1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোলনে বিদেশিদের ওপর হামলা

১১ জানুয়ারি ২০১৬

বছরের শেষ রজনী ও নতুন বছরের আগম উদযাপনের সময় নারীদের ব্যাপক যৌন নিপীড়ন, ছিনতাই ও ধর্ষণের ঘটনার রেশ এখনো কাটেনি৷ বরং সেই শহরেই বিদেশিদের ওপর হামলার ঘটনা ঘটেছে৷ কোলনের পুলিশই জানিয়েছে এ খবর৷

Köln Pegida rechte Demonstranten
ছবি: Reuters/W.Rattay

‘থার্টি ফার্স্ট নাইট' উদযাপনের সময় কোলন কেন্দ্রীয় রেল স্টেশনের কাছে যে ব্যাপক যৌন নিপীড়ন এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছিল, যা নিয়ে এখনো উত্তপ্ত জার্মানি৷ ইতিমধ্যে কোলন পুলিশের প্রধান দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন৷ তবে তাতে পরিস্থিতির এখনো কোনো উন্নতি হয়নি৷ সপ্তাহান্তে অভিবাসনবিরোধী মিছিল হয়েছে৷ এমন মিছিল অবশ্য আগেও হয়েছে জার্মানিতে৷ তবে এবারের বিক্ষোভ মিছিলটি কোলনের ঘটনার পরেই হলো বলে সেদিকে সতর্ক নজর রাখে পুলিশ৷

রবিবার কোলন শহরে ২০ জন বিদেশির ওপর হামলা হয়৷ হামলার শিকার ২০ জনের মধ্যে ৬ জন পাকিস্তানের নাগরিক বলে জানিয়েছে পুলিশ৷ দু'জনকে হাসপাতালে নিতে হয়েছে৷ বাকিদের তেমন কোনো আঘাত লাগেনি৷ রবিবার সন্ধ্যায় কোলন কেন্দ্রীয় রেল স্টেশনের সামনেই হামলার এ ঘটনা ঘটে৷

আরেক হামলার ঘটনায় আহত হয়েছেন ৩৯ বছর বয়সি এক সিরীয়৷ পাঁচ তরুণ তাঁর ওপর চড়াও হয়৷ সিরিয়া থেকে আগত অভিবাসন প্রত্যাশীর ওপর হামলার ঘটনাটিরও তদন্ত শুরু করেছে পুলিশ৷

এদিকে ৩১শে ডিসেম্বর রাতের রোমহর্ষক হামলার শিকারদের মধ্যে আরো অনেকেই এখন পুলিশের কাছে অভিযোগ দায়ের করছেন৷ প্রথমে ৯০ জন অভিয়োগ দায়ের করলেও, সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার পর ধীরে ধীরে অভিযোগের সংখ্যা বাড়তে বাড়তে এখন পাঁচশ ছাড়িয়েছে৷

এ পর্যন্ত ৫১৬টি অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ৷ ৫১৬ জনের মধ্যে কেউ কেউ ব্যাপক যৌন নিপীড়নের শিকার হয়েছেন, কারো কারো কাছ থেকে টাকা-পয়সা, মোবাইলফোন ছিনিয়ে নেয়া হয়েছে৷ এছাড়া একটি ধর্ষণের অভিযোগও পেয়েছে পুলিশ৷

এসিবি/ডিজি (এএফপি, রয়টার্স, ডিপিএ)

বন্ধুরা, কোলনে যৌন নিপীড়নের ঘটনার পর ঘটলো বিদেশিদের ওপর হামলা৷ আপনার কি মনে হয়? এমন পরিস্থিতি কি সামাল দিতে পারবে জার্মানি?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ