1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেন্দ্র দখল ও সহিংসতা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩১ মার্চ ২০১৪

কেন্দ্র দখল, গুলি আর বিএনপির ভোট বর্জনের মধ্য দিয়ে সোমবার শেষ হয়েছে পঞ্চম ধাপে বাংলাদেশের ৭৩টি উপজেলায় ভোটগ্রহণ৷ বিএনপির অভিযোগ, নির্বাচনে ভোটকেন্দ্র দখলের মহোত্‍সব হয়েছে৷

Bangladesch Parlamentswahlen Gewalt in Rajshahi
ছবি: Reuters

তবে নির্বাচন কমিশনের দাবি, নির্বাচন ছিল শান্তিপূর্ণ৷ কেন্দ্র দখল, বিরোধীদের ওপর হামলা এবং প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগে ১৪টি উপজেলায় ভোট বর্জনের ঘোষণা করেছে বিএনপি৷ নির্বাচন বর্জন করা উপজেলাগুলো হলো: সাতক্ষীরা সদর, তালা ও দেবহাটা, বরগুনার বামনা, পাথরঘাটা ও আমতলী, টাঙ্গাইলের ঘাটাইল, চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা, পটুয়াখালীর কলাপাড়া, জামালপুরের মাদারগঞ্জ, নারায়ণগঞ্জের আড়াইহাজার, ব্রাহ্মণবাড়িয়ার আড়াইহাজার এবং কুমিল্লার চান্দিনা৷

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কেন্দ্র দখলের অভিযোগ এনে নির্বাচন বর্জনকারী প্রার্থীদের সমর্থকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন৷ এ সময় ক্ষুব্ধ সমর্থকদের সরিয়ে দিতে পুলিশ গুলি ছুড়লে মোট পাঁচজন গুলিবিদ্ধ হন৷ মৌলভীবাজারের রাজনগরে সোনাদীঘি ভোটকেন্দ্রের বাইরে বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন৷ এদিকে ভোট শুরুর ৩০ মিনিটের মধ্যে বরগুনার আমতলী উপজেলায় কেন্দ্র দখল ও অনিয়মের অভিযোগে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ঘোষণা করা হয়৷ এছাড়া বিভিন্ন স্থানে ভোটকেন্দ্রে না যাওয়ার হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ আর লক্ষ্মীপুর সদর উপজেলায় ভোট শুরুর ৫ ঘণ্টা আগে কেন্দ্রের সামনে খুন হয়েছেন স্থানীয় এক যুবলীগ নেতা৷

পঞ্চম দফা উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের মহোত্‍সব চলেছে বলে দাবি করে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘‘নির্বাচনে বিরোধী প্রার্থীর পোস্টার, ব্যানার ছিঁড়ে ফেলা, মাইক ভাঙচুর, কেন্দ্র দখল ও আগের রাতে ভুয়া ভোট দিয়ে ব্যালট বাক্স ভরা, সন্ত্রাস সৃষ্টি করে বিরোধী এজেন্টদের বিতাড়িত করার মহাযজ্ঞ চালিয়েছে৷ ভোট নয়, হয়েছে ভোটকেন্দ্র দখলের মহোত্‍সব৷''

গত ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম এবং দ্বিতীয় ধাপ মোটামুটি শান্তিপূর্ণ হলেও তৃতীয় ধাপ থেকে সহিংসতা, অনিয়ম এবং কেন্দ্র দখলের ঘটনা শুরু হয়৷ আর সোমবার পঞ্চম ধাপের নির্বাচনেও তা অব্যাহত থাকে৷ সোমবারের নির্বাচন নিয়ে ৫ দফায় ৪৮৭টি উপজেলার মধ্যে ৪৫৬টি উপজেলার নির্বাচন শেষ হলো৷ বাকি ৩১টি উপজেলা পরিষদের নির্বাচন হবে এপ্রিল মাসে৷ তবে এর জন্য তফসিল এখানো ঘোষণা করা হয়নি৷ চার ধাপের নির্বাচনে আওয়ামী লীগ মোট ১৭১, বিএনপি ১৪০ জামায়াত ৩৩ এবং স্বতন্ত্র ও অন্যান্য দলের ৩৫ জন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন৷ এমনকি সোমবারের ফলাফলও আওয়ামী লীগের পক্ষে যাবে বলেই মনে করা হচ্ছে৷

নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ ডয়চে ভেলকে বলেন, ‘‘আমাদের বিবেচনায় কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণ হয়েছে৷ আমাদের কাছে ব্যাপক সহিংসতা বা অনিয়মের তেমন কোনো অভিযোগ আসেনি৷ যেসব অভিযোগ এসেছে, তা নির্বাচনের গ্রহণযোগ্যতার ওপর কোনো প্রভাব ফেলবে না৷'' তিনি বলেন, ‘‘যাঁরা ঢালাওভাবে সহিংসতা বা অনিয়মের অভিযোগ করেন, তাঁরা তা রাজনৈতিক কারণেই করেন৷ তাঁরা কেন এটা করছেন – তার জবাব তাঁরাই ভালো দিতে পারবেন৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ