1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কৌশল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ মে ২০১৩

বাংলাদেশে সংলাপের আগে প্রয়োজন আগামী নির্বাচন পদ্ধতির ফর্মুলা৷ সেই ফর্মূলা নিয়ে কাজ হচ্ছে বলে মনে করেন রাজনীতির বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তাঁর মতে, সরকার ও বিরোধী দল উভয়ই তাদের পরবর্তী কৌশল নির্ধারণ করছে৷

http://bangladeshnationalistparty-bnp.org/ http://www.albd.org/ http://ldp-bangladesh.org/

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপই একমাত্র পথ৷ তবে তিনি মনে করেন, দুই প্রধান রাজনৈতিক দল পরস্পরের অবস্থান বুঝে উঠতে পারছেনা৷ সে কারণেই সংলাপ প্রক্রিয়ায় ধীর গতি৷ তাঁর মতে, এই সমস্যা অভ্যন্তরীণভাবেই সমাধান হবে৷ এর জন্য বাইরের কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই৷

রাজনীতির বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদও মনে করেন, সংলাপ হবে নিজেদের তাগিদেই৷ তবে তা এত দ্রুত নয়৷ তার আগে প্রয়োজন ফর্মুলা৷ আগামী নির্বাচনকালীন সরকার নিয়ে প্রকাশ্য দাবি যাই থাকুক না কেন, দুই দলেরই ভেতরের চিন্তা ভিন্ন বলে মনে করেন তিনি৷ তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর বলছেনা যে প্রধানমন্ত্রীই অন্তবর্তী সরকারের প্রধান হবেন৷ আর বিএনপি বাজেট অধিবেশনে যোগ দিচ্ছে৷ সেখানে তারা কী অবস্থান নেয়, তা দেখার বিষয়৷ তিনি মনে করেন, সেখানেও তারা নতুন কোন ফর্মুলার কথা বলতে পারে৷ আর ফর্মূলা হয়ে গেলে সংলাপে ফল দেবে৷ অন্যথায় নয়৷

অধ্যাপক ইমতিয়াজ আরও বলেন, কৌশলগত কারণেই আওয়ামী লীগ এখন সময় নিচ্ছে৷ আগেই একটি সমাধানে এলে বিএনপি নির্বাচনী কাজে নেমে যাবে৷ তাই নানা ধরণের নিষেধাজ্ঞা এবং অনেকটা পুলিশ অ্যাকশনের মাধ্যমে তাদের কোণঠাসা করে রাখতে চাচ্ছে৷ তারা দেখতে চাচ্ছে, বিএনপি তাদের ওপর কতটা চাপ প্রয়োগের ক্ষমতা রাখে৷ বিএনপি এর প্রতিবাদ করছেনা কেন? জানতে চাইলে ইমতিয়াজ বলেন, বিএনপি ইতোমধ্যেই কৌশলে কিছু ভুল করেছে৷ তাই আর ভুল করতে চায়না৷ তিনি মনে করেন, বিএনপি এবার সময় নিয়ে পুরো প্রস্তুত হয়ে নামবে৷ সরকার যদি শেষ সময়ে সমঝোতায় আসে, তাহলে তারা একধরণের সুবিধা পাবে৷ বলতে পারবে, তাদের আন্দোলনের কাছে সরকার নতি স্বীকার করেছে৷

তবে তিনি মনে করেন, সামনে হয়তো জামায়াত নেতা গোলাম আজমের বিরুদ্ধে মামলার রায় দেবে ট্রাইবুন্যাল৷ তিনি হলেন জামায়াতের চিন্তাগুরু৷ এই রায়ের প্রতিক্রিয়া জামায়াত কীভাবে দেখাবে, তা পর্যবেক্ষণ করতে চায় বিএনপি৷ তাই সভা সমাবেশে বাধা নিষেধের পরও তারা তেমন কঠিন প্রতিক্রিয়া দেখাচ্ছেনা৷ আর সরকারও হয়তো জামায়াতের প্রতিক্রিয়া সামলাতে সব ধরণের প্রস্তুতি নিচ্ছে৷ তাই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিক নয়, আমলার ভাষায় কথা বলছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ