‘স্লিপ' করেছিল৷ তারপর সেটার সঙ্গে আরো কয়েকটি গাড়ি, আরেকটি বাস, পুলিশের গাড়ি, বরফ পরিষ্কার করা পিক-আপ সব একের পর এক ধাক্কা খেয়ে মুহূর্তেই পুরো রাস্তায় সৃষ্টি হয় বিশৃঙ্খলা৷ আসলে তুষারপাতের ফলে রাস্তায় বরফ জমে গিয়ে সেটা এত পিচ্ছিল হয়ে গিয়েছিল যে ঢালুর দিকে কিছুতেই গাড়ি আটকানো যাচ্ছিল না৷

পুরো ভিডিওটি স্মার্টফোনে রেকর্ড করে টুইটারে প্রকাশ করেন কভিন ক্লার্ক৷ তাঁর অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার হয়েছে ত্রিশ হাজার বারের বেশি৷ সেটি পছন্দ করেছেন সাঁইত্রিশ হাজার মানুষ৷ ইউটিউবেও রয়েছে ভিডিওটি, যেখানে গত ৪৮ ঘণ্টায় সেটি প্রদর্শিত হয়েছে বারো লাখেরও বেশি বার৷

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ