মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে অন্যান্য ব্যবস্থা গ্রহণের মধ্যে সুপার মার্কেটে কেনাকাটার সময় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া৷
বিজ্ঞাপন
অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্ৎস ঘোষণা করেছেন, আগামী বুধবার থেকে সুপারমার্কেটগুলির ঢোকার দরজায় ক্রেতাদের মাস্ক বিতরণ শুরু হবে৷
কুর্ৎস বলেন, করোনা সংক্রমণে বহু মানুষ মারা যাবে, যা এড়ানো সম্ভব নয়৷ তবে সবাইকে সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে, মৃত্যুর হার আরো কমিয়ে আনা যায়৷
শপিংয়ের সময় ক্রেতাদের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য মাস্ক কোনো বিকল্প নয়। তবে করোনা ভাইরাস ছড়ানো কমাতে মাস্ক ব্যবহার একটি অতিরিক্ত ব্যবস্থা৷ এই মাস্কগুলোও উঁচু মানের, যা সাধারণত স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করে থাকেন৷ কর্মক্ষেত্রেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা উচিত, একথাও বেশ স্পষ্টভাবে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্ৎস এরই মধ্যে জানিয়েছেন৷
এই মাস্ক অবশ্য জনগণকে নিজেদেরই কিনে নিতে হবে, তবে সেগুলোর দাম খুব বেশি নয়৷ ৩৩ বছর বয়সি কুর্ৎস জানান, পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে অস্ট্রিয়া এই পদক্ষেপটি বাস্তবায়ন করলো৷
এনএস/এডিকে(ডিপিএ,এফপি,রয়টার)
৪ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...
মাস্কের দাম নিয়ন্ত্রণে কোন দেশ কি করছে?
করোনা ভাইরাসের কারণে বিভিন্ন দেশে মাস্কের চাহিদা বেড়েছে৷ এ সুযোগে দাম বাড়াতে চাইছে ব্যবসায়ীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশের সরকার৷
ছবি: Getty Images/AFP/T. Aljibe
দক্ষিণ কোরিয়া
করোনা ভাইরাসের জন্য প্রয়োজনীয় সরন্জামাদি গুদামজাত করলে বা চড়া দামে বিক্রি করলে দুই বছরের জেল খাটতে হবে ব্যবসায়িদের, ঘোষণা দক্ষিণ কোরিয়া সরকারের৷
ছবি: Reuters/Heo Ran
ভারত
নিজেদের চাহিদা মেটাতে আপাতাত মাস্ক রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার, খবর রয়টার্সের৷
ছবি: Getty Images/AFP
বেইজিং
দেশটিতেই করোনা ভাইরাসের শুরু৷ মাস্কের চাহিদা মেটাতে ২৪ ঘন্টা উৎপাদন চালিয়ে যাচ্ছে বেশ কিছু প্রতিষ্ঠান৷ মাস্কের দাম বাড়ানোর দায়ে একটি ফার্মেসিকে চার লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে কর্তৃপক্ষ৷
ছবি: picture-alliance/AP Images/Y. Shimbun
ভিয়েতনাম
করোনা ভাইরাস ঠেকাতে মাস্কসহ প্রয়োজনিয় মেডিক্যাল সরঞ্জামের দাম বৃদ্ধি ঠেকাতে মোতায়েন রয়েছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী৷ গত কয়েক দিনে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে তারা দাম বাড়িয়ে মাস্ক বিক্রি করছে এমন বেশ কিছু দোকানিকে হাতেনাতে ধরেছে৷
ছবি: picture-alliance/AP Photo/H. Dinh
কেম্বোডিয়া
মাস্কের দাম বাড়ানো হলে সর্বোচ্চ ছয় বছর জেল খাটানোর হুমকি দিয়েছে কম্বোডিয়ার স্বাস্থ্যমন্ত্রী, জানিয়েছে দেশটির গণমাধ্যম৷
ছবি: Getty Images/K. Frayer
আরব-আমিরাত
কোন দোকানি বাড়তি দামে মাস্ক বিক্রি করলে এ বিষয়ে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নাগদিরকদের প্রতি আহ্বান জানিয়েছে আরব আমিরাত সরকার৷