1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জজ মিয়া নাটক চাই না’

সমীর কুমার দে, ঢাকা৯ ফেব্রুয়ারি ২০১৩

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন তাদের বাসভবনের দারোয়ান হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেফতার করেছে র‌্যাব৷ সাগরের মা সালেহা মনির বলেছেন, আমরা কোন জজ মিয়া নাটক দেখতে চাই না৷

ছবি: DW

আর মাত্র একদিন পরই পূর্ণ হচ্ছে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এক বছর৷ থানা পুলিশ ও ডিবির হাত ঘুরে মামলাটি এখন তদন্ত করছে র‌্যাব৷ তদন্ত শুরুর পর থেকেই র‌্যাব নানা আশার কথা শোনালেও কাজের কাজ কিছুই হয়নি৷ এর মধ্যেই মহাখালীতে খুন হওয়া ডা. নিতাইয়ের খুনিদের এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত গত বছরের ১০ই অক্টোবর সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর৷ সেখানে বলা হয় প্রধান সন্দেহভাজন বাসভবনের দারোয়ান হুমায়ুন ওরফে এনামুলকে গ্রেফতারের চেষ্টা করছে র‌্যাব৷ তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷

শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে এনামুলকে গ্রেফতার করেছে র‌্যাবছবি: DW/ Samir Kumar Dey

শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়া থেকে এনামুলকে গ্রেফতার করেছে র‌্যাব৷ অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিন কয়েক আগেই এনামুলকে গ্রেফতারের খবর প্রকাশ হয়েছিল৷ তবে র‌্যাবের বক্তব্য হচ্ছে, শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে এনামুল সিলেটগামী একটি ট্রেনে করে ঢাকা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন৷ তখন তাকে গ্রেফতার করা হয়৷

র‌্যাব মহাপরিচালক মোখলেছুর রহমান বলেন, এখন পর্যন্ত তদন্তে এনামুলকেই প্রধান সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে৷

এখন পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করা হলেও সাগর-রুনির ফ্লাট থেকে উদ্ধার করা আলামতের ডিএনএ-র সঙ্গে এখনও কারও ডিএনএ মেলেনি৷ তারপরও র‌্যাব মহাপরিচালক বলেন, তদন্ত নিয়ে কোন বিভ্রান্তির অবকাশ নেই৷

এদিকে, সাগর-রুনির প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার এক আলোচনা সভার আয়োজন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি৷ সেখানে সিনিয়র সাংবাদিক থেকে শুরু করে সাগর-রুনির পরিবারের সবাই উপস্থিত ছিলেন৷ আলোচনায় অংশ নিয়ে সাগরের মা সালেহা মনির আসল খুনি গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা কোন জজ মিয়া নাটক দেখতে চাই না৷

সাংবাদিক নেতারাও খুনি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন৷ সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, সরকার শুরু থেকেই এই হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করেছে৷ আসল খুনি গ্রেফতার না হলে পরিণতি ভালো হবে না বলেও উল্লেখ করেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ