1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেমোথেরাপি নিতে হবে পেলেকে

১ অক্টোবর ২০২১

কোলনের টিউমার অপারেশন হলেও কেমোথেরাপি নিতে হবে বিশ্বখ্যাত ফুটবলার পেলেকে।

পেলে
ছবি: Alexander Zemlianichenko/AP/picture alliance

কিছুদিন আগেই তার কোলনের টিউমার অপারেশন হয়েছে। সাও পাওলোর এক হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার চিকিৎসকরা তাকে বাড়ি যাওয়ার অনুমতি দিয়েছেন। তবে এবার তাকে কেমোথেরাপি নিতে হবে। টিউমারটি ম্যালিগনেন্ট ছিল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।

পেলে অবশ্য খোশমেজাজেই আছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি লিখেছেন, 'বাড়ি ফিরতে পেরে আমি খুব খুশি।' একই সঙ্গে সাও পাওলোর অ্যলবার্ট আইনস্টাইন হাসপাতালের সমস্ত কর্মী এবং চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সপ্তাহখানেক আগে নিয়মমাফিক পরীক্ষা করাতে গিয়ে কোলনে টিউমার ধরা পড়ে পেলের। চিকিৎসকরা তখনই তাকে ভর্তি করে অপারেশনের ব্যবস্থা করেন। টিউমার অপারেশনের পর শরীর ভালো ছিল না ৮০ বছরের ফুটবলারের। বেশ কিছুদিন তাকে আইসিইউ-তে থাকতে হয়। তবে বৃহস্পতিবার চিকিৎসকরা জানিয়েছেন, এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। কেমোথেরাপি নিতে পারবেন তিনি।

ইনস্টাগ্রাম পেজে পেলে লিখেছেন, 'জানি আর লাফাতে পারব না। কিন্তু জীবন এমনই। সবকিছুই মেনে নিতে হয়। সামনে যখন সমস্যা আসে, তখন তা উপভোগ করতে হয়।'

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের অন্যতম পেলে। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ এনেছেন তিনি। ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০। ৯২ ম্যাচে ৭৭টি গোল দিয়ে এখনো রেকর্ড ধরে রেখেছেন এই ফুটবলার।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ