1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিরোমানিয়া

কেন রোমানিয়া এসেও থাকতে চান না বাংলাদেশিরা?

২০ আগস্ট ২০২২

সাম্প্রতিক সময়ে অবৈধ উপায়ে রোমানিয়া সীমান্ত পার হতে গিয়ে বা কাজে যোগ না দেয়ায় গ্রেপ্তার হচ্ছেন বাংলাদেশিরা৷ বুখারেস্টে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অভিযোগ- ঢাকা থেকে দেশটিতে কর্মী পাঠানোর প্রক্রিয়াতেই রয়েছে ত্রুটি৷

বুখারেস্টে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অভিযোগ, ঢাকা থেকে রোমানিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়াতেই রয়েছে ত্রুটি
বুখারেস্টে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের অভিযোগ, ঢাকা থেকে রোমানিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়াতেই রয়েছে ত্রুটিছবি: private

অন্যদিকে অভিবাসীরা বলছেন, তাদেরকে দেয়া আশ্বাস আর বাস্তবতায় বিরাট ফারাক৷

সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দক্ষ ও অদক্ষ অভিবাসনপ্রত্যাশীদের কাছে আকর্ষণীয় দেশে পরিণত হয়েছে রোমানিয়া৷ বিদেশি কর্মীদের জন্য কয়েক হাজার ভিসা চালু করেছে দেশটির সরকার৷ এই সুযোগ কাজে লাগিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশটিতে আসছেন বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার নাগরিকেরা৷

রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী ইনফোমাইগ্রেন্টসকে জানান,  দেশটিতে গত দুই বছরে ভিসা পয়েছেন ১০ হাজারের বেশি বাংলাদেশি৷ রাষ্ট্রদূতের দেয়া তথ্য অনুযায়ী, নির্মাণ, সেবা, জাহাজ-নির্মাণ শিল্পসহ বিভিন্ন খাতে তারা ৪০০ থেকে এক হাজার ইউরো বেতনে চাকরি পেয়েছেন৷ এর সঙ্গে অনেক চাকরিদাতা থাকার ব্যবস্থা, খাবার ভাতা এবং আলাদাভাবে বাড়তি সময়ের মজুরিও দিচ্ছেন, যার কারণে অভিবাসীরা তাদের আয়ের বেশিরভাগই বাংলাদেশে পাঠানোর সুযোগ পান বলে উল্লেখ করেন তিনি৷

তারপরও রোমানিয়া ছাড়ছেন তারা

এই সুবিধাগুলোর পর অনেক বাংলাদেশিই রোমানিয়ায় আসার পর ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করছেন৷ তাদের বড় অংশের লক্ষ্য ইটালি৷ রোমানিয়ায় নির্দিষ্ট কোম্পানির কাজের চুক্তিপত্র নিয়ে বৈধভাবে আসার পরও শেষ পর্যন্ত তারা অবৈধ উপায়ে দেশটিতে পাড়ি জমানোর চেষ্টা করছেন৷ ১৬ আগস্ট রোমানিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনফোমাইগ্রেন্টকে জানিয়েছে, বর্তমানে সেখানে ১,৬৭৬ জন বাংলাদেশি বৈধভাবে বসবাসের অনুমতি নিয়ে আছেন৷ তাদের মধ্যে ১৫০৬ জনের চাকরি রয়েছে৷

কিন্তু দেশটিতে ভিসা নিয়ে আসা মোট অভিবাসীদের তুলনায় এই সংখ্যা অনেক কম৷

রোমানিয়া ইউরোপীয় ইউনয়নের সদস্য হলেও শেঙ্গেনভুক্ত নয়৷ বিশেষ ভিসায় আসা বাংলাদেশি কর্মীদের ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশে যাওয়ার অনুমতি নেই৷ কিন্তু নিজেদের লক্ষ্য বাস্তবায়নে তারা ট্রাকে করে ইটালিতে যাওয়ার জন্য মানবপাচারকারীদের দ্বারস্থ হন৷ ইনফোমাইগ্রেন্টসকে এক অভিবাসী জানান, মানবপাচারকারীরা এই যাত্রার জন্য জনপ্রতি সাড়ে তিন হাজার ইউরো করে নেন৷

পরিণামে গ্রেপ্তার

সাম্প্রতিক সপ্তাহগুলোতে অবৈধ উপায়ে রোমানিয়া সীমান্ত পার হতে গিয়ে কয়েক ডজন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন৷ তাদের কয়েকজনকে অভিবাসন বিধি ভঙ্গের অভিযোগে দেশেও ফেরত পাঠানো হয়েছে৷

এই পরিস্থিতি নিয়ে হতাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী৷ রোমানিয়া থেকে এভাবে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশে পাড়ি জমানোর চেষ্টা করায় বাংলাদেশের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷ ইনফোমাইগ্রেন্টসকে রাষ্ট্রদূত বলেন, ‘‘অনেক বাংলাদেশি রোমানিয়ায় আসছেন এই লক্ষ্য নিয়ে যে, যখনই সুযোগ পাবেন তারা ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশে চলে যাবেন৷ এই ইইউ দেশটিতে বৈধভাবে আসা সহজ৷ এরপর সহজেই সড়ক পথে কেউ অন্য দেশে চলে যেতে পারেন৷''

কর্মী পাঠানোর প্রক্রিয়ায় গলদ

রোমানিয়া গত বছর ৪০ হাজার বিদেশি কর্মীকে ভিসা দেয়ার ঘোষণা দেয়৷ এরপর চলতি বছর এই সংখ্যা এক লাখে উন্নীত করা হয়৷ বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও ভিয়েতনাম থেকে কর্মী আনার চিন্তা করেই এই উদ্যোগ নেয় দেশটির সরকার৷

কিন্তু দাউদ আলী মনে করেন, এক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা নিয়োগ প্রক্রিয়া৷ শুধু রোমানিয়ায় কাজ করতে আগ্রহীদের নিয়োগ নিশ্চিত করতে সরকারের আরো ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন তিনি৷ তার মতে, ‘‘বাংলাদেশ যত বেশি সম্ভব কর্মী পাঠাতে চেয়েছে৷ কিন্তু ঢাকা থেকে নিয়োগ প্রক্রিয়ার সময় কোনো চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না৷ রিক্রুটমেন্ট সংস্থাগুলো এই ক্ষেত্রে কারা রোমানিয়ায় কাজ করতে ইচ্ছুক, কারা নন সেটি যাচাই করেনি৷ তারা শুধু যারা টাকা বেশি দিতে রাজি ছিল তাদেরকে পাঠিয়েছে৷''

রিক্রুটিং এজেন্সিগুলোর উপর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রয়োজন ছিল বলে মনে করেন তিনি৷

অভিবাসীরা যা বলছেন

একটি কারখানায় কাজ নিয়ে কয়েক মাস আগে রোমানিয়া আসেন রিফাত হোসেন ইরান৷ তিনি জানান,  বাংলাদেশ সরকারের কাছ থেকে যেমনটা শুনে তিনি এসেছেন তার সঙ্গে বাস্তবতার বিরাট ফারাক রয়েছে৷ কাজ অনুযায়ী বেতন না পাওয়া, সময়মতো বেতন না দেয়া সেই সঙ্গে রিক্রুটিং এজেন্সিকে নিয়মিত কমিশন দিতে হয় বলে অভিযোগ করেন তিনি৷ বলেন, ‘‘ইউরোপে কাজ করলেও আমাদের সঙ্গে এমনভাবে ব্যবহার করা হয় যেন আমরা মধ্যপ্রাচ্যে আছি৷''

এই অভিবাসী জানান, আসার আগে তাকে মাসিক ৬০০ ইউরো বেতন ও ওভারটাইমের কথা বলা হয়েছিল৷ কিন্তু একটি ওয়্যারহাউসে কাজ করে তিনি এখন মাসে মাত্র ৪০০ ইউরো আয় করেন, যা তার জন্য যথেষ্ট নয়৷

বাংলাদেশি এই অভিবাসী জানান, কাজের অনুমতিপত্র পেতে রিক্রুটিং এজেন্সিকে সাড়ে সাত লাখ টাকা দিয়েছেন তিনি, যার পুরোটাই ঋণ করেছেন৷ এই টাকার তার তিন বছরের মধ্যে শোধ করার কথা ছিল৷ হতাশ ইরান বলেন, ‘‘রোমানিয়া এক মরীচিকা, এখানে আশার পর আমি সেটা বুঝতে পেরেছি৷'' তিনি জানান, তার অনেক বন্ধু এরইমধ্যে ইটালি চলে গেছেন৷ ভবিষ্যতের তিনিও একই উপায় বেছে নেয়ার পরিকল্পনা করছেন৷

তবে বুখারেস্টে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রোমানিয়াকে মোটেও মরীচিকা মনে করেন না৷ কেন বাংলাদেশিরা দেশটি ছেড়ে যেতে চান সেটিও তার বোধগম্য নয়৷ তিনি বলেন, রোমানিয়ায় কাজের অনেক সুযোগ আছে৷ কিন্তু কিছু অভিবাসী সেখানে কাজ করতে চান না৷ তারা চান অবৈধ পথে অন্যত্র চলে যেতে৷''

প্রথম প্রকাশ: ২০ আগস্ট, ২০২২ ইনফোমাইগ্রেন্টস

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

আরাফাতুল ইসলাম/এফএস

ইউক্রেনের খাদ্যপণ্য রপ্তানিতে রোমানিয়ার সাহায্যের হাত

02:11

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ