1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোরবানির ঈদ নিয়ে মজার গান

১৩ সেপ্টেম্বর ২০১৬

ঈদ মোবারক! ঈদুল আজহার আনন্দ উদযাপনের ফাঁকে চলুন কোরবানির ঈদ নিয়ে একটি গান শুনে নিই৷ ইউটিউবে গানটি শুনে অনেকেই খুব মজা পাচ্ছেন৷ ঈদের প্রকৃত মহিমার কথা বলায় গানটির প্রশংসাও করছেন৷

বাংলাদেশে কোরবানি ঈদ
ছবি: bdnews24.com

পশু কোরবানি ছাড়া ঈদুল আজহার কথা ভাবাই যায়না৷ তাই গানটির শুরুতেই ‘আয় আয় বুক ফুলিয়ে, দেখা হবে হাটে' বলে সবাইকে পশুর হাটে যাবার আহ্বান জানানো হয়েছে৷ এরপরই পশু ক্রয় থেকে শুরু করে মাংস বিতরণ পর্যন্ত স্বাভাবিক অনেক ঘটনার বর্ণনা রয়েছে৷ এই যেমন ‘ওএমজি' বললে সবাই সারা বছর যা-ই বুঝুন, কোরবানির সময় কেউ গরুর সঙ্গে সেলফি তুলে, ‘ওএমজি' লিখলে বুঝতে হবে, ‘ওহ মাই গরু৷'

কোরবানির পশু কিনে ফেরার পথে অসংখ্যবার একটা প্রশ্নের উত্তর দিতে হয়, ‘‘ভাই, দাম কত?'' বেশি দামি গরু বা খাসি কেনা অনেকের কাছে ‘স্ট্যাটাস সিম্বল' বলে এ প্রশ্নের উত্তরে কেউ কেউ দামটা একটু বাড়িয়ে বলেন৷ গরু নিয়ে বিপত্তিরও যেন শেষ নেই৷ মাঝে মাঝে গরু দড়ি ছিড়ে ছুটতে শুরু করলে চারিদিকে শুরু হয় শত লোকের ছুটোছুটি৷ পশুর দাম বাড়িয়ে বলা আর গরুর দড়ি ছিড়ে ছোটার বিষয় দুটো তুলে ধরতে নাম না জানা শিল্পী সুরে সুরে বলছেন, ‘‘ও গরু, আইলো গরু, সাইডে চাপেন আপা/ অই কত দাম, মাইরেন না ভাই চাপা৷''

তবে মজার হলেও গানটি কিন্তু শেষ হয়েছে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে৷ পশু কোরবানির পর ধর্মের বিধান মেনে অনেকেই কিন্তু মাংস যথাযথভাবে বিতরণ করেন না৷ গরিবদের কম দিয়ে নিজেদের জন্যই রেখে দেন বেশিরভাগ মাংস৷ তাদের উদ্দেশে তাই শেষ কথা, ‘‘আরে ব্যাটা, ভোগে না রে, কোরবানিটা ত্যাগে৷''

কোরবানির আসল মহিমা তো ত্যাগেই, তাই না!

এসিবি/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ