1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেট-উইলিয়ামের বিয়ের চারিদিকে ডায়ানার ছায়া

২৮ এপ্রিল ২০১১

রাজকুমারের বিয়ে বলে কথা – চারিদিকে সাজসাজ রব৷ কিন্তু পদে পদে উইলিয়ামের মা ডায়ানার সঙ্গে কেট মিডলটনের তুলনা এসে যাচ্ছে৷

ছবি: AP

ডায়ানার সঙ্গে কেট'এর তুলনা কি সত্যি করা যায়? বিয়ের সময় ডায়ানার বয়স ছিল ২০৷ ছোটবেলায় বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছিল৷ চার্লসের বয়স ছিল ৩২৷ সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে বিয়ের জন্য চাপও বাড়ছিল৷ কিন্তু চার্লস আসলে ভালবাসতেন ক্যামিলা পার্কার্স বোলস'কে৷ সেসময়ে ক্যামিলা বিবাহিত ছিলেন৷ ফলে তাকে বিয়ে করা সম্ভব ছিল না৷ পরে দুজনের ঘনিষ্ঠতা বাড়ে, বিয়েও করেন৷ ডায়ানার পরবর্তী জীবনও হয়ে ওঠে ঝড়ের মতো৷ মোটকথা, চার্লস ও ডায়ানার সম্পর্ক কখনো ঠিকমতো দানা বাঁধার সময় বা সুযোগ পায় নি৷

আগামীকাল শুক্রবার এক হচ্ছেন উইলিয়াম-কেটছবি: picture alliance/dpa

শুক্রবারের বিয়ের অনুষ্ঠানের সময় কেট মিডলটনের বয়স হবে ২৯৷ উইলিয়ামের বয়স ২৮৷ কেট বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা শেষ করে বেশ কয়েক বছর কাজও করেছেন৷ আত্মবিশ্বাসে ভরপুর৷ গোটা পরিবার তাঁর পেছনে রয়েছে৷ গত প্রায় ৮ বছর ধরে উইলিয়ামের সঙ্গে প্রেমের সম্পর্ক চলছে৷ একে অপরকে অত্যন্ত ভালোভাবে চেনার সুযোগ হয়েছে দুজনেরই৷ অনেকে ঠাট্টা করে বলছে, এরা তো পুরানো দম্পতির মতে হয়ে গেছে৷

তবে হ্যাঁ, মিলও রয়েছে৷ ডায়ানা ও কেট সংবাদ মাধ্যমের কাছে অত্যন্ত ‘বিপননযোগ্য' – এবিষয়ে কোনো সন্দেহ নেই৷ দুজনকে ঘিরে প্রতিটি খুঁটিনাটি বিষয় ফলাও করে ছাপা হয়েছে, টেলিভিশনে প্রচার হয়েছে৷ বিয়ের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত ডায়ানারা সেই আকর্ষণ বজায় ছিল৷ উইলিয়াম কেটকে এই মিডিয়ার গ্রাস থেকে বাঁচিয়ে রাখতে চান৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ