1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে ‘সাদা পেলে'

৪ সেপ্টেম্বর ২০১৪

ক্রিকেটের আইপিএল-এর আদলে এবার ভারতে শুরু হচ্ছে ফুটবলের দারুণ এক টুর্নামেন্ট৷ আপিএল-এর মতোই নাম দেয়া হয়েছে ‘আইএসএল'৷ বেশ কয়েকজন সাবেক তারকা নাম লিখিয়েছেন এ আসরে৷ আর এবার যোগ দিয়েছেন ব্রাজিলের ফুটবল গ্রেট জিকো৷

Brasilianische Fußballstars (Bildergalerie)
ছবি: picture-alliance/dpa

খেলোয়াড়ি জীবনে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলের সঙ্গে তুলনা হতো তাঁর৷ জিকোর দুর্ভাগ্য, ১৯৭৮, ১৯৮২ আর ১৯৮৬ – এই তিন আসরে অংশ নিলেও একবারও বিশ্বকাপ জিততে পারেননি৷ তবে নয়নাভিরাম ফুটবল খেলে মন জিতেছিলেন সবার৷ অনেকের মতে, তাঁর খেলার ধরণটা ‘কালো মানিক' পেলের মতো৷ কিন্তু গায়ের রং পেলের মতো নয়, ধবধবে ফর্সা৷ তাই জিকোকে ডাকা হতো ‘সাদা পেলে' বলে৷

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) এবার সেই ‘সাদা পেলে'-কে পেয়েছে৷ তাঁর সঙ্গে চুক্তি চূড়ান্ত করে ফেলেছে আইএসএল-এর ফ্র্যাঞ্চাইজি এফসি গোয়া৷ দলটির কর্মকর্তারা কোচ হিসেবে জিকোকে পেতে ব্রাজিলে গিয়েছিলেন৷ রিও ডি জানেরোতে গিয়ে সম্মতি এবং তারপর চুক্তিপত্রে স্বাক্ষরও আদায় করে নিয়েছেন আর্থার আনটুনেস কোয়িম্ব্রা জিকোর৷

সর্বকালের সেরা ফুটবলার পেলেছবি: picture-alliance/KPA

অক্টোবরেই শুরু হচ্ছে আইএসএল৷ শুরু থেকেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে সঙ্গে পাওয়া নিশ্চিত করতে চেষ্টার ত্রুটি করছে না এফসি গোয়া৷ মঙ্গলবার এক বিবৃতিতে জিকোকে কোচ হিসেবে পাওয়ার সুসংবাদের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজিটি আরো জানিয়েছে, কোচের ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করতে ব্রাজিলে আবার কর্মকর্তাদের পাঠাবে তারা৷

আইএসএল-এ জিকোর আগেও যোগ দিয়েছেন বেশ কয়েকজন বিশ্বনন্দিত সাবেক তারকা৷ ইটালির আলেসান্দ্রো দেল পিয়েরো, ফ্রান্সের দাভিদ ত্রেজেগে এবং রোব্যা (রবার্ট) পিরেস, স্পেনের লুইস গার্সিয়া আর ইংল্যান্ডের ডেভিড জেমসও আছেন সেই তালিকায়৷

এসিবি/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ