1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেজরিওয়াল কি ঢাকায় জিততে পারতেন?

১৫ ফেব্রুয়ারি ২০২০

ভারতের আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল রবিবার তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন৷ ২০১৩ সালে তাঁর প্রথমবার মুখ্যমন্ত্রী হওয়ার সময় থেকেই অনেকে বাংলাদেশে একজন কেজরিওয়ালের আশা করছেন৷

Indien |  AAP gewinnt Wahlen in Delhi
ছবি: Reuters/A. Fadnavis

তাঁরা মনে করছেন, কেজরিওয়ালের মতো রাজনীতিতে অনভিজ্ঞ একজন মানুষ যেভাবে কংগ্রেস, বিজেপির মতো প্রতিষ্ঠিত দলকে হারিয়ে দিল্লি জয় করেছেন, বাংলাদেশেও তেমন একজনকে প্রয়োজন৷ এছাড়া কেজরিওয়াল সরকার দিল্লির মানুষকে যেভাবে সেবা দিয়েছে সেটা দেখেও আরো বেশি করে একজন কেজরিওয়ালকে চাইছেন বাংলাদেশের অনেক মানুষ৷

কিন্তু কেজরিওয়ালের মতো কারও কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব? বাংলাদেশে কি সেই পরিস্থিতি আছে?

কাগজে কলমে বাংলাদেশে ভারতের মতোই গণতন্ত্র আছে৷ তবে পার্থক্যটা হচ্ছে, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি আগ্রহ হারিয়েছে৷ তাইতো সদ্য অনুষ্ঠিত দক্ষিণ ঢাকার নির্বাচনে মাত্র ২৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন৷ আর উত্তরে ভোটার উপস্থিতি ছিল মাত্র ২৫ দশমিক ৩ শতাংশ৷

জাহিদুল হক, ডয়চে ভেলেছবি: DW/Matthias Müller

আর কেজরিওয়াল যে নির্বাচনে জিতেছেন সেই নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৫৮ শতাংশ৷

এছাড়া ঢাকা সিটি নির্বাচনে বিএনপির প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় সরকার দলীয় কর্মীদের বাধা এবং বিএনপির পোলিং এজেন্টদের বিরুদ্ধে মামলার হুমকি ও গ্রেপ্তারের মতো ঘটনা দিল্লির নির্বাচনের ক্ষেত্রে দেখা যায়নি৷

এই অবস্থায় প্রশ্ন তোলা যেতে পারে, কেজরিওয়াল যদি ঢাকায় নির্বাচন করতেন তাহলে কি জিততে পারতেন?

আবার অন্যভাবেও বিষয়টি দেখা যেতে পারে৷ আমরা কেন বাংলাদেশে একজন কেজরিওয়াল আশা করছি? তিনিতো শুধু রাজ্য নির্বাচনে জিতছেন৷ তাঁর দলতো ভারত জুড়ে জিততে পারছে না৷ ২০১৪ সালের সাধারণ নির্বাচনে ৪৩৪ জন প্রার্থী দাঁড় করিয়ে কেজরিওয়ালের দল জিতেছিল মাত্র চারটি আসনে৷ কেজরিওয়াল নিজেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়ে হেরেছিলেন৷ এরপর ২০১৯ সালে আর এত বেশি প্রার্থীর দিকে না গিয়ে মাত্র ৪০টিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল আম আদমি পার্টি৷ জিতেছে মাত্র একটিতে৷

তাই বলে কেজরিওয়ালের দিল্লি জয়কে খাটো করে দেখার সুযোগ নেই৷ বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর মতো ক্যারিশমার লোক প্রয়োজন৷ সেটা সম্ভব হলেই কেবল একের অধিক কেজরিওয়ালের সন্ধান পাওয়া সম্ভব৷

দেখুন ৬ ফেব্রুয়ারির ছবিঘর...

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ