1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেন দেশ ছেড়ে চলে যাচ্ছে বাংলাদেশিরা?

১৫ আগস্ট ২০১৭

বৈধভাবেই বাংলাদেশের বাইরে বাস করেন প্রায় এক কোটি বাংলাদেশি৷ এদের বেশির ভাগ শ্রমিক হলেও, অনেকে স্থায়ীভাবেও ছাড়ছেন দেশ৷ বিদেশে নানাভাবে নির্যাতন-নিপীড়নের শিকার হলেও বেড়ে চলেছে অবৈধ বাংলাদেশির সংখ্যা৷ কিন্তু কেন?

Tunesien Libyen Flüchtlinge aus Bangladesch an der Grenze Reisepass
ছবি: dapd

নাতি ঢাকার এক বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে স্নাতক করার সুযোগ পেয়েছে৷ দাদির কাছে গেছে বিদায় নিতে৷ দাদি তো মহা খাপ্পা৷ দাদির একটাই কথা, ‘‘অত দূরে যাইতে কেনে রে বো, চিনা-জানা কেউ নাই৷ কিলা থাকবে, কিতা খাইবে, কিতা মাতবে৷ এর তাকি বালা লন্ডন যাগি৷ অমুকর পুত তমুক আছে, বালাউ থাকবেনে৷''

সিলেটিদের নিয়ে এই কৌতুক দেশের অন্য অঞ্চলেও বেশ জনপ্রিয়৷ সিলেটে যাঁরা ইংল্যান্ডপ্রবাসী, তাঁদের বলা হয় লন্ডনি৷ অন্য মানুষের ধারণা লন্ডনি মানেই অন্য জগতের বাসিন্দা৷

একই ধারণা দেশের অন্যান্য এলাকাতেও৷ সবারই একটা ধারণা, বিদেশ মানেই ভালো৷ যাঁরা বিদেশে থাকেন, তাঁরা কাজ যাই করুন না কেন, দেশে ফিরলে সমাজে ব্যাপক সম্মানের সাথে তাঁদের দেখা হয়৷ কিন্তু সেই একই কাজ দেশে করলে সমাজে শুরু হয় কানাঘুষা৷

ফলে স্বভাবতই দেশে জীবনমানের উন্নতি ঘটাতে না পেরে নিম্ন আয়ের অনেক মানুষই স্বপ্ন দেখেন দেশের বাইরে যাওয়ার, সে যে দেশই হোক না কেন৷ তবে সে স্বপ্ন কিছু ক্ষেত্রে সত্যি হলেও কিছু ক্ষেত্রে আবার চরম ভুল৷ 

বিদেশ, কী দেশ?

প্রায় এক কোটি বাংলাদেশি বাস করেন দেশের বাইরে৷ এর মধ্যে দশ লাখ বাস করেন শুধু সৌদি আরবেই৷ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ – সৌদি আরব, আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরেইন এবং অন্য অনেক দেশেই থাকছেন বাংলাদেশিরা৷

এই বৈধ অভিবাসীদের বাইরে বড় একটি অংশ বিভিন্ন দেশে বাস করছেন অবৈধভাবে৷ যেভাবেই হোক, পালিয়ে হলেও তারা থেকে যাচ্ছেন কোনো না কোনো দেশে৷ কয়েকটা অভিজ্ঞতার কথা বললে মুদ্রার অপর পিঠটাও দেখা যাবে৷

২০১৫ সালে নেপালে ভূমিকম্পের পরদিন থেকে কিছুটা সময় থাকতে হয়েছিল বাংলাদেশ দূতাবাসে৷ প্রতিদিন সকালে সংবাদ সংগ্রহে যাওয়ার সময় দেখতাম বেশ কিছু লোক ভিড় করে দাঁড়িয়ে আছেন দূতাবাসের সামনে৷ একদিন কৌতূহল থেকে কথা বললাম একজনের সাথে৷ ভদ্রলোক বাংলাদেশি৷ কাজ করছেন ছোট্ট একটা গার্মেন্টসে৷

চোখের পানি মুছতে মুছতে তিনি বললেন, কয়েক বছর আগে অন অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে শরীয়তপুর থেকে এসেছিলেন কাঠমান্ডুতে৷ দালালরা সিঙ্গাপুর পাঠাবে বলে এখানে রেখে পালিয়েছে৷ এর মধ্যে ভিসার মেয়াদও গেছে শেষ হয়ে৷ ফলে এখানেই এক বাংলাদেশি ব্যবসায়ীর কারখানায় অল্প বেতনে নিয়েছেন পোশাক শ্রমিকের চাকরি৷

ভূমিকম্পের পর কারখানা বন্ধ হওয়ায় এমন অনেকেই পড়েছেন বিপদে৷ ভিসার মেয়াদ অতিক্রম করায় যে পরিমাণ জরিমানা দিতে হবে, তা তাদের কাছে নেই৷ ফলে এখন কারাগারে যাবার আশংকাই তাঁদের মধ্যে বেশি৷ পরে দূতাবাসের এক কর্মকর্তা বলছিলেন, এমন প্রায় ১০ হাজার অবৈধ বাংলাদেশি আছেন নেপালে৷

এবার আরেক প্রতিবেশী মালদ্বীপের গল্প৷ এক দ্বীপ রিসোর্টের স্যুভেনির শপে গেছি কী আছে দেখতে৷ এক নারিকেল গাছ ব্যারিকেড দিয়ে নারিকেল পাড়া হচ্ছে৷

- এই, আস্তে পাইরো, নীচে মানুষ যাইতে আছে৷

শুনে চমকে উঠি৷ কাছে গিয়ে জিজ্ঞেস করলাম,

– ভাই, আপনারা বাংলাদেশি?

- হ৷

- কইত্থাইকা আইসেন?

- আমি বরিশাল, অয় পইট্টাখালি (গাছের দিকে আঙুল দেখিয়ে)৷

- আপনাদের তো ভিসা আছে, তাই না?

- আমার আছে, ওর নাই৷

- তাহলে দেশ যায় কীভাবে!

- বছরে একবার প্লেনের টিকেট দেয়৷ আমি যাই৷ ও তিন বছরে ধরে যায় না৷ 

যাঁরা বৈধভাবে আছেন, তাঁদের কষ্ট কোনো অংশেই কম না৷ যে উন্নত জীবনের লোভে তাঁরা বিদেশ যান, অচিরেই তাঁরা বুঝতে পারেন, সে জীবনযাপন করে আর যাই হোক, দেশে পরিবারকে টাকা পাঠানোটা কষ্টসাধ্য৷ ফলে খেয়ে না খেয়ে, দিনরাত পরিশ্রম করে, নিজের জীবনের চিন্তা বাদ দিয়ে হলেও তাঁরা দেশে রেমিটেন্স পাঠান৷ 

নিজভূমে পরবাস

প্রশ্ন উঠতে পারে, দেশে কি কাজ করে অর্থ উপার্জন করা সম্ভব নয়? অবশ্যই সম্ভব৷ কিন্তু জনকল্যাণমূলক রাষ্ট্র না হওয়ায় আমাদের এখনও সে সমাজকাঠামো গড়ে ওঠেনি৷ ফলে অর্থনৈতিকভাবে সমাজের নীচের স্তরে যাঁরা বাস করেন, তাঁদের এখনও দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ শ্রেণির নাগরিক বলে মনে করা হয়৷ যদিও হাস্যকরভাবে, আমাদের সব পণ্য ও সেবার জোগানদাতা এরাই৷

ফলে অর্থনৈতিক স্বাধীনতার চেয়ে সামাজিক স্বীকৃতিটাই অনেক ক্ষেত্রে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় বিদেশগামীদের ক্ষেত্রে৷

‘টাকা যার, ক্ষমতা তার' – এই নীতি কাগজে-কলমে স্বীকৃত না হলেও, অলিখিত এই চুক্তিতেই এখনও চলে বাংলাদেশ৷ পোশাক শিল্প আকারে বড়, কাজেই সেক্ষেত্রে এ নিয়ে অনেক আলোচনা হলেও, বাংলাদেশের অন্যান্য শিল্পের অবস্থাও অনেকটা একই রকম৷ ন্যূনতম বেতন মাত্র ৮ হাজার টাকা করার দাবি, আর সে দাবি আদায়েই পোশাকশিল্প শ্রমিকদের কেমন আন্দোলন করতে হয়েছে, তা কম-বেশি সবারই জানা৷

‘নগ্ন করে নির্যাতন করা হয় শরণার্থীদের’

10:53

This browser does not support the video element.

এর জন্য সমাজে নিজের কাজ ও যোগ্যতার স্বীকৃতি না থাকায় অনেকটাই নিজ দেশেও পরবাসী হয়েই কাটাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষকে৷ যে কোনো মূল্যে সে অবস্থানের পরিবর্তন ঘটাতে চান তাঁরা৷ আর তখনই একমাত্র উপায় হিসেবে সামনে আসে বিদেশযাত্রা৷

শিক্ষা ও চাকরির দুরবস্থা

শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকদিন ধরেই বাংলাদেশে চলছে পরীক্ষানিরীক্ষা৷ কিন্তু শিক্ষার মান নিয়ে এখনও রয়েছে প্রশ্ন৷ নিজের আগ্রহ বা দক্ষতা বিবেচনায় না রেখে চাকরির বাজার বিবেচনায় উচ্চশিক্ষার বিষয় বাছাইয়ের প্রবণতা বাড়ছেই৷

ডাক্তার হতে পারলেও জীবন নিশ্চিত৷ না হলে অন্তত ইঞ্জিনিয়ার৷ বেড়ে চলেছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এবং বিবিএ-এমবিএর কদরও৷ কিন্তু একটা রাষ্ট্র চলতে গেলে অন্য যেসব ক্ষেত্রে দক্ষ জনশক্তি প্রয়োজন, সেদিকে আমাদের খেয়াল কই?

যাঁরা উচ্চশিক্ষা নিচ্ছেন, তাঁদের মধ্যেও রয়ে যাচ্ছে এক ধরনের অনিশ্চয়তা, ভয়৷ পড়াশোনা শেষ হলে চাকরি পাওয়া যাবে তো? এ নিশ্চয়তা সরকার দিতে পারছে না৷

চাকরির ক্ষেত্রে বিশেষ কয়েকটি বিশ্ববিদ্যালয়কে বেশি গুরুত্ব দেয়া হয়৷ অন্য সব বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফল করে পাশ করলেও, পড়ে থাকতে হয় তলানিতে৷ ফলে, জ্ঞান ও দক্ষতা যাচাইয়ের সুযোগ হারিয়ে যাচ্ছে সার্টিফিকেটের আড়ালে৷

শিক্ষার্থীদের বড় একটা অংশই চান দেশের বাইরে গিয়ে একটা ডিগ্রি নিয়ে আসার৷ যদি এতে বাড়ে ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা৷ অনেকক্ষেত্রে বিদেশের সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মান কেমন, তাও যাচাই করতে চান না শিক্ষার্থীরা৷ আর একবার বাইরে গেলে ফিরে না আসার প্রবণতাও অনেক বেশি৷

অনুপম দেব কানুনজ্ঞ, ডয়চে ভেলেছবি: Privat

ফলে যতই সরকারের পক্ষ থেকে জনসংখ্যাকে বোঝা নয়, সম্পদ হিসেবে দেখা হোক না কেন, মেধাপাচার রোধ করতে তা কার্যকর ভূমিকা রাখতে পারছে না৷ 

সামাজিক নিরাপত্তা, ও সামাজিক সেবা

আইনের শাসন কতটা আছে বাংলাদেশে? রাস্তায়, বাসায়, কর্মস্থলে কতটা নিরাপদ বোধ করেন সাধারণ মানুষ? মৌলবাদ, জঙ্গিবাদ, রাজনৈতিক অস্থিরতায় অনেকেই নিজের ভবিষ্যত জীবন দেশের বদলে বিদেশেই দেখতে পছন্দ করেন৷

এছাড়াও রয়েছে সেবার ক্ষেত্রে নানা প্রশ্ন৷ বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ হয়েছে বলে একটি ঘোষণা আমরা শুনেছি৷ কিন্তু রাস্তায় যানজট, জলাবদ্ধতা, মূল্যস্ফীতি, মূল্যবৃদ্ধি, সড়ক ও নৌ-পরিবহনে নৈরাজ্য, এমন নানা পর্যায়ে এখনও রয়েছে চরম বিপর্যয়৷

বেশিরভাগ নাগরিকই নিজেরা দেশের মাটি আঁকড়ে ধরে থাকলেও, নিজের সন্তানকে এই পরিবেশে বেড়ে উঠতে দিতে চান না৷

ফলে সমাজের প্রায় সব স্তরেই বিদেশগামীদের সারি হচ্ছে দীর্ঘ থেকে দীর্ঘতর৷

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ