1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুইটনি হিউস্টন

২৩ মার্চ ২০১২

কোকেন নেয়ার পর হোটেলের বাথটাবে ডুবে হুইটনি হিউস্টনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলেস’ কাউন্টির তদন্তকারী বিচারকের দপ্তর৷

ছবি: AP

অ্যামেরিকায় অপঘাত বা সন্দেহজনক মৃত্যুর তদন্ত করার জন্য বিশেষ ‘করোনারস' বা তদন্তকারী বিচারকের দপ্তর রয়েছে৷ লস অ্যাঞ্জেলেস' কাউন্টির এই দপ্তর বৃহস্পতিবার জানায়, ময়নাতদন্তে হুইটনির শরীরে কোকেন পাওয়া গেছে৷ তবে ঠিক কী পরিমাণ কোকেন শরীরে পাওয়া গেছে এ বিষয়ে এখনো কিছু জানা যায় নি৷ বলা হয়েছে, এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে৷

কোকেনের প্রভাবে হুইটনির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল কি-না এ বিষয়েও নিশ্চিত করে কিছু বলা হয় নি প্রতিবেদনে৷

তবে, করোনারস এর মুখপাত্র ক্রেগ হার্ভি বলেছেন, ‘‘ হয়তো কোকেন এর প্রভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বিকল হয়ে গিয়েছিল৷ তাই, বাথটাবে ডুবে যাবার পেছনে হয়তো হৃদযন্ত্র বিকল হবার সম্পর্ক থাকতে পারে৷''

মৃত্যুর এই কারণ প্রকাশ করার পর হুইটনি হিউস্টন এর ম্যানেজার ও আত্মীয়া প্যাট্রিসিয়া হিউস্টন বলেছেন, ‘‘ময়না তদন্তের প্রতিবেদন জেনে আমরা দুঃখ পেয়েছি কিন্তু এর পরেও, সত্যটা জানা গেছে বলে ভালো লাগছে৷''

মেয়ের সঙ্গে হুইটনি হিউস্টনছবি: AP

গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত গ্র্যামি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গান করার কথা ছিলো কিংবদন্তী শিল্পী হুইটনি হিউস্টনের৷ কিন্তু ঠিক তার আগের দিন-ই ১১ ফেব্রুয়ারিতে, বেভারলি হিল্টন হোটেলে নিজের রুমে বাথটাবে মৃত অবস্থায় পাওয়া যায় ৪৮ বছর বয়স্ক গ্র্যামি পুরস্কার বিজয়ী এই তারকাকে৷

গত শতকের ৮০ দশকের মাঝামাঝি থেকে নব্বই দশকের শেষ নাগাদ অবধি গানের জগতে একছত্র রাজত্ব করেছেন হুইটনি হিউস্টন৷

‘আই ওয়ানা ড্যান্স উইথ সামবডি', ‘হাউ উইল আই নো ইউ', ‘দ্যা গ্রেটেস্ট লাভ অফ অল' এবং ‘আই উইল অলওয়েজ লাভ ইউ' এর মতো অসাধারণ সব জনপ্রিয় গান গেয়ে ভক্তদের মন কেড়েছিলেন হিউস্টন৷

পরবর্তীতে অতিরিক্ত মাদক গ্রহণের কারণে নষ্ট হয়ে আসে হুইটনির জাদুকরী কণ্ঠস্বর৷ এমনকি কোনো কোনো গানের ক্ষেত্রে সূক্ষ্ম কিছু জায়গায় মনোযোগ দিয়ে সুর লাগাতেও অসুবিধা হতো তার৷ ফলে, একটা সময়ে ধীরে ধীরে বিবর্ণ হয়ে আসতে থাকে হুইটনির বর্ণময় গানের ভুবন৷

মাঝের একটা দীর্ঘ সময় ধরে নতুন কোনো হিট অ্যালবাম তিনি উপহার দিতে পারেন নি ভক্তদের৷ ফলে তার জনপ্রিয়তায়ও আসে ভাটা৷

সব কিছু সামলে নিয়ে গত কিছুদিন ধরে হুইটনি আবারো ঘুরে দাঁড়াচ্ছিলেন৷ আবারো গানের সুরে তন্ময় হয়ে ডুবে যাচ্ছিলেন তিনি৷ প্রত্যাশা নিয়ে ভক্তরা আবারো ফিরতে শুরু করেছিলো হুইটনির দ্বারে৷ আর ঠিক এমন সময়ই বাথটাবের জলে ডুবে অন্য এক ভুবনে চলে গেলেন হুইটনি হিউস্টন৷ যে ভুবনে কোনো দিন-ই পৌঁছবে না এ পৃথিবীর সুর৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ