1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচন কৌশল

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ মে ২০১৩

বাংলাদেশে সংলাপের আগে প্রয়োজন আগামী নির্বাচন পদ্ধতির ফর্মুলা৷ সেই ফর্মূলা নিয়ে কাজ হচ্ছে বলে মনে করেন রাজনীতির বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ৷ তাঁর মতে, সরকার ও বিরোধী দল উভয়ই তাদের পরবর্তী কৌশল নির্ধারণ করছে৷

http://bangladeshnationalistparty-bnp.org/ http://www.albd.org/ http://ldp-bangladesh.org/

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, রাজনৈতিক সমস্যা সমাধানে সংলাপই একমাত্র পথ৷ তবে তিনি মনে করেন, দুই প্রধান রাজনৈতিক দল পরস্পরের অবস্থান বুঝে উঠতে পারছেনা৷ সে কারণেই সংলাপ প্রক্রিয়ায় ধীর গতি৷ তাঁর মতে, এই সমস্যা অভ্যন্তরীণভাবেই সমাধান হবে৷ এর জন্য বাইরের কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই৷

রাজনীতির বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদও মনে করেন, সংলাপ হবে নিজেদের তাগিদেই৷ তবে তা এত দ্রুত নয়৷ তার আগে প্রয়োজন ফর্মুলা৷ আগামী নির্বাচনকালীন সরকার নিয়ে প্রকাশ্য দাবি যাই থাকুক না কেন, দুই দলেরই ভেতরের চিন্তা ভিন্ন বলে মনে করেন তিনি৷ তিনি বলেন, আওয়ামী লীগ এখন আর বলছেনা যে প্রধানমন্ত্রীই অন্তবর্তী সরকারের প্রধান হবেন৷ আর বিএনপি বাজেট অধিবেশনে যোগ দিচ্ছে৷ সেখানে তারা কী অবস্থান নেয়, তা দেখার বিষয়৷ তিনি মনে করেন, সেখানেও তারা নতুন কোন ফর্মুলার কথা বলতে পারে৷ আর ফর্মূলা হয়ে গেলে সংলাপে ফল দেবে৷ অন্যথায় নয়৷

অধ্যাপক ইমতিয়াজ আরও বলেন, কৌশলগত কারণেই আওয়ামী লীগ এখন সময় নিচ্ছে৷ আগেই একটি সমাধানে এলে বিএনপি নির্বাচনী কাজে নেমে যাবে৷ তাই নানা ধরণের নিষেধাজ্ঞা এবং অনেকটা পুলিশ অ্যাকশনের মাধ্যমে তাদের কোণঠাসা করে রাখতে চাচ্ছে৷ তারা দেখতে চাচ্ছে, বিএনপি তাদের ওপর কতটা চাপ প্রয়োগের ক্ষমতা রাখে৷ বিএনপি এর প্রতিবাদ করছেনা কেন? জানতে চাইলে ইমতিয়াজ বলেন, বিএনপি ইতোমধ্যেই কৌশলে কিছু ভুল করেছে৷ তাই আর ভুল করতে চায়না৷ তিনি মনে করেন, বিএনপি এবার সময় নিয়ে পুরো প্রস্তুত হয়ে নামবে৷ সরকার যদি শেষ সময়ে সমঝোতায় আসে, তাহলে তারা একধরণের সুবিধা পাবে৷ বলতে পারবে, তাদের আন্দোলনের কাছে সরকার নতি স্বীকার করেছে৷

তবে তিনি মনে করেন, সামনে হয়তো জামায়াত নেতা গোলাম আজমের বিরুদ্ধে মামলার রায় দেবে ট্রাইবুন্যাল৷ তিনি হলেন জামায়াতের চিন্তাগুরু৷ এই রায়ের প্রতিক্রিয়া জামায়াত কীভাবে দেখাবে, তা পর্যবেক্ষণ করতে চায় বিএনপি৷ তাই সভা সমাবেশে বাধা নিষেধের পরও তারা তেমন কঠিন প্রতিক্রিয়া দেখাচ্ছেনা৷ আর সরকারও হয়তো জামায়াতের প্রতিক্রিয়া সামলাতে সব ধরণের প্রস্তুতি নিচ্ছে৷ তাই স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিক নয়, আমলার ভাষায় কথা বলছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ