1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
বিচার ব্যবস্থাভারত

কেজরিওয়াল ২১ দিনের জামিন পেলেন, প্রচার করতে পারবেন

১০ মে ২০২৪

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ১ জুন পর্যন্ত জামিন দিলো সুপ্রিম কোর্ট। তিনি নির্বাচনে প্রচার করতে পারবেন।

ভাষণ দিচ্ছেন কেজরিওয়াল।
কেজরিওয়ালকে জামিন দিলো সুপ্রিম কোর্ট। ছবি: Hindustan Times/IMAGO

দিল্লি ও অন্যত্র ভোটে প্রচার করতে আর কোনো বাধা থাকলো না অরবিন্দ কেজরিওয়ালের। সুপ্রিম কোর্ট তাকে ১ জুন পর্যন্ত জামিন দিয়েছে। আগামী ২ জুন তাকে আবার আত্মসমর্পন করতে হবে।

লোকসভা ভোটে প্রচার করতে পারলেও ফলাফল প্রকাশের দিন তাকে জেলেই থাকতে হবে।

বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্ত এই নির্দেশ দিয়েছেন। তারা বলেছেন, গত মার্চে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। দেড় বছর ধরে অভিযোগ ছিল। তাকে অনেক আগেই গ্রেপ্তার করা যেত। এখন ২১ দিন তিনি বাইরে থাকলে এমন কিছু ক্ষতি হবে না। আগামী ২ জুন কেজরিওয়ালকে আত্মসমর্পণ করতে হবে।

কেজরিওয়ালের আইনজীবীরা তখন বলেন, আগামী ৪ জুন ভোটের ফলাফল বের হবে। তাই কেজরিওয়ালের জামিনের মেয়াদ বাড়ানো হোক। সুপ্রিম কোর্ট জানিয়েছে, তারা আগামী সপ্তাহে এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

লোকসভার আরো চার দফা ভোট বাকি। এই চার দফাতেই কেজরিওয়াল প্রচার করতে পারবেন। দিল্লির ভোট ২৫ মে। তারপরেও অন্যত্র কেজরিওয়ালের প্রচারে কোনো বাধা থাকবে না। ফলে তিনি তার দল ও ইন্ডিয়া জোটের হয়েও প্রচার করতে পারবেন।

কেজরিওয়ালের আইনজীবীরা জানিয়েছেন,  বিচারপতিরা মৌখিকভাবে নির্দেশ দিয়েছেন। তবে প্রচারে তিনি কী বলবেন, কী বলবেন না, সেই ব্যাপারেও কোনোরকম বিধিনিষেধ নেই। কারণ, ইডির আইনজীবীরা চেয়েছিলেন, অন্তত এই মামলার বিষয়ে তিনি যেন কিছু না বলেন। কিন্তু তাদের আবেদন বিচারপতিরা মানেননি।

আইনজীবীরা বলেছেন, বাকি বিষয়গুলি বিচারপতিদের অর্ডার আপলোড করার পর বোঝা যাবে। তখনই জেল কর্তৃপক্ষের কাছে তাকে মুক্তি দেয়ার জন্য আবেদন জানানো হবে। শুক্রবারই কেজরিওয়ালের মুক্তির চেষ্টা করা হবে।

আপ অফিসে খুশির হাওয়া

দীনদয়াল উপাধ্যায় মার্গে আপ-এর অফিসে সুপ্রিম কোর্টের নির্দেশের খবর আসার পরই উচ্ছ্বাস শুরু হয়ে যায়। আফিসে তখন দিল্লির মন্ত্রী অতিশি, গোপাল রাইরা ছিলেন। প্রচুর আপ কর্মী ও সমর্থক সেখানে ছিলেন। তারা স্লোগান দিতে থাকেন। তাদের চোথে-মুখে ছিল স্বস্তি ও আনন্দের হাওয়া। তারা বদলে থাকেন, ''আমরা মানুষকে একটা কথাই বলছি, জেলের জবাব ভোটে দিতে হবে।''

কংগ্রেসের প্রতিক্রিয়া

কংগ্রেস মুখপাত্র পবন খেরা বলেছেন, ''আমরা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আমরা এটাও মনে করছি, আগামী ৪ জুন নরেন্দ্র মোদী সাবেক প্রধানমন্ত্রী হয়ে যাবেন। তখন তিনি অনেক সময় পাবেন। তিনি সবরমতী আশ্রমে বসে ভাবতে পারেন, তিনি কী করেছেন। আমরা এটাও মনে করছি, হেমন্ত সোরেনও ন্যায় পাবেন।''

জিএইচ/এসিবি(পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ