দেশের অর্থনীতি ক্রমশ দুর্বল হওয়ার কারণে ভেনেজুয়েলা ছাড়ছেন দেশটির একাধিক নারী৷ ‘মিস ভেনেজুয়েলা'-র মতো প্রতিযোগিতার হাত ধরে যে নারীরা এতদিন কর্মসংস্থান পেতেন, অর্থনীতির পতনের ফলে সেই সুযোগ হারিয়ে যাওয়ায় দেশ ছাড়ছেন তাঁরা৷
বিজ্ঞাপন
আসন্ন ‘মিস ইউনিভার্স' প্রতিযোগিতায় চিলের প্রতিনিধিত্ব করবেন বছর ২৬-এর আন্দ্রেয়া ডিয়াজ৷ আন্দ্রেয়ার জন্ম ভেনেজুয়েলার শহর ভালেন্সিয়াতে হলেও প্রথমে পানামা ও পরে মেক্সিকো হয়ে চিলে আসেন তিনি৷ আপাতত সেখানেই তার বসবাস৷ কিন্তু যে দেশের মাটিতে প্রথম ব়্যাম্পে হাঁটতে শেখেন আন্দ্রেয়া, সেই ভেনেজুয়েলায় মডেলের চাহিদা কমতে থাকায় দেশত্যাগ করেন তিনি৷
কারাকাস শহরের রেডিও সঞ্চালক রাফায়েল ব্রিসেনোর মতে, নব্বইয়ের দশক থেকেই ভেনেজুয়েলায় বাড়তে থাকে সৌন্দর্য্য প্রতিযোগিতার চল৷ বিশেষ করে ‘মিস ভেনেজুয়েলা' শিরোপায় অংশগ্রহণে বাড়ে অল্পবয়সি নারীদের আগ্রহ৷ শুধু তাই নয়, ‘মিস ইউনিভার্স', ‘মিস ওয়ার্ল্ড' বা ‘মিস আর্থ'-এর মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায়ভেনেজুয়েলার জয়যাত্রা অব্যাহত থাকার ফলে, বিভিন্ন সৌন্দর্য্য প্রতিযোগিতা হয়ে ওঠে নারীদের কর্মসংস্থানের নির্ভরযোগ্য উপায়৷ এই প্রতিযোগিতার মঞ্চ থেকেই উঠে আসেন বহু মডেল, অভিনেত্রী, টেলিভিশন সঞ্চালিকা থেকে মেয়র বা রাষ্ট্রপতি পদপ্রার্থীও৷
সুন্দরী প্রতিযোগিতার রকমভেদ
মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স – এসব প্রতিযোগিতার নাম আমরা সবাই জানি৷ কিন্তু এর বাইরেও যে কত ধরণের সুন্দরী প্রতিযোগিতা থাকতে পারে, ছবিঘরের ছবিগুলো না দেখলে সেটা বিশ্বাসই হত না!
ছবি: picture-alliance/dpa
মিস ওয়ার্ল্ড
২৩ বছর বয়সি ফিলিপাইনের তরুণী মেগান ইয়ং ২০১৩ সালে মিস ওয়ার্ল্ড নির্বাচিত হন৷ চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাকার্তায়৷ কিন্তু মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদের মুখে হিন্দু অধ্যুষিত বালিতে ভেন্যুটি সরিয়ে নেয়া হয়েছিল৷
ছবি: picture-alliance/dpa
মিস মুসলিম ওয়ার্ল্ড
জাকার্তায় মিস ওয়ার্ল্ড হতে দেয়া না হলেও ২০১৩ সালের ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ‘মিস মুসলিম ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা৷ ১৯ জন ফাইনালিস্টের দেহ গলা পর্যন্ত পোশাকে আবৃত ছিল আর মাথায় ছিল স্কার্ফ৷ ইসলাম ও কোরান সংক্রান্ত প্রশ্ন করা হয়েছিল প্রতিযোগীদের৷ নাইজেরিয়ার ২১ বছর বয়সি ওবাবিয়ি আয়েশা আজিবোলা তাতে প্রথম হন৷
ছবি: Getty Images
মিস হলোকস্ট সারভাইভার
ছবির এই নারীটি ৭০ বছর আগে হলোকস্টের বা নাৎসিদের ইহুদি নিধনযজ্ঞের শিকার হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছিলেন৷ তবে মুক্তি পাননি তাঁর বাবা৷ তিনি ইসরায়েলে অনুষ্ঠিত ২০১৩ সালের ‘মিস হলোকস্ট সারভাইভার’ নির্বাচিত হয়েছেন৷ ৭০ থেকে ৯৪ বছর বয়সি প্রতিযোগীদের ‘মনের সৌন্দর্য’ বিবেচনা করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে এক্ষেত্রে৷
ছবি: picture-alliance/dpa
মিস ল্যান্ডমাইন
নরওয়ের মোর্টেন ট্রাভিকের উদ্যোগে ল্যান্ডমাইনের আঘাতের শিকারদের নিয়ে ‘মিস ল্যান্ডমাইন’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ কম্বোডিয়া আর অ্যাঙ্গোলা থেকে প্রতিযোগীরা তাতে অংশ নিয়েছিল৷ কিন্তু ২০০৯ সালে কম্বোডিয়া এ ধরণের প্রতিযোগিতার উপর নিষেধাজ্ঞা জারি করে৷ কারণ সে দেশের সরকার মনে করে এটা আহতদের অসম্মান করা শামিল৷
ছবি: picture-alliance/dpa
মিনি-মিস-প্যাজান্ট
আট বছরের এই দুই শিশুর সাজ দেখে মনে হচ্ছে তারা যেন বেশ তাড়াতাড়িই পরিণত বয়সের নারীতে পরিণত হচ্ছে৷ অনেক আলোচনার পর ফ্রান্সে সম্প্রতি এ ধরণের প্রতিযোগিতার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
ছবি: Imago/XINHUA
১২৫ বছরের ইতিহাস
বেলজিয়ামের স্পা শহরে ১২৫ বছর আগে প্রথমবারের মতো ইউরোপীয় সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল৷ কিন্তু চূড়ান্ত পর্বে ফাইনালিস্টদের সাজ পোশাক দর্শকদের মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়৷
ছবি: imago/United Archives
মিস অ্যাটম
পরমাণু কেন্দ্র নিয়ে সাধারণ মানুষের মনের ভয় দূর করতে ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাশিয়াতে ‘মিস অ্যাটম’ প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ পরমাণু কেন্দ্রে কর্তব্যরত কর্মী ও পরমাণু বিষয় নিয়ে পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নিতেন৷
ছবি: picture-alliance/dpa
মিস হোমলেস
গৃহহীনদের সমস্যা সম্পর্কে সকলের দৃষ্টি আকর্ষণ করতে দাতব্য সংস্থা আর্টেফিক্সের উদ্যোগে ‘মিস হোমলেস’ প্রতিযোগিতার আয়োজন করা শুরু হয় ২০০৯ সাল থেকে৷ এতে যিনি বিজয়ী হতেন তাঁকে এক বছর বিনা ভাড়ায় কোথাও থাকতে দেয়া হতো৷
ছবি: picture-alliance/dpa
মিস জাম্বো কুইন
হাতি রক্ষায় থাইল্যান্ডে আয়োজন করা হয় এই প্রতিযোগিতা৷ এতে অংশগ্রহণের জন্য আগ্রহীদের ওজন হতে হয় কমপক্ষে ৮০ কেজি!
ছবি: picture-alliance/dpa
9 ছবি1 | 9
কিন্তু গত কয়েক বছরে ভেনেজুয়েলার অর্থনীতির টালমাটাল অবস্থা৷ প্রতিদিন হাজার হাজার মানুষ খাদ্যাভাব ও মুদ্রাস্ফীতি এড়াতে অন্য দেশে বাসা বাঁধছেন৷ অন্যান্য শিল্পের মতোই এতে ক্ষতিগ্রস্ত সৌন্দর্য্য জগতও৷ ফলে একের পর এক সুন্দরীরা পাড়ি দিচ্ছেন মেক্সিকো, কোলোম্বিয়া বা পর্তুগালে৷ সোশ্যাল মিডিয়া থেকে জানা গেছে, জীবিকার খোঁজে এই নারীরা পাড়ি দিয়েছেন তুরস্ক বা ভারতের মতো দূরের দেশগুলিতেও৷
আগামী মাসে অনুষ্ঠিত হতে চলা ‘মিস ওয়ার্ল্ড' প্রতিযোগিতায় পর্তুগালের হয়ে মঞ্চে নামবেন এক ভেনেজুয়েলান নারী৷ এই প্রবণতার চিত্র আগেও ‘মিস আর্থ' প্রতিযোগিতায় দেখা গেছে যখন পেরু ও স্পেন, দুই দেশেরই প্রতিনিধিত্ব করেন দুই ভেনেজুয়েলান নারী৷ পেরুর প্রতিনিধি, জেসিকা রুসো বলেন, ‘‘দেশ ছেড়েছি বলে সৌন্দর্য্য প্রতিযোগিতার স্বপ্ন আমি ছাড়িনি৷ আমার বয়স কম৷ আমি ভবিষ্যতে সারা বিশ্বের ভালো হয় এমন কোনো কাজ করতে চাই৷''
অনেকে যদিও এই সৌন্দর্য্য প্রতিযোগিতাকে দেখছেন নারীর পণ্যায়ন হিসাবে, নারীদের রোজগারের নির্ভরযোগ্য উপায় হওয়ার কারণে এই সমালোচনা সেভাবে ভেনেজুয়েলার সাধারণ মানুষের কাছে গৃহীত হয় না৷
শুধু অর্থনৈতিক পতন নয়৷ সুন্দরী নারীদের দেশত্যাগের পেছনে রয়েছে আরো একটি কারণ৷ ভেনেজুয়েলায় থাকাকালীন আন্দ্রেয়া একটি ত্বক পরিচর্যা কেন্দ্রে যান৷ পরে দেখা যায়, পরিচর্যার বদলে তার মুখে দেখা দিয়েছে ফুসকুড়ি৷ ফলে কমতে থাকে মডেল হিসাবে ভেনেজুয়েলায় তার কাজের সুযোগ৷
নারীর সৌন্দর্য্যের মান কেমন হবে, সে বিষয়ে ভেনেজুয়েলার সৌন্দর্য্য শিল্পের অন্দরমহলে বাস করে কিছু বাঁধাধরা চিন্তা বা স্টিরিওটাইপ, যা ভাঙতে অক্ষম হলে নারীরা অন্য দেশে আশ্রয় নেন৷ অবশ্য চিলেতে আসার পর আন্দ্রেয়ার এই সমস্যা সমাধান হয়েছে৷ এখানে উন্নত মেকাপের ফলে সহজেই ঢেকে নিতে পারেন তিনি ত্বকের সব খুঁত৷
দুর্বল অর্থনীতি বা সামাজিক চাপ – একাধিক সমস্যার সম্মুখীন হয়ে ভেনেজুয়েলা ত্যাগ করছেন সেই দেশের উঠতি তারকারা৷ এতে সেই দেশের শিল্প ক্ষতিগ্রস্ত হলেও শেষ পর্যন্ত লাভবান হচ্ছে অন্যান্য দেশের সৌন্দর্য্য বাণিজ্য৷
মানুয়েলা রুয়েদা/এসএস (এপি)
বিশ্ব কাঁপানো দশ সুন্দরীর কথা
সুন্দরের সংজ্ঞা একেকজনের কাছে একেকরকম৷ তাই তালিকা তৈরি একটু কঠিন৷ আমরা এখানে যে সুন্দরীদের কথা বলছি, তাদের নেয়া হয়েছে অনলাইন রেটিং ওয়েবসাইট ‘আইএমডিবি’-র তালিকা থেকে৷
ছবি: picture-alliance/dpa
সেইলিন উডলি
মার্কিন অভিনেত্রী সেইলিন উডলি আছেন তালিকার এক নম্বরে৷ ২৪ বছর বয়সি এই সুন্দরীর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি৷ তিনি ‘ডি বেস্টিমুং - ডাইভারজেন্ট’ ছবিতে অভিনয় করে আলোড়ন তুলেছেন৷
ছবি: Imago
জেনেফার লোপেজ
মার্কিন অভিনেত্রী জেনেফার লোপেজকে চেনেন না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না৷ তাঁর কদর অনেক৷ ‘আইএমডিবি’ তাঁকে উল্লেখ করেছে ‘আউট অফ সাইট’ এর অভিনেত্রী হিসেবে৷ লোপেজের বয়স এখন ৪৬ বছর৷
ছবি: picture-alliance/dpa
দীপিকা পাডুকোন
বলিউড তারকা দীপিকা পাডুকোনের জন্ম ডেনমার্কের কোপেনহেগেনে৷ তাঁর অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি ব্যাপক সাড়া জাগায়৷
ছবি: STRDEL/AFP/Getty Images
ক্যান্ডিস সোয়ানপয়েল
মডেল হিসেবে জগৎ জোড়া খ্যাতি তাঁর৷ ভিক্টোরিয়াস সিক্রেট ফ্যাশন শো’র এক পরিচিত মুখ তিনি৷
ছবি: picture-alliance/dpa
এমা ওয়াটসন
তাঁকে চেনেন না এমন কেউ কি আছেন? একবার গোপনে ঢাকা ঘুরেও এসেছেন তিনি৷
ছবি: Imago/Cityfiles
গাল গেডোট
ইসরায়েলি অভিনেত্রী এবং মডেল গাল গেডোট রয়েছেন তালিকার ছয় নম্বরে৷ ২০০৪ সালে ‘মিস ইসরায়েল’ খেতাবজয়ী এই সুন্দরী আলোচনায় এসেছেন ‘ফাস্ট এন্ড ফিউরাস ৬’ ছবিতে অভিনয়ের মাধ্যমে৷
ছবি: Getty Images/H. Walker
টেইলর সুইফট
সঙ্গীত তারকা টেইলর সুইফট এখন গোটা বিশ্ব মাতাচ্ছেন তাঁর গান দিয়ে৷ ২০১০ সালে মাত্র ২০ বছর বয়সে ‘গ্র্যামি অ্যাওয়ার্ড’ জয় করে রেকর্ড গড়েছিলেন তিনি৷
ছবি: Getty Images/Kevork Djansezian
কেট আপটন
মডেল হিসেবে পরিচিত মুখ কেট আপটন৷ সম্প্রতি ‘গেমস অফ ওয়ার’ এর প্রচারণায় দেখা গেছে তাঁকে৷
ছবি: Getty Images
প্রিয়াঙ্কা চোপড়া
বাংলাদেশ, ভারতে এমন কাউকে পাওয়া যাবে কিনা সন্দেহ যিনি প্রিয়াঙ্কা চোপড়াকে চেনেন না৷ বলিউড এই তারকার নজর এখন পশ্চিমের দিকে৷ সংগীত শিল্পী হিসেবে ইতোমধ্যে তিনি বেশ সুনাম কুড়িয়েছেন যুক্তরাষ্ট্রে৷
ছবি: Getty Images/AFP
শাকিরা
লাতিন পপ সংগীত শিল্পী শাকিরা এখনও সমান জনপ্রিয়৷ ‘আইএমডিবি’র তালিকায় দশ নম্বরে আছেন তিনি৷