1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমনিৎস হত্যার সন্দেহভাজন ইরাকি মুক্ত

১৮ সেপ্টেম্বর ২০১৮

জার্মানির পূর্বাঞ্চলীয় শহর কেমনিৎসে ছুরিকাঘাতে এক জার্মান-কিউবান নাগরিক নিহতের ঘটনায় গ্রেপ্তার ইরাকি ছাড়া পেয়েছেন৷

Chemnitz Kundgebung "Staatenlos"
ছবি: picture-alliance/dpa/H. Schmidt

আগস্টের শেষ দিকে এই হত্যাকাণ্ডের পর শহরটিতে কয়েক দিন ধরে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিল উগ্র ডানপন্থিরা৷

মঙ্গলবার আদালতে মামলার শুনানিতে ইউসিফ এ নামের ওই ইরাকির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বিচারক প্রত্যাহার করেন বলে তার আইনজীবী উলরিচ ডোস্ট-রক্সিন জানিয়েছেন৷

বিচারকের এই আদেশের মধ্য দিয়েই ইউসিফের আটকাবস্থার অবসান ঘটে বলে জানান তিনি৷

গত ২৬ আগস্ট ভোরে কেমনিৎসে কথা কাটাকাটির এক পর্যায়ে ডানিয়েল এইচ. নামের ৩৫ বছর বয়সি ওই জার্মান-কিউবান নাগরিককে ছুরিকাঘাত করলে তা/র মৃত্যু হয়৷

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন দেশের প্রায় ১০ জন মানুষ এই সংঘাতে জড়িত ছিলেন৷

সে সময় হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে ২২ বছর বয়সি ইউসিফ ছাড়াও ২৩ বছরের এক সিরীয় নাগরিককেও গ্রেপ্তার করা হয়৷

উলরিচ বলেছেন, ঘটনার প্রত্যক্ষদর্শীরা কেউ তাঁর মক্কেল ইউসিফকে শনাক্ত করতে পারেননি৷ তাছাড়া ঘটনাস্থলে যে ছুরি পাওয়া গেছে, তার সঙ্গে ইউসিফের আঙুলের ছাপের মিল পাওয়া যায়নি বলেও জানান তিনি৷

অন্যায়ভাবে তাঁর মক্কেলকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন বলেও জানিয়েছেন এই আইনজীবী৷

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার অপর ব্যক্তি, ওই সিরীয় নাগরিকেরও মুক্তি চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী৷ তবে আবেদনটি কবে, কখন শুনানির জন্য উঠবে,  সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি৷

এএইচ/এসিবি  (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ