1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেজরিওয়ালের পদত্যাগ

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি১৫ ফেব্রুয়ারি ২০১৪

শেষ হলো আম আদমি সরকারের ৪৯ দিনের যাত্রা৷ শুক্রবার পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দুর্নীতি-বিরোধী জন লোকপাল বিল বিধানসভায় পেশ করতে না পারায়৷ কংগ্রেস ও বিজেপি এই বিলের বিরোধীতা করে৷

Indien Arvind Kejriwal
ছবি: Reuters

ভারতের দিল্লির উপ-রাজ্যপাল নাজিব জঙ্গের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দলীয় অফিসের সামনে শুক্রবার রাতে একথা জানান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ তিনি বিধানসভা ভেঙে দেবারও সুপারিশ করেন৷ এর পরই শুরু হয়ে যায় নতুন করে ভোট নেয়া হবে কিনা তা নিয়ে জল্পনা৷ তবে এই মুহূর্তে সবাই তাকিয়ে আছে উপ-রাজ্যপালের সিদ্ধান্তের দিকে৷ কী ধরনের সিদ্ধান্ত তিনি নিতে পারেন? তিনি বিরোধী দল বিজেপিকে সরকার গঠনের জন্য বলতে পারেন৷ বিধানসভা ভেঙে দিতে পারেন৷ কিংবা ঝুলিয়ে রাখতে পারেন৷ অথবা কয়েক মাস পর সাধারণ নির্বাচনের সঙ্গে দিল্লি বিধানসভার নির্বাচন করার কথা বলতে পারেন৷ প্রথম সম্ভাবনা ক্ষীণ৷ কারণ বিজেপি একক বৃহত্তম দল হলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা নেই৷ তাই বিজেপি তাতে রাজি হবে না বলেই মনে হয়৷

পদত্যাগ করলেন কেজরিওয়ালছবি: STR/AFP/Getty Images

কেজরিওয়ালের এই পদত্যাগ কী হঠকারিতা নাকি পূর্ব-পরিকল্পিত? এর পেছনে আছে প্রধানত দুটো কারণ৷ তিনি জানতেন দিল্লির জন্য দুর্নীতি-বিরোধী জন লোকপাল বিল পেশ করা যাবে না৷ কারণ কংগ্রেস এবং বিজেপি কোনমতেই তা পেশ করতে দেবে না৷ কেননা এই বিল ভিমরুলের চাকে ঘা দেবে৷ দিন কয়েক আগেই কৃষ্ণা-গোদাবরি অববাহিকা থেকে উৎপাদিত প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর অভিযোগে কেজরিওয়াল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি এবং রিলায়েন্স ইন্ডাষ্ট্রিজ ও তার মালিক মুকেশ আম্বানির বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন দিল্লি সরকারের দুর্নীতি দমন ব্যুরোকে৷ কেজরিওয়ালের অভিযোগ কেন্দ্রীয় সরকার এবং রিলায়েন্সে ইন্ডাষ্ট্রিজের যোগসাজসে গ্যাসের দাম অন্যায্যভাবে বাড়ানো হয়৷ গুজরাটেও নাকি মোদীর বিজেপি সরকার অনুরুপ সুবিধা পাইয়ে দেয় মুকেশের শিল্পগোষ্ঠীকে এমনটাই অভিযোগ কেজরিওয়ালের৷ সেক্ষেত্রে দুর্নীতি বিরোধী জন লোকপাল বিল পাশ হলে আলমারি থেকে আরো কঙ্কাল বেরিয়ে পড়বে৷

তাই এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছেন কেজরিওয়াল৷ আম জনতাকে তিনি বলতে পারবেন, ‘‘দ্যাখো, দুর্নীতি দমন করতে চেয়েছি, কিন্তু কংগ্রেস-বিজেপির নেপথ্য আতাঁত সেই বিল পেশে বাধা দিয়েছে৷ বলেছে জন লোকপাল বিল অসাংবিধানিক৷''

আম আদমি পার্টির সমর্থকরা মানুষকে গিয়ে বলতে পারবে রাজনৈতিক সিস্টেম তাঁর প্রতিটি জনকল্যাণ কর্মসূচিতে বাধা সৃষ্টি করেছে৷ তা সে বিদ্যুৎ বিল অর্ধেক করা হোক, আইন-শৃঙ্খলার উন্নতির জন্য পুলিশকে দিল্লি সরকারের নিয়ন্ত্রণে আনা হোক৷ কিন্তু কেজরিওয়াল ক্ষমতার লোভে নীতি আর অঙ্গীকার বিসর্জন না দিয়ে ইস্তফা দেয়াকেই শ্রেয় মনে করেছেন৷

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই পরিস্থিতিতে কেজরিওয়াল পেতে পারেন শহিদের মর্যাদা৷ এতে আম আদমি পার্টির দিকে আম জনতার সমর্থন এবং সহানুভূতির ঢল নামতে পারে৷ সাধারণ নির্বাচনে এবং দিল্লি বিধানসভা নির্বাচনে এতে কেজরিওয়ালের পাল্লা তাতে ভারি হবে সন্দেহ নেই৷ যেটা অতীতেও দেখা গেছে৷ ১৯৮০ সালে ইন্দিরা গান্ধী, ৮৪ সালে রাজীব গান্ধী, ৯১ সালে কংগ্রেস এবং তারপর বাজপেয়ী সরকার৷ নতুন নির্বাচনের জন্য আম আদমি পার্টি প্রস্তুতি শুরু করে দিয়েছে বলে জানা গেছে সরকার চালাবার মত একক সংখ্যাগরিষ্ঠতা পাবার জন্য সহানুভূতির স্রোতটাকে ধরে রাখতে৷

সমালোচকদের একাংশ অবশ্য বলছেন, কেজরিওয়ালকে বিরোধী নেতা হিসেবেই ভালো মানায়৷ সরকার চালাবার পেশাদারিত্বের অভাব চোখে পড়ে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ