1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেট মিডলটনের ‘লজ্জা’ কিছুটা ঢাকছে ফরাসি আদালত

১৯ সেপ্টেম্বর ২০১২

কেট মিডলটনের ‘টপলেস’ ছবি ছাপানো বন্ধে এবার উদ্যোগ নিয়েছে ফরাসি আদালত৷ ফরাসি ম্যাগাজিন যাতে ‘ডাচেস অফ কেমব্রিজ’এর এ ধরনের আর কোনো ছবি ছাপতে না পারে সে নির্দেশ দিয়েছে আদালত৷

ছবি: Getty Images

বিপত্তির সূচনা কয়েকদিন আগে৷ প্রিন্স উইলিয়াম এবং তাঁর সহধর্মিনী কেট ছুটি কাটাতে গিয়েছিলেন দক্ষিণ ফ্রান্সে৷ সেখানে সংক্ষিপ্ত পোশাকে সূর্যস্নান করছিলেন কেট, সঙ্গে ছিলেন উইলিয়াম৷ কিন্তু বেরসিক পাপারাজ্জিরা সেসময় দীর্ঘ ও শক্তিশালী লেন্স ব্যবহার করে দূর থেকে কেটের অনেকগুলো ছবি তুলতে সক্ষম হয়৷ এরপর ফরাসি পত্রিকা ‘ক্লোজার' সেগুলোর কয়েকটি প্রকাশ করলে চারদিকে হৈচৈ শুরু হয়৷ শুধু কেট কিংবা প্রিন্স নয়, গোটা রাজ পরিবারের জন্য এটা ছিল চরম বিব্রতকর ব্যাপার৷

বিষয়টি এখানেই থেমে থাকেনি৷ ফরাসি ম্যাগাজিন দাবি করেছে, তাদের কাছে ডাচেস অফ কেমব্রিজ, মানে সাবেক কেট মিডলটনের আরো অনেক টপলেস ছবি আছে এবং সেগুলো তারা প্রকাশ করবে৷

এই ঘোষণার পর ফরাসি আদালতে হাজির হন কেট ও উইলিয়ামের আইনজীবীরা৷ কেটের বিব্রতকর ছবি প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা চান তারা৷ আদালত মঙ্গলবার এই আবেদন মঞ্জুর করেছেন এবং কেটের টপলেস ছবি প্রকাশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছেন৷ একইসঙ্গে দক্ষিণ ফ্রান্সে তোলা ছবিগুলোর আসল সংস্করণ রাজ পরিবারকে দিয়ে দিতেও নির্দেশ দিয়েছেন আদালত৷

প্রিন্স হ্যারি...ছবি: AP

আদালতের এই রায় অবশ্য ভবিষ্যতে কেটের বিব্রতকর ছবি প্রকাশের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ ব্রিটিশ রাজবধূর খোলামেলা ছবিসহ ‘ক্লোজার' যে সংস্করণ ইতিমধ্যে প্রকাশ করেছে, সেটি প্রত্যাহারের কোনো নির্দেশ দেয়নি আদালত৷

প্রসঙ্গত, ফরাসি ম্যাগাজিন ক্লোজার ছাড়াও ইটালির একটি গসিপ ম্যাগাজিনে কেটের টপলেস ছবি প্রকাশিত হয়েছে৷ আয়ারল্যান্ডের একটি পত্রিকাও এই ছবি প্রকাশ করেছে৷ এছাড়া ইন্টারনেটেও কেট মিডলটনের আলোচিত টপলেস ছবি পাওয়া যাচ্ছে৷

উল্লেখ্য, ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের বিব্রতকর ছবি প্রকাশ একেবারে নতুন কিছু নয়৷ গত মাসে প্রিন্স হ্যারির দুটি নগ্ন ছবি প্রকাশ করে মার্কিন সেলিব্রেটি ম্যাগাজিন ‘টিএমজেড'৷ লাস ভেগাসের একটি হোটেলে তোলা ছবি দুটির একটিতে দেখা যাচ্ছে যে, হ্যারি পুরো নগ্ন অবস্থায় তাঁর দুই হাত দিয়ে যৌনাঙ্গ ঢেকে রেখেছেন৷ তাঁর সঙ্গে রয়েছে এক নগ্ন তরুণী৷

এআই/জেডএইচ (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ