1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমনিৎস : ইউরোপের সাংস্কৃতিক রাজধানী

২১ জানুয়ারি ২০২৫

জার্মানির কেমনিৎস শহর ২০২৫ সালের জন্য ইউরোপীয় সংস্কৃতির রাজধানী হিসেবে তাদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে৷ ১৮ জানুয়ারি অনুষ্ঠিত এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৮০,০০০ মানুষ অংশ নেন৷

কেমনিৎসে কার্ল মার্ক্সের আবক্ষ মূর্তির সামনে বক্তৃতা দিচ্ছেন প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ার
কেমনিৎসে কার্ল মার্ক্সের আবক্ষ মূর্তির সামনে বক্তৃতা দিচ্ছেন প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারছবি: Hendrik Schmidt/dpa/picture alliance

জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ার এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, ‘‘এই বছর কেমনিৎস একতার নতুন ডাক দিতে পারে৷'' প্রেসিডেন্টের বক্তব্যের মাধ্যমে শহরের এই নতুন দায়িত্ব এবং তাৎপর্য তুলে ধরা হয়৷

কেমনিৎসের ইতিহাস সাংস্কৃতিক গুরুত্ব

কেমনিৎস শহরের কেন্দ্রে ১৯৭১ সাল থেকে কার্ল মার্ক্সের একটি বিশাল মূর্তি রয়েছে, যা শহরটির অন্যতম প্রতীক হয়ে উঠেছে৷ যদিও বিখ্যাত দার্শনিক কার্ল মার্ক্স কখনও কেমনিৎস পরিদর্শন করেননি, তবুও পূর্ব জার্মানির সমাজতান্ত্রিক সরকার ১৯৫৩ সালে শহরটির নাম পরিবর্তন করে ‘কার্ল-মার্ক্স-শহর' রাখে৷ পরবর্তীতে ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনরায় একত্রীকরণের পর শহরের নাম আবার কেমনিৎস করা হয়৷ শহরটি তার শিল্প ইতিহাস এবং সমাজতান্ত্রিক ঐতিহ্যের কারণে আলাদা একটি পরিচিতি পেয়েছে৷

সি দ্য আনসিন' থিম নিয়ে যাত্রা

২০২৫ সালে কেমনিৎস শহর ‘সি দ্য আনসিন' বা ‘অদেখাকে দেখুন' শ্লোগান নিয়ে ইউরোপীয় সংস্কৃতির রাজধানীর দায়িত্ব পালন করবে৷ এই প্রকল্পের মূল লক্ষ্য হলো স্থানীয় এবং আন্তর্জাতিক সংস্কৃতিকে নতুন আঙ্গিকে তুলে ধরা৷ শহরটির সাংস্কৃতিক কার্যক্রম তিনটি মূল থিমের উপর ভিত্তি করে সাজানো হয়েছে৷

যেমন, এক, ইস্টার্ন স্টেট অফ মাইন্ড - পূর্ব জার্মানির ঐতিহ্য এবং মানসিকতা তুলে ধরবে৷ দুই, জেনারাস নেইবার্স - কেমনিৎসের পার্শ্ববর্তী অঞ্চল এবং তাদের সংস্কৃতিকে সংযুক্ত করবে, এবং তিন, ইউরোপিয়ান মেকার্স অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের বিভিন্ন দিক এবং এর বিকাশ নিয়ে কাজ করবে৷

স্থানীয় এবং আন্তর্জাতিক অংশগ্রহণ

এই প্রোগ্রামের অধীনে, শহরজুড়ে ৪৭টি কমিউনিটি প্রজেক্ট পরিচালিত হবে৷ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন প্রান্তের অংশগ্রহণকারীরা এই প্রোগ্রামে অংশ নেবেন৷ থিয়েটার, সংগীত, নাচ এবং শিল্প প্রদর্শনীর মতো ইভেন্টগুলি শহরের বিভিন্ন স্থানে আয়োজন করা হবে৷

নোভা গরিচা গোরিৎসিয়া

এছাড়াও, স্লোভেনিয়ার নোভা গোরিচা ও ইটালির গোরিৎসিয়া শহর দুটি যৌথভাবে ২০২৫ সালের ইউরোপীয় সংস্কৃতির রাজধানী হিসেবে নির্বাচিত হয়েছে৷ এই দুটি শহর, একসময় একই শহর ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বিভক্ত হয়ে দুই দেশের অংশে পরিণত হয়৷ ১০০০ খ্রিস্টাব্দে পত্তন করা এই শহরের নাম ছিল কাউন্ট অফ গ্যোর্ৎস৷ এই বিশেষ সম্মান তাদের ইতিহাস এবং সংস্কৃতির মেলবন্ধনকে উদযাপন করার সুযোগ এনে দিয়েছে৷

ভবিষ্যতের দিকনির্দেশনা

কেমনিৎস শহর এই প্রোগ্রামের মাধ্যমে একটি নতুন পরিচয় গড়ে তোলার লক্ষ্য নিয়েছে৷ তারা শিল্প, সংস্কৃতি এবং ঐতিহ্যের মাধ্যমে ইউরোপীয় ঐক্য এবং সংহতির একটি উদাহরণ তৈরি করতে চায়৷

২০২৫ সালের ইউরোপীয় সংস্কৃতির রাজধানী হিসেবে কেমনিৎসের যাত্রা শুধু একটি সাংস্কৃতিক উদযাপন নয়, বরং এটি একটি বার্তা যে, সংস্কৃতি মানুষকে একত্রিত করার শক্তি রাখে৷

উগ্র-ডানপন্থিদের মাঝে অভিবাসী জীবন

09:25

This browser does not support the video element.

রাইনা ব্রুয়ার/জেডএ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ