কেনিয়ার সবচেয়ে বড় বিমানবন্দরের বিকাশ ও উন্নয়ন করার কথা আদানির। এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার থেকে ধর্মঘটের ডাক দিয়েছে বিমানবন্দরের কর্মচারী ইউনিয়ন।
বিজ্ঞাপন
কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়নের দাবি, আদানি এয়ারপোর্টস হোল্ডিংসের সঙ্গে প্রস্তাবিত চুক্তি বাস্তবায়িত হলে কেনিয়ার বাইরের থেকে কর্মীদের নিয়ে আসা হবে এবং এর ফলে কেনিয়ার অনেকের চাকরি যাবে। তাই তারা সাতদিনের নোটিশ দিয়ে ধর্মঘটে নামছে।
ইউনিয়নের দাবি, সরকারকে এই চুক্তি বাতিল করতে হবে। তারা মনে করে, সরকার জেকেআইএ বিমানবন্দরকে বেআইনিভাবে বেচে দিতে চাইছে।
সরকার জানিয়েছে, কেনিয়ার এয়ারপোর্ট বেচে দেয়া হচ্ছে না। প্রস্তাবিত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে বিমানবন্দরের উন্নয়নের কাজের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।
বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য আদানির কোনো মুখপাত্রকে পাওয়া যায়নি বলে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে।
কেনিয়ার ইউনিয়নের সাধারণ সম্পাদক মস এনডিয়েমা বলেছেন, ''আদানির সঙ্গে চুক্তি পুরোপুরি বাতিল করতে হবে।'' তার দাবি, ''কেনিয়া এয়ারপোর্টস অথরিটি(কেএএ)-র পুরো বোর্ডকে ইস্তফা দিতে হবে।''
কেএএ সোমবার জানিয়েছে, তারা ধর্মঘটের নোটিশ পেয়েছে। তবে আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া যাবে বলে তারা আশাবাদী। কর্তৃপক্ষ জানিয়েছে, আদানি গোষ্ঠীর দ্বিতীয় রানওয়ে বানানো এবং যাত্রীদের ব্যবহারের জন্য টার্মিনাল উন্নয়ন করার কথা আছে।
সরকারের তরফ থেকে গতমাসে আদানির প্রস্তাব নিয়ে বলা হয়েছে, জেকেআইএ বিমানবন্দরের বছরে ৭৫ লাখ যাত্রী ঠিকভাবে যাতায়াত করতে পারেন। কিন্তু এখন যাত্রীসংখ্যা বেড়ে গেছে। তাই এখন পরিকাঠামোর জরুরি ভিত্তিতে উন্নতি ঘটানো দরকার। উপর থেকে জল পড়ার মতো ঘটনায় অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে কর্তৃপক্ষকে।
বিশ্বের বৃহত্তম বস্তি নিয়ে আদানির প্রকল্পে সন্দেহ বাসিন্দাদের
মুম্বইয়ে বিশ্বের সবচেয়ে বড় বস্তি খ্যাত ধারাভিতে আদানি গ্রুপের প্রকল্প নিয়ে তৈরি হয়েছে বিতর্ক৷ সরকার বস্তির পরিবেশ উন্নয়নে এই প্রকল্প নিলেও কার্যাদেশ পাওয়া আদানিকে নিয়ে রয়েছে বাসিন্দাদের সন্দেহ৷
ছবি: Niharika Kulkarni/REUTERS
স্লামডগ মিলিওনেয়ার
ধারাভি বস্তিটি স্বচক্ষে দেখার সুযোগ না পেলেও অনেকেই দেখেছেন সিনেমার পর্দায়৷ বলিউডের অস্কারজয়ী মুভি ‘স্লামডগ মিলওনেয়ারের’ কথা মনে আছে? সিনেমার গল্পের পটভূমি ছিল এই বস্তিকে ঘিরে, দৃশ্যও ধারণ করা হয়েছে ধারাভিতে৷
ছবি: Niharika Kulkarni/REUTERS
উন্নয়নের উল্টো পিঠ
ভারতের অভিজাতদের শহর মুম্বইয়ের শান-শৌকতের ঠিক উল্টো পিঠ ধারাভি৷ সুউচ্চ সব ভবনে ঘেরা, আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই এর অবস্থান৷ খোলা নর্দমা, শত শত মানুষের গণশৌচাগার, অন্ধকার, ঘিঞ্জি পরিবেশে বসবাস করেন লাখো মানুষ৷
ছবি: Java
বস্তির অর্থনীতি
মুম্বইর অর্থনীতিতে এই বস্তির গুরুত্ব উল্লেখযোগ্য৷ বিভিন্ন পেশার মানুষেরা বসবাস করেন প্রায় ৬০০ একরের এই এলাকায়৷ ২০০৭-২০০০৮ সালের হিসেব অনুযায়ী, এখানে আছে ১৩ হাজার বাণিজ্যিক কাঠামো৷
ছবি: Niharika Kulkarni/REUTERS
আদানির প্রকল্প
মহারাষ্ট্র রাজ্য সরকার বস্তিটি ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে৷ জুলাইতে প্রায় সাড়ে ৬১ কোটি ডলারের একটি দরপত্র চুক্তিপত্র চুক্তির অনুমোদন দিয়েছে সরকার৷ নথি অনুযায়ী, ‘অস্বাস্থ্যকর, শোচনীয়’ পরিবেশের বস্তিতে গড়ে তোলা হবে বহুতল ভবন৷ যেখানে বস্তির বাসিন্দাদের মাথা গোঁজার পাশাপাশি তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ করে দেয়া হবে৷
ছবি: Niharika Kulkarni/REUTERS
১২০০ কোটি ডলারের বিনিয়োগ
কনসালটেন্সি লায়াসেস ফোরাস নামের একটি সংস্থার হিসাবে ধারাভি প্রকল্পে আদানি বারোশ’ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করতে পারে৷ এর বিনিময়ে তারা ২৪০০ কোটি ডলার বা দ্বিগুণ মুনাফা তুলতে সক্ষম হবে৷
ছবি: Niharika Kulkarni/REUTERS
আদানিকে নিয়ে বিতর্ক
সম্প্রতি ভারতে ও আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক বিতর্কের জন্ম দিয়েছে আদানি গ্রুপ৷ জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের হিন্ডেনবার্গের প্রতিবেদন প্রকাশের পর ১৫ হাজার কোটি ডলারের মূলধন হারিয়েছে ব্যবসা প্রতিষ্ঠানটি৷
ছবি: Francis Mascarenhas/REUTERS
বস্তিবাসীর সন্দেহ
আদানির এই প্রকল্প নিয়ে সন্দেহ দানা বেঁধেছে বস্তিবাসীর মনে৷ এই প্রকল্পের প্রতিবাদ করছেন অনেকে৷ আদানি ও তার কোম্পানির আর্থিক সংকটে তারা প্রকল্পটি কতটা বাস্তবায়ন করতে পারবে সে নিয়েও তাদের প্রশ্ন আছে৷
ছবি: Niharika Kulkarni/REUTERS
আইনি চ্যালেঞ্জ
প্রকল্প বাস্তবায়নে আদানির জন্য নতুন হুমকি সেকলিঙ্ক টেকনোলোজিস কর্পোরেশনের আইনি চ্যালেঞ্জ৷ ২০১৮ সালে মহারাষ্ট্র সরকার এই প্রকল্পের জন্য প্রথম দরপত্র আহ্বান করে৷ সেখানে সর্বোচ্চ দরদাতা ছিল বাহরাইনের রাজপরিবারের সঙ্গে সংশ্লিষ্ট দুবাই ভিত্তিক কনসোর্টিয়ামটি৷ তাদের অভিযোগ আদানিকে কাজ দেয়ার জন্যই ২০২২ সালে নতুন শর্ত আরোপ করে দরপত্র আহ্বান করা হয়৷ অভিযোগ অস্বীকার করেছে কর্তৃপক্ষ৷
ছবি: Niharika Kulkarni/REUTERS
আদানি ও মোদী
গুজরাটের রাজনীতিবিদ মোদির সঙ্গে একই রাজ্যের ব্যবসায়ী গৌতম আদানির সম্পর্ক নিয়ে আছে নানা গুঞ্জন৷ বিরোধীদের অভিযোগ ব্যক্তিগত সম্পর্ককে কাজে লাগিয়ে বন্দর, জ্বালানি থেকে শুরু করে সরকারি নানা প্রকল্প বাগিয়ে সাম্রাজ্য গড়ে তুলেছে আদানি গ্রুপ৷ যদিও সরকার বা আদানি দুই পক্ষই অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছে৷
ছবি: Siddharaj Solanki/Hindustan Times/IMAGO
‘আদানিকে হটাও’
আগস্টের শুরুতে ধারাভির সামনে জড়ো হন প্রায় ৩০০ বিরোধী রাজনৈতিককর্মী ও বস্তির বাসিন্দারা৷ ‘আদানিকে হটাও, ধারাভি বাঁচাও’ এমন স্লোগান দেন তারা৷ তাদের সন্দেহ এই প্রকল্পের কাজ শেষ করতে পারবে না আদানি গ্রুপ৷ তাতে বস্তিবাসীর থাকার আর কোনো জায়গা থাকবে না৷
ছবি: Francis Mascarenhas/REUTERS
10 ছবি1 | 10
বলা হয়েছে, জেকেআইএ-র আধুনিকীকরণের জন্য দুইশ কোটি ডলার চাই। বর্তমান আর্থিক অবস্থায় যা দেয়া সরকারের পক্ষে কঠিন।
সরকার জানিয়েছে, আদানির প্রস্তাব বিবেচনা করা হচ্ছে। যদি কোনো চুক্তি করা হয়, তা হলে দেশের স্বার্থ বজায় রেখে তা করা হবে।
গত জুন মাসে সরকারের প্রস্তাবিত কর বাড়ানো নিয়ে যুবরা আন্দোলনে নেমেছিল। সেসময় আদানির সঙ্গে চুক্তির বিষয়টিও সমালোচিত হয়েছিল। গতমাসে বিক্ষোভকারীরা জেকেআইএ -তে ঢুকে পড়ার চেষ্টা করে। পুলিশ তাদের থামায়।
শ্রীলঙ্কা ও ভিয়েতনাম
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভিয়েতনামে দুইটি বিমানবন্দরে বিনিয়োগ করা নিয়ে আদানি গোষ্ঠী চিন্তাভাবনা করছে। তারা উপকূলের শহর ডা নাং-এ দুইশ কোটি ডলার বিনিয়োগ করতে পারে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে গৌতম আদানির সঙ্গে কথাও বলেছেন।
হিন্দু-বিজনেসলাইনের রিপোর্ট বলছে, কলম্বোসহ শ্রীলঙ্কার তিনটি বিমানবন্দরের ব্যবস্থাপনা আদানি গোষ্ঠীকে দেয়ার বিষয়ে আলোচনা চলছে। শ্রীলঙ্কার মন্ত্রী হারিন ফার্নান্দো বলেছেন, আদানি গোষ্ঠীর সঙ্গে বিমানবন্দরের উন্নয়নের বিষয়ে কথা চলছে।
ভারতের আটটি বিমানবন্দর
আদানি গোষ্ঠীর ওয়েবসাইটে জানানো হয়েছে, তারা ভারতে আমেদাবাদ, লখনউ, ম্যাহ্গালুরু, জয়পুর, গুয়াহাটি ও থিরুবনন্তপুরমের বিমানবন্দরের উন্নয়নের কাজ করছে। এছাড়া তাদের কাছে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর নিমিটেডের ৭৩ শতাংশ ও নবি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর লিমিটেডের ৭৪ শতাংশ শেয়ার আছে। এই আটটি বিমানবন্দরের ম্যানেজমেন্ট ও উন্নয়নের দায়িত্ব তাদের হাতে থাকার অর্থ ২৫ শতাংশ যাত্রী ও ৩৩ শতাংশ পণ্য তাদের বিমানবন্দর দিয়ে যাতায়াত করে।