1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোটি টাকা বোনাস বনাম!

২০ মার্চ ২০১৭

শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশ৷ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, টুইটারে এই নিয়ে চলছে নানা আলোচনা৷ অনেকে জাতীয় দলকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিলেও সমালোচনাও আছে!

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara

শততম টেস্টে কলম্বোয় জয় পেতে পারেন টাইগাররা, সেই আভাষ ম্যাচের চতুর্থ দিন থেকে পাওয়া যাচ্ছিল৷ শেষদিনে একটু কষ্ট করে হলেও জয়টা মিলেছে৷ ফলে শততম টেস্টে জয়ী অন্য তিনটি দেশের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশের নাম৷ আনন্দের আতিশয্যে জাতীয় দলকে কোটি টাকা বোনায় দেয়ার ঘোষণাও দিয়েছে ক্রিকেট বোর্ড৷

তবে বোনাসের বিষয়টি ঠিক সমর্থন করছেন না ক্রীড়া সাংবাদিক রাজিব হাসান৷ ফেসবুকে তিনি লেখেছেন, ‘‘বাংলাদেশ দলের টেস্ট জয়ে বিসিবির এক কোটি টাকা বোনাস ঘোষণা অদ্ভুত লাগল৷ এই টাকাটা স্কুল ক্রিকেটে দিলেও তো কাজে লাগত৷ এক কোটি টাকা প্রাইজমানির দুই দিনের ম্যাচের স্কুল ক্রিকেট, ভাবতেও তো ভালো লাগছে৷''

তিনি লিখেছেন, ‘‘ফ্ল্যাট-গাড়ি-প্লট-বোনাসের চল আর কতদিন? এইসব সাফল্যকে পুঁজি করার চেষ্টা দেখলে রাগ লাগে৷ এ সব ফাটকাবাজি না করে ফার্স্ট ক্লাস ক্রিকেটটা আরও আকর্ষণীয়, আরও লোভনীয় করেন প্লিজ৷ সেখানে ক্রিকেটারদের ১০-১২ হাজার টাকা বেতন দিতে গেলেও তো টাকায় টান পড়ে৷ যত্তসব!'' 

একইপ্রসঙ্গে ক্রিকেটভক্ত শেখ মিনহাজ হোসেন ফেসবুকে লিখেছেন, ‘‘বিসিবির জাতীয় ক্রিকেট দলকে ১ কোটি টাকা পুরস্কার দেবার ঘটনাকে সমর্থন করি না৷'' তবে এই টাকা সরাসরি সরকারের কোষাগার থেকে আসছে না বলেও জানিয়েছেন তিনি৷

এদিকে, টুইটারে বাংলাদেশ দল নিয়ে রয়েছে অসংখ্য মন্তব্য৷ ইংরেজিতে #এসএলভিবেন হ্যাশট্যাগ ব্যবহার করে অনেকে দুই দলের মধ্যকার খেলার ছবি, ভিডিও পোস্ট করেছেন, করেছেন মন্তব্য৷ শ্রীলঙ্কার বর্তমান এবং সাবেক ক্রিকেটারদের কেউ কেউ টাইগারদের অভিনন্দনও জানিয়েছেন৷ মহেলা জয়বর্ধণে লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটে অনেক উন্নতি করেছে, আর এটাই সত্যি৷

তবে বাংলাদেশের কাছে পরাজয়টা যে শ্রীলঙ্কার বুকে বড় ক্ষত সৃষ্টি করছে তা বোঝা গেল পরিসংখ্যান দেখে৷ ক্রিকেট পরিসংখ্যানবিদ রাজনিশ গুপ্ত লিখেছেন, এই প্রথম নিজেদের মাঠে প্রতি ইনিংসে তিনশ' রানের বেশি করেও হারলো শ্রীলঙ্কা!

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন, কথা বলেছেন একাধিক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে৷ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও জাতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন, টুইটারে৷

উল্লেখ্য, ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর এখন অবধি একশ' টেস্ট খেলেছে টাইগাররা৷ এর মধ্যে শততম টেস্টটিসহ ন'টিতে জয় পেয়েছে তারা৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ