1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেকে গুলি করে জন্মদিন পালন!

২২ জানুয়ারি ২০১৯

কেক কেটে জন্মদিন পালন তো এখন ক্লিশে হয়ে গেছে! তাই নতুন কিছু করতে হবে৷ এই ভেবে এক যুবক কেকে গুলিই করে দিলেন৷ ভিডিওটি ভাইরাল হয়ে গেছে৷ 

Geburtstagskuchen mit brennenden Kerzen
ছবি: Fotolia/Jenny Sturm

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশিত ভিডিওটিতে দেখ যায়, রাস্তার ধারে এক যুবক পিস্তল বের করে একটি জন্মদিনের কেকে গুলি করছেন৷ প্রথমবার না লাগলেও পরের বার ঠিকই লাগে তা কেকের গায়ে৷ এ সময় আরো কয়েকজন যুবক ছিলেন তাঁর সঙ্গে৷

যুবকেরা হিন্দি ভাষায় কথা বলছিলেন৷ ধারণা করা হচ্ছে, উত্তর প্রদেশের মিরাটে ঘটেছে ঘটনাটি৷ তবে স্থানীয় পুলিশ তা অস্বীকার করছে৷ কেকের গায়ে ‘গুজ্জার' লেখা ছিল৷

ছোট ভিডিও তৈরির অ্যাপ টিকটক-এ ভিডিওটি বানানো হয়৷  পরে পিয়ুষ রয় নামের উত্তর প্রদেশের এক সাংবাদিক তা টুইটারে পোস্ট করেন৷ সেখানে তিনি লেখেন,‘‘ছুরি দিয়ে কেক কাটা এখন ক্লিশে ব্যাপার৷ এই ভিডিওতে এক যুবক একের পর এক গুলি করে কেক কাটছিলেন এবং অন্যরা আনন্দ পাচ্ছিলন৷''

এমন ভয়ঙ্কর ভিডিওটি দেখে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ