1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনাকাটার সময় অস্ট্রিয়ায় মাস্ক পড়া বাধ্যতামূলক

৩১ মার্চ ২০২০

মহামারি করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে অন্যান্য ব্যবস্থা গ্রহণের মধ্যে সুপার মার্কেটে কেনাকাটার সময় মাস্ক পরা বাধ্যতামূলক করেছে অস্ট্রিয়া৷

ছবি: REUTERS

অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্ৎস ঘোষণা করেছেন, আগামী বুধবার থেকে সুপারমার্কেটগুলির ঢোকার দরজায় ক্রেতাদের মাস্ক বিতরণ শুরু হবে৷

কুর্ৎস বলেন, করোনা সংক্রমণে বহু মানুষ মারা যাবে, যা এড়ানো সম্ভব নয়৷ তবে সবাইকে সর্বাত্মক চেষ্টা করতে হবে যাতে, মৃত্যুর হার আরো কমিয়ে আনা যায়৷

শপিংয়ের সময় ক্রেতাদের মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য মাস্ক কোনো বিকল্প নয়। তবে করোনা ভাইরাস ছড়ানো কমাতে মাস্ক ব্যবহার একটি অতিরিক্ত ব্যবস্থা৷ এই মাস্কগুলোও উঁচু মানের, যা সাধারণত স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করে থাকেন৷ কর্মক্ষেত্রেও মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করা উচিত, একথাও বেশ স্পষ্টভাবে চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্ৎস এরই মধ্যে জানিয়েছেন৷

এই মাস্ক অবশ্য জনগণকে নিজেদেরই কিনে নিতে হবে, তবে সেগুলোর দাম খুব বেশি নয়৷ ৩৩ বছর বয়সি কুর্ৎস জানান, পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে অস্ট্রিয়া এই পদক্ষেপটি বাস্তবায়ন করলো৷

এনএস/এডিকে(ডিপিএ,এফপি,রয়টার)

৪ ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ