1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনিয়ায় সংরক্ষিত অরণ্যে অভাবনীয় সাফল্য

৩ মার্চ ২০২১

লুপ্তপ্রায় পশু সংরক্ষণের অনেক উদ্যোগ দুর্নীতিসহ নানা কারণে ব্যর্থ হয়৷ কেনিয়ার এক ফরেস্ট রিজার্ভ আশেপাশের মানুষকে সম্পৃক্ত করে বিপুল সাফল্য পাচ্ছে৷ ফলে চোরাশিকারীরাও সেখানে সুবিধা করে উঠতে পারছে না৷

কেনিয়ার লেওয়া ওয়াইল্ডলাইফ কনসারভেন্সি সেন্টার
কেনিয়ার লেওয়া ওয়াইল্ডলাইফ কনসারভেন্সি সেন্টার পশু ও প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্যছবি: Thomas Hasel

কেনিয়ার মধ্যভাগে লেওয়া ওয়াইল্ডলাইফ কনসারভেন্সি সেন্টার পশু ও প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য৷ ২৫০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে জিরাফ, জেব্রা, হাতি, সিংহ, গণ্ডারের মতো কয়েক হাজার পশুপাখি ছড়িয়ে রয়েছে৷

জায়গাটি অনেক কাল ধরে এক ব্রিটিশ গবাদি পশু পালকের ব্রিডিং ফার্ম ছিল৷ তাঁরই বংশধররা লুপ্তপ্রায় গণ্ডার বাঁচাতে গত শতাব্দীর আশির দশকে এক সংরক্ষিত এলাকা গড়ে তোলেন৷ আজ সেখানে প্রায় ১৭০টি গণ্ডার রয়েছে৷

কেনিয়ায় পশু রক্ষার একটি সফল উদাহরণ

03:17

This browser does not support the video element.

১২০ জনেরও বেশি রেঞ্জার চোরাশিকারীদের হাত থেকে লুপ্তপ্রায় এই প্রাণীগুলির সুরক্ষায় নিয়োজিত রয়েছেন৷ সঙ্গে রয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের দল, যেগুলি গন্ধ শুঁকে মানুষের পিছু নিতে পারে৷ এলাকা সম্পর্কে ভালো জ্ঞানও রেঞ্জারদের হাতিয়ার৷ চোরাশিকারী দমন ইউনিটের এডওয়ার্ড নদিরিতু বলেন, ‘‘লেওয়ায় কর্মরত ৯৮ শতাংশ রেঞ্জারই আশেপাশের এলাকার মানুষ৷ সেটা অত্যন্ত জরুরি কারণ এর মাধ্যমে সেই সমাজের দায়িত্ববোধের বার্তা যাচ্ছে৷ স্থানীয় মানুষ লেওয়াকে নিজেদের বলেই মনে করে৷ তাই স্থানীয় মানুষ, প্রতিবেশীদের সঙ্গে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ৷’’

স্থানীয় মানুষের সঙ্গে সংরক্ষিত এই অরণ্যের সংযোগই লেওয়া কনসারভেন্সিকে তার সবচেয়ে বড় হুমকি থেকে রক্ষা করতে সাহায্য করছে৷ প্রধান নিরাপত্তারক্ষী হিসেবে জন প্যামেরি মনে করেন, ‘‘সংরক্ষণের ক্ষেত্রে কমিউনিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ তাদের শামিল না করলে সংরক্ষণের উদ্যোগে আমরা জয়ের মুখ দেখবো না৷ চোরাশিকারের ক্ষেত্রে আগে স্থানীয় সমাজ, এমনকি রেঞ্জাররাও সহায়তা করতো৷ শুধু টাকার লোভেই এমনটা হতো৷ সে কারণে আমরা আমাদের কর্মসূচিগুলি স্থানীয় সমাজের কাছে নিয়ে যাচ্ছি, যাতে তাদের মন জয় করে অনেক খবর পেতে পারি৷ এ ক্ষেত্রে তারাই যেন আমাদের চোখ-কান হয়ে উঠতে পারে৷’’

পিউরিটি ওয়ামিউয়ুর মতো ১২০ জন রেঞ্জার কাজ করছেনছবি: Thomas Hasel

স্থানীয় মানুষ সন্দেহজনক কিছু দেখলে পিউরিটি ওয়ামিউয়ুকে জানিয়ে দেয়৷ তিনি প্রায় সব প্রতিবেশীকেই চেনেন, কারণ সেই অঞ্চলেই তিনি বড় হয়েছেন৷ তিনি বলেন, ‘‘এই মুহূর্তে এখানে পাঁচ জন নারী রেঞ্জার হিসেবে কাজ করছেন৷ ২০১২ সালে আমিই প্রথম নারী হিসেবে সেই দায়িত্ব পেয়েছিলাম৷ এই কনসারভেন্সি আমার কাছে সবকিছু৷ লেওয়ায় এক ক্ষুদ্র ঋণ কর্মসূচি রয়েছে৷ আমার মাও সেই সুযোগের সদ্ব্যবহার করেন৷ আমার ছেলে স্কুলে যাচ্ছে, সেও লেওয়া শিক্ষা তহবিল থেকে সাহায্য পায়৷’’

লেওয়া ওয়াইল্ডলাইফ কনসারভেন্সি আয়ের প্রায় ৭০ শতাংশ আশেপাশের মানুষের কল্যাণে বিভিন্ন কর্মসূচিতে বিনিয়োগ করে৷ সাড়ে চারশো স্কুল পড়ুয়া বৃত্তি পায়, আশেপাশের ফার্মের জন্য পানির ব্যবস্থা করা হয়৷ নারীদের কল্যাণের বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়৷

টোমাস হাসেল/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ