1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোন গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়না: সাজেদা চৌধুরি

১৩ অক্টোবর ২০১১

বাংলাদেশ জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরি বলেছেন, পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়না৷ বাংলাদেশেও হবেনা৷

parliament building in dhaka, bangladesh
সংসদ ভবনছবি: DW/Harun Ur Rashid Swapan

বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলেনের মাধ্যমেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে৷

আজ ঢাকায় এক অনুষ্ঠানে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন আইনগত ভিত্তি নেই৷ কোন গণতান্ত্রিক দেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হয়না৷ বাংলাদেশেও হবেনা৷ তিনি খালেদা জিয়ার নেতৃত্বে রোড মার্চের সমালোচনা করে বলেন এই রোডমার্চে কোন জনসমর্থন দেখা যায়নি৷ তাদের এই সরকার-বিরোধী আন্দোলন কর্মসূচি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরিছবি: Picture-alliance/dpa

প্রধানমন্ত্রীকে নিয়ে খালেদা জিয়ার বক্তব্যেরও সমালোচনা করেন সংসদ উপনেতা৷

এদিকে ঢাকায় এক মানববন্ধন শেষে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গায়েশ্বর চন্দ্র রায় বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে৷ আর নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে৷ তিনি বলেন খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়ছে তার মাধ্যমেই তত্ত্বাধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে৷ এই আন্দোলনেই সবাই সামিল হবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ