1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কম্পিউটার গেমের মেলা

১৫ আগস্ট ২০১২

জার্মানির কোলন শহরে বুধবার থেকে শুরু হয়েছে বিশ্বের মধ্যে কম্পিউটার গেমের সবচেয়ে বড় মেলা ‘গেমসকম’৷ বিশ্বের বিভিন্ন দেশের নামজাদা গেম নির্মাতা এবং গেমাররা অংশ নিচ্ছে এই বাণিজ্য মেলায়৷

ছবি: picture-alliance/dpa

সত্তরের দশকে প্রকাশিত ‘পিং' নামক গেমটি হয়ত এই প্রজন্মের অনেকেই খেলেননি৷ কিন্তু ‘প্যাক-ম্যান'? আশির দশকের এই ক্লাসিক গেমটি এখনো অনেকের মুঠোফোনে ঘুরে বেড়ায়৷ কম্পিউটারের পর্দায় অবশ্য এই গেমটি এখন আর তেমন একটা দেখা যায় না৷ কেননা, এখনকার কম্পিউটার গেমাররা আর শুধু গুটিকয়েক বাটন টিপে যান্ত্রিক চরিত্রগুলোকে পরিচালনার মধ্যে আটকে নেই৷ এখনকার গেমগুলো বরং অনেক বেশি জীবন্ত৷ বলতে গেলে, বাস্তবতার ছোঁয়া এখন পুরোটাই পাওয়া যায় কম্পিউটার গেমে৷ ফিফা'র সর্বশেষ সিরিজের গেমগুলো দেখলে কোনটা যে আসল আর কোনটা কম্পিউটার শিল্পীর হাতে গড়া - তা বোঝা কঠিন হয়ে পড়ে৷

কম্পিউটার গেমের বাজার দ্রুত পরিবর্তনশীল৷ সত্তরের দেশকের ‘পিং' আর বর্তমানের ‘এনএফএস'-এর মধ্যকার ফারাক আকাশ-পাতাল৷ গেম বাজারের সর্বশেষ হালহকিকতের জানান দিতে জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত হয় ‘গেমসকম'৷ ২০০৯ সাল থেকে শুরু হওয়া বাৎসরিক এই আয়োজনে গত বছর প্রায় তিন লাখ দর্শনার্থী হাজির ছিলেন৷ বিশ্বের বড় বড় গেম নির্মাতাদের অনেকেই এই মেলায় তাঁদের সর্বশেষ পণ্য প্রদর্শন করেন৷

গত বছর প্রায় তিন লাখ দর্শনার্থী হাজির ছিলেন এই মেলায়ছবি: dapd

গেমসকম'এর আয়োজক টিম আন্দ্রেস এই বিষয়ে বলেন, ‘‘এটা অত্যন্ত উদ্বাবনী শিল্প৷ প্রতিনিয়তই নিত্য নতুন উন্নয়ন হচ্ছে এই শিল্পে৷ বিশ্বের গেম বাজারের বৃদ্ধি অত্যন্ত দ্রুত গতিতে হচ্ছে এবং একইসঙ্গে এটি দ্রুত পরিবর্তনশীল একটি বাজার৷ অল্পবয়স্ক থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত -- সবারই এই শিল্পের প্রতি আগ্রহ রয়েছে৷ এবং তারাই গেম শিল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷''

কোলন'এর গেমসকম'এর ভেন্যুটি বিশাল বড়৷ সহজ কথায় বলতে গেলে, ১৪টি ফুটবল মাঠ এক করলে এত বড় জায়গা তৈরি হতে পারে৷ এই ভেন্যুর প্রতিই এখন নজর সবার৷ গেমসকম'এর সংবাদ সংগ্রহ করতে হাজির হয়েছেন বিভিন্ন দেশের প্রায় হাজার পাঁচেক সাংবাদিক৷ আর অগুনতি গেমারের উপস্থিতি তো রয়েছেই৷ গেমসকম চলবে আগামী রবিবার পর্যন্ত৷

উল্লেখ্য, জার্মানিতে প্রতি তিনজনের একজন নিয়মিত কম্পিউটার গেম চর্চা করেন৷ বিশ্বের অন্যান্য দেশের মতো এখানেও কম্পিউটার গেমের নতুন নতুন ভক্ত তৈরি হচ্ছে৷ অবশ্য কনসোল বা পিসি গেমের চাহিদা জার্মানিতে এখন পড়তির দিকে৷ গেমাররা এখন ইন্টারনেট এবং মুঠোফোনেই বেশি গেম খেলছেন৷ গেম নির্মাতারাও তাই মুঠোফোনের উপযোগী গেম তৈরির দিকে বেশি নজর দিচ্ছেন৷

প্রতিবেদন: নিকোলাস মার্টিন, আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ