1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনিয়ায় পদপিষ্ট হয়ে মৃত ১৩ শিশু

৪ ফেব্রুয়ারি ২০২০

আফ্রিকার কেনিয়ার একটি স্কুলে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মারা গেছে ১৩টি শিশু৷ পাশাপাশি আহত হয়েছেন আরো অনেকে৷

Schule in Ngong bei Nairobi in Kenia
ছবি: dapd

সোমবার কেনিয়ার পশ্চিমাঞ্চলের শহর কাকামেগার একটি প্রাইমারি স্কুলে হঠাৎ করেই ধাক্কাধাক্কি শুরু হয়৷ শিক্ষার্থীদের মধ্যে অজানা কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌড়াদৌড়ি শুরু হয়৷ ধাক্কাধাক্কির ঠেলায় পদপিষ্ট হয়ে মারা যায় ১৩টি শিশু৷

তদন্তকারী পুলিশ এখনও আতঙ্ক ছড়ানোর পেছনে কোনো কারণ খুঁজে পায়নি৷ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং স্কুল চত্বর ব্যারিকেড করে বন্ধ করে দেয় ও শিক্ষকদের বিবৃতি নেয়৷

কী ঘটেছে স্কুলে?

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাকামেগা পুলিশ প্রধান ডেভিড কাবেনা জানান, ‘‘ঠিক কী হয়েছে তা জানতে আমরা তদন্ত শুরু করেছি৷ এই ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩জন এবং আহতরা হাসপাতালে রয়েছেন৷''

কেনিয়ায় স্কুল ভবন ধসে ৭ শিশুর মৃত্যু

00:38

This browser does not support the video element.

কিন্তু মৃত এক শিশুর অভিভাবক দোষী সাব্যস্ত করছেন শিক্ষকদের৷ স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘যারা প্রাণে বেঁচে বেরোতে পেরেছে তারা জানিয়েছে যে শিক্ষকরা তাদের খুব মারছিলেন৷ সেই মার থেকে পালাতেই শিশুরা দৌড়াচ্ছিল৷ সেখান থেকেই ধাক্কাধাক্কির সূত্রপাত৷''

 

স্কুল কর্তৃপক্ষ এখনও এবিষয়ে কোনো খোলসা করেনি৷ স্কুলের সহ-সভাপতি উইরিয়াম রুটো টুইটারে জানান, ‘‘কাকামেগাস্কুলের ভয়াবহ ঘটনায় আমরা দুঃখিত৷ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল৷''

কেনিয়ায় কোনো স্কুলে শিক্ষার্থীদের মারা আইনত অপরাধ৷ তাই এই দিকটিকেও মাথায় রাখছেন তদন্তকারীরা৷ অন্যদিকে, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়ে এগিয়ে এসেছে রেড ক্রস ইন্টারন্যাশনাল৷ ইতিমধ্যে, মানসিকভাবে ত্রস্ত শিক্ষার্থীদের কাউন্সেলিং ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে তারা৷ 

এসএস/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ