1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেন্দ্রীয় নব্য নাৎসি ডাটাব্যাংক চালু হল

১৯ সেপ্টেম্বর ২০১২

সুইকাও’এর নব্য নাৎসি সন্ত্রাস গোষ্ঠী সংক্রান্ত তদন্তে বিভিন্ন ভুলত্রুটির পর জার্মানিতে কেন্দ্র এবং রাজ্যগুলি মিলে দেশে নব্য নাৎসি কার্যকলাপ সম্পর্কে একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার সৃষ্টির সিদ্ধান্ত নেয়৷

ছবি: picture-alliance/dpa

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী হান্স-পেটার ফ্রিডরিশ বার্লিনে সরকারিভাবে সেই ডাটাব্যাংক চালু করলেন৷ সুইকাও'এর নব্য নাৎসি ত্রয়ী প্রায় দশ বছর ধরে তাদের হত্যাকাণ্ড চালায়; প্রাণ হারান দশজন নিরপরাধ বিদেশি-বহিরাগত৷ অথচ এই দশ বছরে কেন্দ্র এবং রাজ্যের পুলিশ, গোয়েন্দা বিভাগ ও অপরাপর নিরাপত্তা দপ্তরের কাছে বারংবার এই নব্য নাৎসি ত্রয়ী, তাদের কোনো একক সদস্য, কিংবা সাহায্যকারীদের ব্যাপারে খবর এসেছে৷

সেই সব বিভিন্ন হদিশ মিলিয়ে হয়তো অপরাধীদের ধরাও সম্ভব ছিল, এবং সেটা আরো কিছু নির্দোষ মানুষ নিহত হবার আগেই৷ এখন সেই তদন্তে এতো ধরণের বিভ্রাট হলো কেন এবং কিভাবে, তাই নিয়েই সংসদীয় পর্যায়ে তদন্ত চলেছে৷ শুধু তদন্তই নয়, সেই সঙ্গে দেশ জুড়ে চলছে আলোচনা আর তর্ক-বিতর্ক, যার একটা ফল এই কেন্দ্রীয় নব্য নাৎসি ডাটাব্যাংক সৃষ্টি করার সিদ্ধান্ত৷

স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রিডরিশ নিজেই বলেছেন: এটা জার্মানির নিরাপত্তা কাঠামোর একটি গুরুত্বপূর্ণ সংশোধন৷ ৩৬টি বিভিন্ন জার্মান নিরাপত্তা দপ্তর এই কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে তাদের নব্য নাৎসি সংক্রান্ত খবরাখবর প্রদান করবে৷ এর ফলে পুলিশ এবং গুপ্তচর বিভাগের মধ্যে তথ্যের আদানপ্রদানও উন্নীত হবে৷

এ নিয়ে বহু আগে থকেই কথাবার্তা চলছিল বার্লিনে...ছবি: dapd

বস্তুত জার্মানিতে এ'ধরণের একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডার ইতিমধ্যেই আছে, যাকে সাধারণ ভাষায় বলা হয় টেরর-ডাটাই বা টেরর ডাটাব্যাংক অর্থাৎ সন্ত্রাস বিষয়ক তথ্যভাণ্ডার৷ জার্মানিতে সন্ত্রাস প্রতিরোধে বিভিন্ন কর্তৃপক্ষের মধ্যে বর্ধিত সমন্বয় যার লক্ষ্য৷ নতুন নব্য নাৎসি ডাটাব্যাংকটি সেইভাবেই চরম দক্ষিণপন্থিদের তরফ থেকে সন্ত্রাস ও সহিংসতা রোধে সাহায্য করবে৷

পুলিশকর্মী সংগঠনের নেতা বের্নহার্ড ভিটহাউট নতুন ডাটাব্যাংকের প্রশংসা করলেও, যুগপৎ ফেডারাল সন্ত্রাস প্রতিরোধ কেন্দ্রের মতো কোনো প্রতিষ্ঠান যে সৃষ্টি করা হচ্ছে না, তার সমালোচনা করেছেন৷ সন্ত্রাস প্রতিরোধ কেন্দ্রে সব দপ্তরের কর্মকর্তারা এক টেবিলে বসে কথাবার্তা বলেন, ফলে সন্ত্রাসের অনেক যোগসূত্র সেই আলোচনাতেই ধরা পড়ে৷ তবে সব মিলিয়ে এই নতুন নব্য নাৎসি ডাটাব্যাংক সঠিক পথে সঠিক পদক্ষেপ বলেই অভিহিত করেছেন ভিটহাউট৷

এসি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ