1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনিয়ায় নদী সংস্কারে বেসরকারি উদ্যোগ

২১ অক্টোবর ২০২০

ঘনবসতিপূর্ণ শহরে পরিবেশ বিপর্যয়ের মাত্রা আরও প্রকট হয়ে উঠতে পারে৷ কেনিয়ার নাইরোবি নদীর দূষণ জলবায়ু পরিবর্তনের কারণে আরও মারাত্মক হয়ে উঠছে৷

ছবি: DW/Thomas Hasel

নাইরোবি নদী থেকে আবর্জনা দূর করার কাজ যেন কখনোই শেষ হবার নয়৷ কেনিয়ার মাসাই উপজাতির ভাষায় নাইরোবি শব্দটির অর্থ শীতল ও তাজা পানি৷ নদীর বর্তমান নোংরা অবস্থায় অবশ্য সেই পানি আর দেখা যায় না৷ আশেপাশের বস্তি এলাকার উৎসাহী মানুষ ঘরের দোড়গোড়ায় এমন পরিবেশ বিপর্যয় আর সহ্য করতে পারছেন না৷ কোম্ব গ্রিন সলিউশন্স সংগঠনের লিডিয়া ওয়াম্বোই স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘‘বয়স যখন কম ছিল, তখন নদী এত নোংরা ছিল না৷ তাই আমরা নদী পরিষ্কার করার সিদ্ধান্ত নিলাম৷ আগে নদীতে সাঁতার কাটতাম৷ পানি বদলে যাওয়ায় এখন আর সেটা সম্ভব নয়৷ নদীর আগের অবস্থা ফিরিয়ে আনতে চাই৷’’

লিডিয়া ওয়াম্বোই-সহ নাইরোবির পূর্বাংশে কোরোগোচো বস্তির প্রায় ৭০ জন বাসিন্দা ‘কোম্ব গ্রিন সলিউশনস’ নামের সংগঠন গড়ে পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নিয়েছেন৷ নদীর দূষণ যে ইতোমধ্যে মানুষের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে, অনেকের কাছেই তা স্পষ্ট৷ নার্স হিসেবে দুশ্চিন্তা প্রকাশ করে ফেলিস্টুস লিবুলেলে বলেন, ‘‘নাইরোবি নদীর পানি বিপজ্জনক হয়ে উঠেছে৷ বাচ্চারা সেখানে খেলা করে এবং অন্য কোথাও সাঁতার কাটার সুযোগ না থাকায় তারা নদীতে নামে৷ কিন্তু সেখানে অস্বাস্থ্যকর পদার্থ রয়েছে৷ ফলে বাচ্চাদের আন্ত্রিক ও চর্ম রোগ হয়৷’’

বিশেষ করে জলবায়ু পরিবর্তন ও কেনিয়ায় ঘনঘন খরার কারণে মানুষ নদীর পানির উপর আরও নির্ভরশীল হয়ে পড়েছে৷ স্নান, জামাকাপড় কাচা থেকে শুরু করে খেতের জন্যও নদীর পানি ব্যবহার করা হয়৷

নদী বাঁচাতে এগিয়ে এলেন বস্তিবাসীরা

03:37

This browser does not support the video element.

কেনিয়ার প্রশাসন পরিবেশ নদীতে পরিবেশ সংকটের মুখে অত্যন্ত ধীর গতিতে প্রতিক্রিয়া দেখাচ্ছে৷ ফলে অনেক মানুষ নিজেদের উদ্যোগ সত্ত্বেও একা বোধ করছেন৷

কোম্ব গ্রিন সলিউশনস সংগঠনের প্রতিষ্ঠাতা ফ্রেডরিক ওকিন্ডারও এমনটা মনে হয়েছিল৷ এক সরকারি কর্মকর্তার বিরল সফর কাজে লাগানোর চেষ্টা করছেন তিনি৷ ফ্রেডরিক বলেন, ‘‘আমরা স্বীকৃতির আশায় নদী পরিশোধন করছি না৷ নিজেরা চাই বলেই সেই কাজ করছি৷ গভর্নর আমাদের কাজের স্বীকৃতি দিতে শুরু করার আগেই কাজ শুরু করেছি৷ দেখছেন, আমরা কী পরিমাণ জঞ্জাল উদ্ধার করেছি৷ কখনো সেটা করতে যন্ত্রের জন্য আবেদন করি, কিন্তু কখনোই সে সব আনা হয় না৷ আমরা আমাদের উদ্বেগ জানাতে চেয়েছিলাম৷’’

নাইরোবি পরিবেশ কর্তৃপক্ষের প্রতিনিধি লরেন্স মোয়াংগি সব কথা শুনে বলেন, ‘‘আমি বুঝছি, তোমাদের চাহিদা অনুযায়ী যন্ত্রপাতি আনা সত্যি এক চ্যালেঞ্জ৷ তবে পরিবেশ দফতরের প্রধান হিসেবে আমি সর্বশক্তি কাজে লাগিয়ে আমি চেষ্টা করবো, যাতে তোমরা তরুণরা সেটা পাও৷’’

কোম্ব গ্রিন সলিউশনস সংগঠনের অ্যাক্টিভিস্টরা রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপের জন্য অপেক্ষা করছেন৷ নদীতে দূষণের প্রধান কারণগুলি স্পষ্ট দেখা যাচ্ছে৷ আশেপাশের বস্তি এলাকায় কোনোরকম আবর্জনা ব্যবস্থাপনা নেই৷ ফ্রেডরিক ওকিন্ডা বলেন, ‘‘জঞ্জাল সংগ্রহের কোনো নির্দিষ্ট জায়গা নেই৷ তাই সাধারণ মানুষ নিজেরাই সেগুলি সংগ্রহ করে৷ রাতে আমরা না থাকলে সেগুলি নদীতে ফেলে দেয়৷’’

তাছাড়া নাইরোবি শহরের ৪০ লাখেরও বেশি মানুষের মাত্র প্রায় অর্ধেক বর্জ্য পদার্থ নিষ্কাশন প্রণালীর সঙ্গে যুক্ত থাকায় বর্জ্য পানিও অপরিশোধিত অবস্থায় নদীতে গিয়ে পড়ে৷

টোমাস হাসেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ