1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেরালায় হাউসবোট ডুবে মৃত ২২

৮ মে ২০২৩

রোববার সন্ধ্যায় একটি হাউসবোট ডুবে যায় কেরালার তুভালথিরাম বিচের কাছে। সোমবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের।

কেরালায় নৌকাডুবি
ছবি: P.P. Afthab/AP

রোববার সন্ধ্যা ৭টা নাগাদ কেরালার মালাপ্পুরাম জেলার তুভালথিরাম বিচের কাছে নৌকাডুবির ঘটনাটি ঘটে। ঘটনায় এখনো পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অন্তত সাতটি শিশু আছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। সোমবার সকালেও উদ্ধারকাজ চলছে। কীভাবে হাউসবোটটি জলে উল্টে গেল, তার তদন্তও শুরু হয়েছে।

কেরালায় আর্বান গার্ডেনিং

04:11

This browser does not support the video element.

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতের পরিবার পিছু দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। কংগ্রেসের স্থানীয় নেতারাও টুইট করে তাদের সমবেদনা জানিয়েছেন। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, তিনি সোমবার ঘটনাস্থলে যাবেন এবং পরিস্থিতি ক্ষতিয়ে দেখবেন। উদ্ধারকাজ যাতে দ্রুত সম্ভব হয়, তার জন্য সমস্ত রকম সহযোগিতা করা হবে বলে তিনি জানিয়েছেন। সোমবার কেরালায় শোকদিবস পালিত হবে হবে প্রশাসনকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

পুলিশ প্রশাসন জানিয়েছে, কীভাবে ঘটনাটি ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। বস্তুত, কেরালার ব্যাকওয়াটারে বহু পর্যটক হাউসবোটে থাকেন। কিন্তু এমন দুর্ঘটনা বহু বছরের মধ্যে হয়নি।

এসজি/জিএইচ (পিটিআই, এএনআই)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ