কেরালায় একজন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। ১৩ জনের রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
করোনার ভ্রূকুটি এখনো কাটেনি, তারই মধ্যে কেরালায় ধরা পড়ল জিকা ভাইরাস। এক গর্ভবর্তী নারীর রক্তে জিকা ভাইরাস পাওয়া গেছে বলে কেরালার স্বাস্থদফতর জানিয়েছে। আরো ১৩ জনের রক্তের নমুনাও পুনের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
ভারতে করোনার প্রকোপ আগের চেয়ে কমলেও এখনো দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে। মৃত্যুর হার অবশ্য আগের চেয়ে অনেকটাই কমেছে। এরই মধ্যে নতুন রোগের প্রাদুর্ভাব ঘটেছে কেরালায়। কেরালার সরকার রাজ্য জুড়ে সতর্কতাও জারি করেছে। নতুন ভাইরাস মশাবাহিত। নাম জিকা। এই ভাইরাসের প্রকোপেও মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
জিকা ভাইরাসে আক্রান্ত শিশুদের লড়াই
ব্রাজিলে চার বছর আগে জিকা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ খুব ছোট মাথা নিয়ে জন্মগ্রহণ করে হাজারো শিশু যাদের কোনো ভবিষ্যৎ নেই৷ তাদের কষ্টের কাহিনী থাকছে ছবিঘরে৷
ছবি: DW/T. Milz
ভ্রূণের মস্তিষ্ককে আক্রমণ করে
২০১৫ সালে প্রথম খুব ছোট মাথা নিয়ে জন্মানো শিশুদের খবর প্রচার হয় ব্রাজিলে৷ তার মাত্র কয়েক মাসের মধ্যেই প্রায় তিন হাজার শিশু মাইক্রোসেফালি নিয়ে জন্মগ্রহণ করে৷ এই ভাইরাস ভ্রূণের মস্তিষ্ককে আক্রমণ করে বলে চিকিৎসকরা জ্যামাইকার ভাইরাসকে দায়ী করে৷
ছবি: picture-alliance/dpa/F. Kopp
গর্ভাবস্থায় জিকা ভাইরাস
মায়ের কোলে আড্রিয়ান, বয়স তিন বছর সাত মাস৷ মাইক্রোসেফালি ও বাঁকা মেরুদন্ড নিয়ে জন্মানো শিশুটি এতদিনে কেবল চিৎকার দিতে শিখেছে৷ আড্রিয়ানের মা কিন্তু গর্ভাবস্থায় জিকা ভাইরাসে সংক্রমিত হয়েছিলো৷
ছবি: DW/T. Milz
মশার কামড়
টাইগার ইজিপ্টি নামের মশার কামড়ের মাধ্যমে ভাইরাসটি মানুষের শরীরে প্রবেশ করে৷ গর্ভবতীর এই রোগ হলে শিশুদের মস্তিষ্কের গঠন ঠিকমতো না হওয়ায় শিশু বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা থাকে৷
ছবি: picture-alliance/dpa/EFE/G. Amador
শিশুদের কোনো ভবিষ্যত নেই
জিকা ভাইরাসে আক্রান্ত শিশুদের কোনো রকম নড়াচড়া বা অন্য কিছুই করার ক্ষমতা নেই৷ অর্থাৎ সারাটা জীবনই তাদের অন্যের উপর নির্ভর করে বাঁচতে হবে৷
ছবি: picture-alliance/dpa/R. Fabres
কষ্ট আর হতাশা
জিকা ভাইরাসে আক্রান্ত শিশুদের জন্মের পর ব্রাজিলে প্রথমদিকে এমন ভাগ্যের সাথে মোকাবিলা করতে অনেক মায়েরই সমস্যা হয়েছিলো৷ পরে তারা ভাগ্যকে মেনে নিয়ে শিশুদের যত্নের দিকেই বেশি নজর দেওয়া শুরু করেন৷
ছবি: Reuters/J. Cabezas
এক মায়ের গল্প
ব্রাজিলের Aracaju -এ জিকা ভাইরাসে আক্রান্ত এক মেয়ের মা ভালমিরা তাঁদের কষ্টের কথা জানাতে গিয়ে বলেন, অনেক বাবা নাকি সন্তানের মাইক্রোসেফালি অসুখের কথা জানার পর পালিয়ে গেছে স্ত্রী আর সন্তানকে ফেলে৷
ছবি: DW/T. Milz
মায়ের বিকল্প নেই
তারপরও এই শিশুদের মায়েরা আশার আলো দেখেন, সংসারে অভাব থাকা সত্ত্বেও শিশুদের নিয়মিত ডাক্তারের কাছে নিয়ে যান৷ হাজার হলেও নাড়ির টান তো, তাঁরা যে ‘মা’!
ছবি: DW/T. Milz
বিশ্বাস শুধু ঈশ্বরকে
সন্তানের ভবিষ্যৎ কেবল ঈশ্বরের হাতেই রয়েছে, এমন কথাই বেশিরভাগ মায়েরা বলেন, তাছাড়া তাদের যে আর কোনো পথও নেই! অসুস্থ শিশু নিয়ে নিম্ন আয়ের একক মায়েদের বেশ কষ্ট হয় সবকিছু সামলে নিতে৷
ছবি: Getty Images/AFP/N. Almeida
মায়েদের WhatsApp গ্রুপ
ব্রাজিলের Aracaju হাসপাতালের শিশু বিশেষজ্ঞ কিন্তু মায়েদের কোনো আশার বাণী শোনান না৷ শিশুদের মায়েরাই নিজেদের মধ্যে ‘হোয়াটস অ্যাপ’ গ্রুপ তৈরি করে একে অপরকে মানসিক শক্তি দিয়ে সাহায্য করে থাকেন৷
ছবি: picture-alliance/dpa/F. Hörhager
জিকা ভাইরাস এখনো সক্রিয়
জিকা ভাইরাস এখনো সক্রিয়, ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ মাত্র কয়েকদিন আগে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে৷
ছবি: picture-alliance/dpa/J. Arguedas
10 ছবি1 | 10
কেরালায় এক গর্ভবতী নারীর শরীরে প্রথম এই ভাইরাস পাওয়া যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ওই নারীর সন্তান হয়েছে। সন্তান এবং মা দুইজনেরই চিকিৎসা চলছে। আরো ১৩ জনের শরীরেও এই ভাইরাস আছে বলে সন্দেহ করা হচ্ছে। সকলের রক্তের নমুনা পাঠানো হয়েছে পুনের ল্যাবরেটরিতে।
এর আগে মশাবাহিত ডেঙ্গু রোগ কেরালা এবং পশ্চিমবঙ্গে ভয়াবহ চেহারা নিয়েছিল। ডেঙ্গুর প্রকোপে কেরালা, পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে বহু মানুষের মৃত্যু হয়েছিল। তবে করোনাকালে ডেঙ্গুর প্রকোপ আগের চেয়ে খানিকটা কমেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, জিকা ভাইরাস শরীরে ঢুকলে নানারকম উপসর্গ দেখা যেতে পারে। গায়ে লাল লাল বিন্দু দেখা যেতে পারে, পেশীতে যন্ত্রণা, কনজাঙ্কটিভাইটিস, মাথা ব্যথা, বমি ভাব হতে পারে। জ্বরও আসতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিলেই দ্রুত সরকারি হাসপাতালে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
জিকা ভাইরাসের চিকিৎসায় এখনো পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার হয়নি। নেই কোনো টিকাও। ১৯৪৭ সালে উগান্ডার জিকা জঙ্গলে প্রথম এই ভাইরাস পাওয়া গেছিল। কিন্তু তারপর এত দিন কেটে গেলেও কোনো ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি।