1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেন একদিনের জন্য বিদ্যুৎহীন হয়ে পড়েছিল স্পেন?

২৯ সেপ্টেম্বর ২০২৫

গত ২৮ এপ্রিল একদিনের জন্য স্পেনের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছিল৷ অনেকেই দায়ী করেছেন সৌরশক্তিকে, অথচ সেই সময় সূর্যের আলোর কিন্তু কোনও অভাব ছিল না৷ তাহলে এই হঠাৎ বিদ্যুৎহীনতার জন্য দায়ী কে ছিল?

হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় বার্সেলোনার সুপারমার্কেটে টর্চ জ্বালিয়ে সামলানো হচ্ছে পরিস্থিতি৷
গত ২৮ এপ্রিল একদিনের জন্য স্পেনের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ছিল৷ছবি: Emilio Morenatti/AP Photo/picture alliance

গত ২৮ এপ্রিল একদিনের জন্য স্পেনের অনেক এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ছিল৷ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার অগ্রদূত বলে পরিচিত স্পেনে কেন এমন হয়েছিল? প্রাথমিক তদন্তে অনেক কারণ উঠে এলেও এখনো আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে৷

শুরুতে অনেকে সৌরশক্তিকে দায়ী করেছিলেন, যদিও সেই সময় সূর্যের আলোর অভাব ছিল না৷

স্প্যানিশ ফটোভোলটেইক ইউনিয়নের হেক্টর ডি লামা জানান, ‘‘গ্রিড কোড অনুযায়ীসৌর বিদ্যুৎকেন্দ্রগুলো কাজ করেছে৷ বিভ্রাটের কারণে বিদ্যুৎ চলে গেলে সেগুলোও বন্ধ হয়ে গিয়েছিল, কারণ, নিয়ম অনুযায়ী তখন তাদের সুরক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল৷ অর্থাৎ, সিস্টেমটি যেভাবে কাজ করা উচিত ছিল, সেভাবেই করেছে৷''তাহলে কে দায়ী ছিল? আসলে কেউই দায় স্বীকার করেনি -বিদ্যুৎ সরবরাহকারীকিংবা গ্রিড অপারেটর ‘রেড ইলেক্ট্রিকা'- কেউই নয়৷ অথচ সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য নিশ্চিত করার দায়িত্ব রেড ইলেক্ট্রিকার৷ বিশেষজ্ঞরা মনে করছেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণটি জটিল৷

একদিনের জন্য় বিদ্য়ুৎহীন স্পেন, কিন্তু কেন?

04:14

This browser does not support the video element.

লামা বলেন, ‘‘গ্রিডগুলোর নকশা এমন যে বিভ্রাট হতে পারে৷ পুরো গ্রিডে সমস্যা হওয়ার মানে হলো, একাধিক বিষয়ে সমস্যা দেখা দিয়েছিল৷ যেমন, গত নভেম্বরে অল্প সময়ের ব্যবধানে বড় দুটো বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেলেও গ্রিড ঠিক ছিল৷ তাই এবারের মতো বিভ্রাটের পেছনে একের অধিক কারণ থাকতে পারে৷''

উৎপাদন ও ব্যবহারের ঠিক কোন পর্যায়ে সমস্যা হয়েছিল? এপ্রিলে বিভ্রাটের ছয় সপ্তাহ পর ১৭ জুন ইকোলজিক্যাল ট্রানজিশন মন্ত্রী সারা আখেসেন তদন্তের প্রাথমিক ফল উপস্থাপন করে জানিয়েছিলেন, ‘‘ব্ল্যাকআউটের জন্য অনেকগুলো কারণ দায়ী ছিল৷ আমরা এখন ধারণা করতে পারছি যে, ভোল্টেজ নিয়ন্ত্রণ করার ক্ষমতায় আমাদের ঘাটতি ছিল৷ এর কারণগুলো হলো: একদিকে দুর্বল পরিকল্পনা, অন্যদিকে অপারেটরেরা সঠিক পদ্ধতি অনুসরণ করেনি৷'' বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা দেখিয়ে দিয়েছে যে, সিস্টেমের লাইন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো উন্নত করা দরকার৷

২৮ এপ্রিলের বিদ্যুৎহীনতায় কাজ করছিল না স্পেন ও পর্তুগালের বহু ট্রাফিক সিগন্যাল৷ছবি: David Melero Pena/AA/picture alliance


তবে মন্ত্রী স্পেন ও ফ্রান্সের মধ্যে দুটি বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপনেরও ঘোষণা দিয়েছেন৷ এই সিদ্ধান্তটি কি ঠিক হলো?

জ্বালানি খাতে বিনিয়োগকারী মিগেল মারোকিন বলেন, ‘‘একটি বৃহত্তর নেটওয়ার্ক তৈরি হলে হয়ত ফরাসি কিংবা ইউরোপীয় সম্পদের সহায়তা পাওয়া যাবে৷ কিন্তু আমি মনে করি, ব্যাটারি স্টোরেজের দিকে নজর দিলে সেটি আরও দ্রুত এবং সস্তা হবে, বিশেষ করে করদাতাদের জন্য৷ ফ্রান্সের সঙ্গে সংযোগ স্থাপনে বিনিয়োগের চেয়ে ব্যাটারি স্টোরেজ তৈরি সস্তা এবং দ্রুত হতে পারে৷''

ক্লিন এনার্জি ব্যবহারে স্পেন অনেক এগিয়ে৷ তবে গ্রিড ব্যবস্থাপনায় স্থিতিশীলতা নিশ্চিত করতে সরকার এখনও সোলার ও বাতাসের সম্পূর্ণ সম্ভাবনা, এবং ব্যাটারির ভূমিকা অবহেলা করছে৷ পারমাণবিক এবং গ্যাস-চালিত বিদ্যুৎকেন্দ্রগুলো ভোল্টেজের উপযুক্ত স্তর বজায় রাখা নিশ্চিত করতে পারে৷ তবে ব্ল্যাকআউটের দিন এসবের সবগুলো চালু ছিল না৷

স্পেনের গ্রিড আবার সচল করার পেছনে ভ্যালেন্সিয়ার কাছে অবস্থিত এই জলবিদ্যুৎকেন্দ্রের গুরুত্বপূর্ণ অবদান ছিল৷ পাম্পযুক্ত স্টোরেজ প্ল্যান্ট থাকার অর্থ হলো এটি একটি বড় ব্যাটারির মতো কাজ করে৷ বিশেষজ্ঞরা বলছেন, স্পেনের উচিত এই জাতীয় সুবিধাগুলোতে আরও বেশি বিনিয়োগ করা৷

মার্কুস ব্যোনিশ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ