বলিউডের সঙ্গে পরিচয় সেই ছোট্ট বেলা থেকে৷ মনে আছে, বড় বাঁশের মাথায় অ্যান্টেনা ঘুরিয়ে ছুটির দিনে দেখতাম দূরদর্শন৷ কোনো এক দুর্নিবার আকর্ষণ ছিল হিন্দি গানের প্রতি৷ এমন আকর্ষণ শুধু আমার নয়, আরো অনেকের ছিল৷
বিজ্ঞাপন
গতবছর গ্রীষ্মের এক সন্ধ্যায় রাইন নদীতে নৌ ভ্রমণে গিয়েছিলাম, সঙ্গে ছিল কয়েকজন বন্ধু৷ কারো সঙ্গে নতুন পরিচয়, কাউকে আগে থেকে চিনতাম৷ সেখানে বন্ধুর বন্ধুরাও ছিল৷ গ্রীষ্মের সন্ধ্যা হলেও জাহাজ চলতে শুরু করার এক পর্যায়ে ঝড়-বৃষ্টি শুরু হলো৷ সেই বৃষ্টিপাতের মধ্যেই অবশ্য চলছিল ডিস্কো, জাহাজের ছাদের একাংশে৷ অন্য দুই ফ্লোরে ছিল আড্ডার সুযোগ৷
বন্ধুবান্ধবদের সঙ্গে রাইন নদীতে নৌকা ভ্রমণ সেটাই প্রথম৷ শুরুতে কিছুটা অস্বস্তি বোধ করছিলাম৷ কিন্তু এক পর্যায়ে ভালো লাগতে শুরু করে৷ বৃষ্টি দেখে কারো কারো মনে যখন আতঙ্ক, তখন আমি দিব্যি বারান্দায় এক নিরিবিলি কোণায় বসে তা উপভোগ করতে শুরু করলাম৷ এক দিকে ভরা রাইন নদী, অন্যদিকে জাহাজের গা ছাপিয়ে পানির ফোয়ারা৷ পানির দেশের মানুষ না যারা, তাদের জন্য কিঞ্চিৎ আতঙ্কেরই৷
জার্মানিতে বলিউড ছবির শুটিং
জার্মানির সৌন্দর্য চিরকালই বলিউডের চিত্রনির্মাতাদের আকর্ষণ করেছে, যে কারণে বেশ কিছু বলিউড ছবির কোনো না কোনো দৃশ্যের শুটিং হয়েছে জার্মানিতে৷
ছবি: picture-alliance/dpa/Xamax
‘দিল তো পাগল হ্যায়’
শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও কারিশমা কাপুরের অভিনীত ছবিটির শুটিং দক্ষিণ জার্মানির রুস্ট শহরে অবস্থিত ইউরোপা পার্ক ও বাডেন-ভ্যুর্টেমব্যার্গ রাজ্যে করা হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/S. Stein
‘হদ কর দি আপনে’
ছবিটির একটি গানের শুটিং রুস্টের ইউরোপা পার্কে করা হয়েছে৷ গানটি হলো: ‘মুঝে তুমসে কুছ হায় ক্যাহনা’৷
ঐশ্বরিয়া বা ঐশ্বর্য রাই বচ্চন ও ববি দেওলের অভিনীত এই ছবির শুটিং হয় লেক কনস্ট্যান্সের মাইনাও দ্বীপে৷
ছবি: dpa
‘ডন ২’
শাহরুখ খান ও প্রিয়াংকা চোপড়ার অভিনীত এই ছবির শুটিং হয়েছে রাজধানী বার্লিনের একাধিক লোকেশনে৷
ছবি: picture-alliance/dpa/Xamax
‘হিরো নম্বর ১’
এই ছবির একটি গানের শুটিং হয়েছে রুস্টের ইউরোপা পার্কের একাধিক লোকেশনে৷
ছবি: picture-alliance/dpa
‘জিনা সির্ফ মেরে লিয়ে’
কারিনা কাপুর ও তুষার কাপুরের ক্যারিয়ারের সূচনা এই ফিল্মে৷ ছবিটির কিছু দৃশ্যের শুটিং হয়েছে জার্মানির ফ্রাংকফুর্ট শহরে৷
ছবি: Zabel Property AG
‘আপ কা সুরুর’
সুরকার হিমেশ রেশমিয়ার অভিনীত প্রথম ছবির শুটিং হয়েছে জার্মানির কোলোন ও ফ্রাংকফুর্টের মতো শহর, এছাড়া হেসে ও স্যাক্সনির মতো রাজ্যে৷
ছবি: picture alliance/dpa/F. Gierth
7 ছবি1 | 7
আমি অবশ্য ছোটবেলাতে লঞ্চে পদ্মা, মেঘনা পাড়ি দিয়েছি অনেকবার৷ তাই কিছুটা নস্টালজিক হয়ে যাচ্ছিলাম জাহাজের দুলুনিতে৷ এরই মাঝে হঠাৎ শুনি কে যেন হিন্দি গান গাইছে৷ প্রথমে ভেবেছিলাম, নিশ্চিয়ই কোনো ভারতীয় শিক্ষার্থী হবে৷ কিন্তু ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি এক জার্মান তন্বী৷ আমার এক বন্ধুর বন্ধু সে৷ দিব্যি গাইছে সত্তরের দশকের জনপ্রিয় হিন্দি গান ‘‘কাভি কাভি মেরে দিল মে...৷''
সেই তন্বীর সঙ্গে বন্ধুত্ব গড়তে বেশি সময় লাগেনি৷ সেই রাতে জাহাজে সে, আমি এবং আরো কয়েক বন্ধু মিলে অনেক হিন্দি গান গেয়েছি৷ কোনো গানই পুরোটা জানতাম না আমরা, জানতো না আমাদের ভারতীয় বন্ধুরাও৷ তারপরও যে যতটা পেরেছি, গেয়েছি৷ সময়টা তখন আনন্দেই কেটেছে৷
এত কথা বলছি এজন্য যে, হিন্দি গানের জনপ্রিয়তা আসলে জগৎ জুড়ে৷ এই জার্মানিতে অত্যন্ত জনপ্রিয় বলিউড তারকা শাহরুখ খান৷ তাঁর ‘কাভি খুশি কাভি গম' দেখে কেঁদে বুক ভাসায় অসংখ্য জার্মান তরুণী৷ এখনতো রীতিমতো বলিউডভিত্তিক এক চ্যানেলও চালু হয়েছে জার্মানিতে৷
সুদূর জার্মানিতে যখন এই অবস্থা, তখন ভারতের পাশের দেশ বাংলাদেশে হিন্দি সিনেমার, হিন্দি গানের জনপ্রিয়তা অস্বীকার করার উপায় নেই৷ আসলে বলিউড বাণিজ্যিক দিক থেকে অনেক এগিয়ে৷ তাদের সিনেমার বিজ্ঞাপন, প্রচারণায় যে অর্থ খরচ করা হয়, তা দক্ষিণ এশিয়ার বা গোটা এশিয়ার অন্য কোনো দেশের পক্ষে কঠিন৷
ছবি নির্মাণের দিক থেকেও বলিউড অনেক এগিয়ে৷ তাদের জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রীরা অভিনয় জানেন৷ যখন যৌন আবেদনময়ী হওয়ার প্রয়োজন হয়, তখন তারা পুরোটাই তা হতে পারেন৷ আবার কাহিনীর প্রয়োজনে বোরকাতেও সাবলীল তারা৷ তাদের অভিনয়ে ন্যাচারাল ব্যাপারটা রয়েছে৷
আমাদের দেশের চলচ্চিত্রে প্রচার এক বড় বাধা৷ ছবি তৈরির ক্ষেত্রে কাহিনীর প্রয়োজন অনুযায়ী পয়সা খরচ আর অভিনেতা, অভিনেত্রীদের উদারতা বা রক্ষণশীলতা কোনোটাই ঠিকভাবে প্রকাশ হয় না৷ নিজস্ব কাহিনীর চেয়ে নকল করার প্রবণতা বেশি৷ ফলে মূলধারার বাণিজ্যিক ছবিগুলোর অধিকাংশতেই থাকে আর্থিক দৈন্যতা, দুর্বল অভিনয়ের ছাপ৷ এমন ছবি দেখিয়ে হিন্দি ছবি দেখা দর্শকদের মন জয় সম্ভব হবে বলে আমার মনে হয় না৷
তবে ঢালিউড যদি বড় বাজেটে, ভালো কাহিনীর বাণিজ্যিক ছবি তৈরিতে সক্ষম হয়, তাহলে পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে বলে আমার বিশ্বাস৷ বাংলাদেশে সেরকম বিনিয়োগকারীও আছে, প্রয়োজন যথার্থ উদ্যোগ৷ আর সেটা করতে হবে হিন্দি ছবির জনপ্রিয়তাকে মেনে নিয়েই৷ সংখ্যায় কম করে হলেও ভালো মানের বাণিজ্যিক বাংলা ছবি হিন্দি ছবি দেখা দর্শকদের হলে টানতে পারে বলে আমার ধারণা৷ কিন্তু সে চেষ্টা কি আদৌ হবে?
যেভাবে জার্মানি জয় করছেন শাহরুখ খান
জার্মানদের বসার ঘরে পৌঁছে গেছে বলিউড সিনেমা৷ আর তা ঘটছে শাহরুখ খানের হাত ধরেই৷ জনপ্রিয় এই তারকার অতীতের গল্পটা অনেকটা বলিউডের মতোই৷
ছবি: picture-alliance/dpa/Rapid Eye Movies
বলিউডের রাজা
তাঁর ক্যারিয়ারের গল্পটা বলিউডের অনেক সিনেমার গল্পের মতো৷ নতুন দিল্লিতে জন্ম নেয়া শাহরুখকে ক্যারিয়ারের শুরুতে অনেক পরিশ্রম করে সামনে এগোতে হয়েছে৷ পঞ্চাশ বছর বয়সি এই অভিনেতা ভারতের অন্যতম সফল অভিনেতাদের একজন৷ অভিনয়ের পাশাপাশি প্রযোজক ও উপস্থাপক হিসেবেও সুনাম কুড়িয়েছেন তিনি৷
ছবি: Rapid Eye Movies
খলনায়ক থেকে নায়ক
ক্যারিয়ারের শুরুতে শাহরুখ খানকে দেখা যেত খলনায়কের চরিত্রে৷ তবে নব্বইয়ের দশকে বিভিন্ন রোমান্টিক ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করে তিনি চূড়ান্ত খ্যাতি অর্জন করেন৷ ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত তাঁর ‘‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’’ ছবিটি একটি সিনেমা হলে সবচেয়ে বেশিদিন ধরে চলার বিশ্বরেকর্ড গড়ে৷
ছবি: picture alliance/Dinodia Photo
বলিউডের জনপ্রিয় জুটি
গত ২২ বছর ধরে শাহরুখের পাশে আছেন কাজল৷ রূপালি পর্দায় সবচেয়ে সফল জুটি তাঁরা৷ তবে বাস্তবে তাঁরা অন্য সঙ্গীর সঙ্গে বিবাহিত এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন৷
ছবি: picture-alliance/AP Photo/R. Maqbool
একজন আদর্শ স্বামী
বলিউড তারকা শাহরুখ খানের স্ত্রী গৌরি খান৷ পঁচিশ বছর ধরে সংসার করছেন তাঁরা৷ শাহরুখের ক্যারিয়ারে স্ক্যান্ডালের ঘটনা তেমন একটা নেই৷ পারিবারিক জীবনে তিন সন্তানের জনক তিনি৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
‘বলিউড মিটস হলিউড’
২০১০ সালে মুক্তি পাওয়া ‘মাই নেম ইজ খান’ ছবিটি বিদেশের মাটিতে সবচেয়ে জনপ্রিয় বলিউড মুভি হিসেবে স্বীকৃতি পায়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের পটভূমিতে নির্মিত ছবিটিতে নাইন ইলেভেনের পর ইসলামোফোবিয়ার বিষয়টি তুলে ধরা হয়৷ ছবিটিতে তাঁর সংলাপ ‘মাই নেম ইজ খান এন্ড আই এম নট এ টেরোরিস্ট’ ব্যাপক সাড়া জাগায়৷
ছবি: Twentieth Century Fox
বলিউড রপ্তানি
২০১৪ সালে মিউজিক্যাল কমেডি ড্রামা ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তির পর একদিনে সর্বোচ্চ অর্থ আয় করা বলিউড ছবির রেকর্ড গড়ে৷ সেবছর ছবিটি জার্মানিতেও প্রদর্শিত হয়৷ এখন অবস্থা এমন যে, জার্মানিতে বলিউডের নাচ এবং রান্না শেখার পাশাপাশি বলিউডের পোশাকও বিক্রি হচ্ছে৷
ছবি: Rapid Eye Movies
একজন বিত্তবান
শাহরুখ খান এবং তাঁর সহঅভিনেতা অক্ষয় কুমার ফোর্বসের সবচেয়ে বিত্তশালীদের তালিকায় স্থান করে নিয়েছেন৷ বলিউডের রাজার বাৎসরিক আয় তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার৷
ছবি: Getty Images/AFP
কোটি কোটি অনুসারী
বলিউডের রাজার ফেসবুক এবং টুইটারে ৪ কোটি ২০ লাখ jvc অনুসারী রয়েছেন৷ ব্যক্তিগত বিভিন্ন বিষয়াদি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন তিনি, যেখান থেকে জানা গেছে তার ‘পোকিমন গো’ প্রেমের কথা৷
ছবি: Twitter/Shah Rukh Khan/iamsrk
8 ছবি1 | 8
আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷