1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমন আছেন পাহাড়ি নারীরা?

১৪ সেপ্টেম্বর ২০১১

বাংলাদেশসহ উপমহাদেশ জুড়ে পুরুষতন্ত্রের যে রকম বিস্তৃতি, তা থেকে বাংলাদেশের পাহাড়ি সমাজব্যবস্থাও বেশি দূরে সরে যেতে পারেনি৷ তাই এখানেও নারীকে দমিয়ে রাখার প্রত্যক্ষ-পরোক্ষ নানা প্রবণতা লক্ষণীয়৷

ছবি: DW

বাংলাদেশে অবশ্য অপরাপর সমাজব্যবস্থা থেকে পাহাড়ি সমাজব্যবস্থা কিছুটা উদার৷ যেমন, পাহাড়ি সমাজে পর্দাপ্রথা নেই এবং নারীর শ্রমের ওপর নেই কোনো অলিখিত বিধিনিষেধও৷ পাহাড়ি নারীরা তুলনামূলকভাবে অনেক বেশি স্বাধীনতা ভোগ করেন৷ অর্থাৎ, চলাফেরায় তাঁরা অনেকটাই স্বাধীন৷ সত্যিই কি তাই? প্রশ্ন করি বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানমকে৷ তিনি জানান, ‘‘রংপুর, দিনাজপুর, গারো পাহাড় বা নেত্রকোনার আদিবাসীদের তুলনায় পার্বত্য চট্টগ্রাম বা রাঙামাটির যে আদিবাসীদের কিন্তু অন্যরকম বাস্তবতা৷ আজকে আদিবাসী বলেই কিন্তু কবিতা চাকমাকে আমরা হারাই নি৷ ঐখানে একটা সহিংস, সন্ত্রাসী এবং একটি বিশেষ রাজনৈতিক পরিস্থিতির ফলে ঘটনাটা ঘটেছে৷ তাই আমার মতে, পার্বত্য চট্টগ্রামের নারীরা অনেক ব্যাপারে স্বাধীন হলেও, কিছু কিছু ক্ষেত্রে আঞ্চলিক দ্বন্দ্বের বা বিরোধের শিকার হয়ে যান তাঁরা৷''

১৯৯৭ সালের ৮ই মার্চ বাংলাদশে প্রথমবারের মতো জাতীয় নারী উন্নয়ন নীতিমালা ঘোষিত হয়৷ বাংলাদেশের নারীদের জন্য এটা নিঃসন্দেহে অগ্রগতির একটি মাইলফলক৷ জোট সরকারের আমলে এ নীতিমালায় নেতিবাচক সংশোধনী আনা হয়৷ ২০০৮ সালের ৮ই মার্চ তত্ত্বাবধায়ক সরকার আরেকটি জাতীয় নারী উন্নয়ন নীতি ঘোষণা করে৷ কিন্তু এতেও আদিবাসী নারীদের বিষয়টি বরাবরের মতোই উপেক্ষিত রয়ে যায়৷

পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় স্বাভাবিকভাবেই নারীকে সব সময় অধীনতার প্রতীক হিসেবে চিহ্নিত করা হয়৷ পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৮০ শতাংশের বেশি নারী ঘরের বাইরে কাজ করে থাকেন৷ তা সত্ত্বেও সম্পদের ওপর পাহাড়ি নারীদের অধিকার না থাকায়, পুরুষের চেয়ে নারীরা আজও অনেকটাই পিছিয়ে৷

ছবি: DW

পাহাড়ি সমাজের প্রচলিত উত্তরাধিকার প্রথায় পুত্রসন্তানই সম্পদের একক অধিকারী হিসেবে গণ্য হয়৷ প্রথাগত আইনের মাধ্যমে নারীদের এ অধিকার থেকে বঞ্চিত রাখা হয়েছে৷ ফলে সম্পত্তির ওপর নারীর মালিকানার বিষয়টি পরিবারের পুরুষের ইচ্ছা-অনিচ্ছার ওপরই নির্ভরশীল৷ কেবল দান বা উইলের মাধ্যমে নারীরা সম্পত্তির অধিকার লাভ করতে পারেন৷ এছাড়া, স্বামীর মৃত্যুর পর স্ত্রী অধিকার লাভ করতে পারেন৷ তবে অপুত্রক অবস্থায় অন্য কোথাও বিয়ে হলে, তিনি  প্রয়াত স্বামীর সম্পত্তির ওপর অধিকার হারান৷

পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক কাঠামোর অন্যতম প্রধান ক্ষেত্র হচ্ছে ‘পার্বত্য জেলা পরিষদ' ও ‘আঞ্চলিক পরিষদ'৷ এছাড়া ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদে নারীর ক্ষমতায়নের সুযোগ রয়েছে৷ ১৯৯৭ সালে পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর, পার্বত্য জেলা পরিষদগুলোয় ১৯৯৮ সালে সংশোধনী আনা হয়৷ সেই সংশোধনীর মাধ্যমে জেলা পরিষদগুলোয় দুজন পাহাড়ি এবং একজন বাঙালি নিয়ে তিনজন নারী সদস্য অর্ন্তভুক্ত রাখার ব্যবস্থা আছে৷

কিন্তু অন্তর্বর্তী পরিষদে দীর্ঘ একযুগ ধরে কোনো নারী প্রতিনিধিত্ব নেই৷ ফলে পার্বত্য চট্টগ্রামের প্রশাসনিক ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্বের বিষয়টি উপেক্ষিত রয়ে গেছে৷ বর্তমানে যেখানে নারীর মতামতের বিষয়টি সর্বাধিক গুরুত্ব পাচ্ছে, সেখানে পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসনিক ব্যবস্থায় নারীর মতামত প্রকাশের অধিকারকে স্থবির করে রেখে দেওয়া হয়েছে৷ অনুরূপভাবে আঞ্চলিক পরিষদেও তিনজন নারী প্রতিনিধির বিধান আছে৷ অথচ সেখানেও তাঁদের ভূমিকা উল্লেখযোগ্য নয়৷

শুধু সংখ্যালঘুদের ভোট পাওয়ার জন্য নয়, বরং সংসদে এমন আদিবাসী নারী প্রতিনিধি থাকা উচিত, যাঁরা আদিবাসী নারীদের স্বার্থ সংসদে তুলে ধরে তাদের নিরাপত্তা ও ক্ষমতায়নকে নিশ্চিত করতে পারবেন৷ সুতরাং, পার্বত্য চট্টগ্রামে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রকে প্রসারিত করতে হলে স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজাতে হবে৷

পার্বত্য চট্টগ্রামের প্রথাগত ব্যবস্থায় নারীর উত্তরাধিকার নিশ্চিত করতে সামাজিক আইনে যেমন পরিবর্তন আনা জরুরি, তেমনি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে বিবাহ নিবন্ধন বাধ্যতামূলক করা দরকার৷ তাই এখন সময় এসেছে পাহাড়ি আদিবাসী নারীদের সম্পত্তির উত্তরাধিকার এবং প্রশাসনিক গুরুত্বপূর্ণ কাঠামোয় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ