বংলাদেশের ভোটপর্ব নিয়ে সরকারি স্তরে প্রতিক্রিয়া দেয়া হয়নি। ভারত থেকে যাওয়া পর্যবেক্ষকের সঙ্গে কথা বলেছে ডিডাব্লিউ।
বিজ্ঞাপন
বাংলাদেশ নির্বাচন কমিশনের আমন্ত্রণে ঢাকায় নির্বাচন পর্যবেক্ষক হিসাবে ভারত থেকে গেছেন সাবেক আমলা অমিতাভ রায়। ডিডাব্লিউকে ফোনে অমিতাভ জানিয়েছেন, রোববার সকাল আটটা থেকে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেন্দ্র থেকে শুরু করে অনেকগুলি জায়গায় ঘুরেছেন। ভোটকেন্দ্রের অবস্থা দেখেছেন। তার প্রথমেই যে বিষয়টি মনে হয়েছে, তা হলো, ভোট অনেক কম পড়েছে। একটি ভোটকেন্দ্রে ভোটদাতাদের সংখ্যা ছিল দুই হাজার ৩৩৭ জন, বেলা বারোটা পর্যন্ত সেখানে ভোট পড়েছিল ২৯২টি।
কেন এত কম ভোট পড়লো? অমিতাভ তিনটি কারণের কথা বলেছেন। ''প্রথমত, এবার নির্বাচনের ফলাফল আগে থেকে স্পষ্ট হয়ে যাওয়ায় মানুষের মধ্যে ভোট দেয়ার বিশেষ তাগিদ ছিল না, দ্বিতীয়ত, সকাল থেকে বেশ ঠান্ডা ছিল, তৃতীয়ত, মূলত নতুন ভোটাররা ভোট দেয়ার ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে।''
তিনি জানিয়েছেন, বাংলাদেশে ''এবার এক কোটি ৫৪ লাখ নতুন ভোটারের নাম তালিকায় উঠেছে। তারাই ভোট দেয়ার ক্ষেত্রে বেশি উৎসাহী ছিল।''
অমিতাভ বলেছেন, ''মোট ১৫৭ জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন। তার মধ্যে নির্বাচন কমিশনের আমন্ত্রণে ভারত থেকে তিনজন গেছেন। অন্য কিছু সংগঠনের আমন্ত্রণেও কেউ কেউ গিয়েছিলেন। আর বিদেশ থেকে রিপোর্টার গিয়েছিলেন ৭১ জন।''
অমিতাভ জানিয়েছেন, তিনি যে সব কেন্দ্রে ঘুরেছেন, সেখানে রিগিং বা ছাপ্পা ভোট নিয়ে কোনো অভিযোগ ছিল না। তিনিও সেরকম কিছু দেখেননি। ভোটকেন্দ্রের বাইরে প্রচুর ভিড় ছিল। ভিতরে ভোট কম পড়লেও বাইরে ভিড় জমিয়েছিলেন অনেক মানুষ।
ঢাকার কয়েকটি ভোটকেন্দ্রের সার্বিক চিত্র
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা সিইসি’র। ১৪০টি কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটেছে। গ্রেপ্তার হয়েছে ৪২ জন। রাজধানী ঢাকার মিরপুর এবং ফার্মগেটের বেশ কয়েকটি কেন্দ্রের সার্বিক পরিস্থিতি থাকছে ছবিঘরে৷
ছবি: Mortuza Rashed/DW
অনেকের তথ্য মিলছে না
সারাদিন ব্যাপী বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে প্রতিবেদক দেখতে পান, অনেকেরই ভোটার স্লিপের সাথে সার্ভারের তথ্য মিলছে না। তাঁরা জানান, মোবাইল অ্যাপে যা এসেছে, তা-ই লিখে দিলেও এখন ভোটকেন্দ্রে এসে দেখছেন তথ্যে গরমিল রয়েছে।
ছবি: Mortuza Rashed/DW
সকালে ভোটার উপস্থিতি একদম কম
ঢাকার একাধিক স্থানের ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩০-৪০টি ভোট হয়েছে প্রতিটি বুথে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে থাকে।
ছবি: Mortuza Rashed/DW
হেভিওয়েট প্রার্থীর কেন্দ্রও ফাঁকা
ঢাকার কচুক্ষেতের মুসলিম মডার্ণ একাডেমিতে ঢাকা-১৭ আসনের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত আওয়ামী লীগের একজন মনোনীত নৌকা প্রতীক প্রার্থী। কিন্তু দুপুর ১২:৩০ গিয়েও দেখা গেল এখানে ভোট পড়েছে গড়ে ২০-২৫ শতাংশ।
ছবি: Mortuza Rashed/DW
হেল্প ডেস্ক
ঢাকার কচুক্ষেতের মুসলিম মডার্ণ একাডেমির সামনে বেশ কিছু হেল্প ডেস্ক দেখা যায়। এখান থেকে বিভিন্ন প্রতীকের পোলিং এজেন্টগণ ভোটারদের ভোট স্লিপ দিয়ে সাহায্য করছেন বলে জানান তারা।
ছবি: Mortuza Rashed/DW
আগের চিত্র এখন আর নেই
ঢাকার কচুক্ষেতের তাওসিফ ট্রেডার্সের অন্যতম স্বত্বাধিকারী মোঃ ইসমাইল (ডানে)। তিনি জানান, তিনি কিশোরগঞ্জের ভোটার। আগে ভোটের এলাকা থেকে ফোন দিয়ে ভোট দেওয়ার জন্য প্রার্থীরা আহবান জানালেও এখন আর তাদের ভোটের দরকার হয়।
ছবি: Mortuza Rashed/DW
প্রার্থীর কেন্দ্র পরিদর্শন
ঢাকার ফার্মগেট তেজকুনিপাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে আসেন ধাকা-১২ আসনের এমপি পদপ্রার্থী স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংশ্লিষ্টদের সাথে কথা বলে তিনি ভোটকেন্দ্র ত্যাগ করেন।
ছবি: Mortuza Rashed/DW
প্রার্থী চলে যেতেই ভোটার গায়েব
ঢাকার ফার্মগেটের বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ে দুপুর ২টায় গিয়ে দেখা যায়, সেখানে ভোটারদের ৫-৬টি লাইন। কিছুক্ষণ পর কেন্দ্র পরিদর্শনে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিন্তু তিনি চলে যাওয়ার পরেই সব’কটি লাইন এবং ভোটার উধাও হয়ে যান।
ছবি: Mortuza Rashed/DW
তরুণ ভোটারদের আগ্রহ
ঢাকার ফার্মগেট তেজকুনিপাড়ার বটমলী হোম বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শন করে দেখা যায় সেখানে তরুণ ভোটারের উপস্থিতি এবং ভোটের হারও বেশি।
ছবি: Mortuza Rashed/DW
ব্যালট বাক্স লক করা
সকাল ৮ টার আগেই ব্যালট বাক্স পোলিং এজেন্টের উপস্থিতিতে লক করতে দেখা যায় ভোট কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের। মিরপুরের ভোটকেন্দ্র হাজী আশরাফ আলী হাইস্কুলের চিত্র এটি।
ছবি: Mortuza Rashed/DW
ভোট গণনা
বিকাল ০৪:১০ মিনিটে ঢাকার তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলের ভোট গণনা শুরু হয়। এসময় সেখানে প্রতিটি প্রতীকের পোলিং এজেন্ট, পোলিং অফিসার, পুলিশ, সহকারী প্রিজাইডিং অফিসারের এবং প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে ব্যালট বাক্স খোলা হয়। কেন্দ্রটিতে ভোট পড়ে গড়ে ৩৫ শতাংশ বলে জানান তারা।
ছবি: Indranil Mukherjee/AFP
10 ছবি1 | 10
দেশে ফিরে এসে একমাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন পর্যবেক্ষকরা। তখন অবশ্য নির্বাচনপর্ব অনেকটাই পুরনো হয়ে যাবে। বাংলাদেশে যাওয়ার পর সেদেশের পররাষ্ট্রসচিব পর্যবেক্ষকদের কাছে দেশের ইতিহাস, অর্থনীতি, ভৌগোলিক পরিচয় ও অন্যান্য বিষয়ে জানান। অমিতাভের মনে হয়েছে, পররাষ্ট্রসচিবের ওই ভাষণ ছিল খুবই মনোগ্রাহী।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অবস্থান
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের নির্বাচন সম্পর্কে এখনো পর্যন্ত একটাই মন্তব্য করেছে, সেটা হলো, ''বাংলাদেশের নির্বাচন তাদের ঘরোয়া বিষয়। বাংলাদেশের নাগরিকেরা ঠিক করবেন, কাকে নির্বাচিত করবেন।''