1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেন উত্তেজনা ছড়াচ্ছে মিয়ানমার?

২ মার্চ ২০১৮

সীমান্তে সৈন্য মোতায়েন করেছে মিয়ানমার৷ ফাঁকা গুলিও ছুড়েছে৷ রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরুর আগে কেন এভাবে উত্তেজনা তৈরি করছে মিয়ানমার?

Myanmar Soldaten in Rakhine
ফাইল ফটোছবি: Getty Images/AFP

ইতিমধ্যে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ৷ বার্তা সংস্থা এপি-কে বিজিবি-র অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মজিবুর রহমান বলেছেন, সীমান্তে মিয়ানমারের উত্তেজনা বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ৷ তিনি জানান, বিজিবি-র পক্ষ থেকে উত্তেজনা প্রশমনের জন্য মিয়ানমার বর্ডার গার্ড পুলিশকে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেয়ার আহ্বানও জানানো হয়েছে৷

এছাড়া ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ-কে ইতিমধ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র দিয়ে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ে  জানতে চাওয়া হয়েছে৷

কিন্তু এ সব উদ্যোগের পরও উত্তেজনা প্রশমিত হয়নি৷ বরং ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী,বৃহস্পতিবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তের ওপারে অবস্থানরত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলিও ছুড়েছে৷ 

এমন পরিস্থিতিতে  বাংলাদেশ সীমান্তে বিজিবি-র অবস্থানও জোরদার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবরে জানানো হয়৷

সম্প্রতি তমব্রু সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে ছয় হাজারের মতো রোহিঙ্গা জড়ো হয়৷ তারপরই সীমান্তে বিজিপি মোতাযেন শুরু করে মিয়ানমার৷ বিজিপি সদস্যরা মাইকে ঘোষণা দিয়ে রোহিঙ্গাদের চলে যাওয়ার আহ্বান জানান৷ আহ্বানের ভাষা ছিল ভীতিকর৷ তাই রোহিঙ্গাদের অনেকেই ভয়ে পালিয়ে যান৷ বাকিদের অবস্থানও মেনে নিতে পারছে না বিজিপি৷

ধারণা করা হচ্ছে, বাংলাদেশে প্রবেশের জন্যই সীমান্তে জড়ো হয়েছেন রোহিঙ্গারা৷ তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘‘নো-ম্যান্স ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের কোনোভাবেই বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না৷'' পাশাপাশি তিনি এ-ও বলেন, ‘‘মিয়ামনমার সীমান্ত নীতি ভঙ্গ করলে সমূচিত জবাব দেয়া হবে৷''

এসিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ