1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেরাণীগঞ্জে শ্যালকের হাতে দুলাভাই খুন

২৪ আগস্ট ২০২১

ঢাকার কেরাণীগঞ্জ উপজেলায় ‘শ্যালকের সঙ্গে দ্বন্দ্বে' ধারালো অস্ত্রের আঘাতে দুলাভাই নিহত হয়েছেন৷ সোমবার রাতে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানিয়েছে পুলিশ৷

প্রতীকী ছবিছবি: bilderbox

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে কেরাণীগঞ্জ থানার ওসি আবু সালাম জানিয়েছেন উপজেলার জিনজিরা বাজার এলাকায় কালাচান মার্কেটের সামনে সোমবার রাতে প্রকাশ্যে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়৷

নিহত ৪০ বছর বয়সি মো. ইয়াসিন শরিয়তপুরের জাজিরা উপজেলার মৌলভীকান্দি গ্রামের মো. আবুল কাশেমের ছেলে৷ কেরাণীগঞ্জ  উপজেলার নজরগঞ্জ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি৷ ইয়াসিন অটোরিকশা চালাতেন৷

ওসি আবু সালাম প্রাথমিক তদন্তের বরাতে বিডিনিউজকে বলেন, ইয়াসিনের সঙ্গে তার শ্যালক সোহাগের দ্বন্দ্ব ছিল৷ এ জেরে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটানো হয়৷ তার পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়৷ তিনি বলেন, ‘‘মূলত শ্যালক-দুলাভাই দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে৷ সোহাগের নামে দস্যুতা ও ডাকাতি চেষ্টাসহ একাধিক মামলা এবং নিহত ইয়াসিনের বিরুদ্ধে মাদক ও চোরাচালানসহ একাধিক মামলা রয়েছে৷''

তবে তাদের দ্বন্দ্বের আসল কারণ জানাতে পারেনি পুলিশ৷ নিহতের পরিবার থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে৷  লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে৷ মামলায় দ্বন্দ্বের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওসি আবু সালাম৷

নিহতের শ্যালকসহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যরা পলাতক৷ তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ