1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজকেনিয়া

কেনিয়ায় বন্য়া, মাসাইমারায় আটকে বহু পর্যটক

২ মে ২০২৪

প্রায় ১০০ পর্যটক মাসাইমারার জঙ্গলে আটকে পড়েছেন। বন্য়ায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে ১৭০ জনের।

কেনিয়ায় বন্যা
কেনিয়ার বন্য়ায় ক্ষতিগ্রস্ত মাসাইমারা জঙ্গলছবি: Bobby Neptune/AP Photo/picture alliance

কেনিয়ার মাসাইমারা জঙ্গলে বেড়াতে গেছিলেন বহু পর্যটক। তারই মধ্যে শুরু হয়েছে ভয়াবহ বন্য়া। এরফলে জঙ্গলে আটকে পড়েছেন অন্তত ১০০ পর্যটক। কীভাবে তাদের উদ্ধার করে শহরে ফিরিয়ে আনা যায় তা নিয়ে আলোচনা শুরু করেছে প্রশাসন।

কেনিয়ায় প্রবাল রক্ষার উদ্যোগ

01:28

This browser does not support the video element.

এদিকে কেনিয়ার বন্য়ায় এখনো পর্যন্ত অন্তত ১৭০ জনের মৃত্য়ু হয়েছে। গৃহহীন অন্তত এক লাখ ৯৫ হাজার মানুষ। বিভিন্ন ত্রাণশিবিরে তাদের রাখা হয়েছে।

বুধবার সকালে মাসাইমারার একটি নদীর পার ভেঙে যায়। তারপরেই জলস্রোত ঢুকে পড়ে জঙ্গলের ভিতর। জঙ্গলের অফিসার স্টিফেন নাকোলা এএফপি-কে জানিয়েছেন, ''আচমকা নদীর পার ভাঙায় জঙ্গলের ভিতর পর্যটকদের থাকার জায়গা ভেসে গেছে। বহু পর্যটক এবং বনকর্মী আটকে পড়েছেন। তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা হচ্ছে।''

রেড ক্রস ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে। নৌকো এবং হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজ চলছে। রেড ক্রসের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত বিভিন্ন ক্যাম্প থেকে ৬১জনকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দেশের প্রেসিডেন্ট উইলিয়াম রুটো উদ্ধারকাজে নামার জন্য সেনাকে নির্দেশ দিয়েছেন। এক বিবৃতিতে প্রেসিডেন্ট জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের জন্য়ই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে কেনিয়ায়।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ