1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে উপাচার্য কে দলীয় নেতা?

১৮ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ হয় রাজনৈতিকভাবে৷ আর গত ১০ বছরেরও বেশি সময় ধরে যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় তাই ভিসিরাও আওয়ামী লীগের৷

ছবি: bdnews24.com/S. Hossain

তারা অনেক সময় আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগার৷আর এই ভিসিদের একাংশ নানা বিতর্কিত কাজ করেও টিকে যান দলীয় আশীর্বাদের কারণে৷

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম এই সময়ে ছাত্রলীগের চাঁদাবাজি নিয়ে আলোচিত৷ হাজার কোটি টাকার উন্নয়ন কাজে তিনি নাকি কোটি টাকা ঈদ বখশিশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের৷ আর কেন্দ্রীয় দুই নেতা শোভন-রাব্বানী ওই চাঁদার ‘ফেয়ার শেয়ার' আনতে গিয়ে ফেঁসে গেছেন৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অভিযোগে তাদের ছাত্রলীগ থেকে বহিস্কার করেছেন৷ এখন দাবী উঠছে ফারজানা ইসলামের বিরুদ্ধে তদন্তের৷ অভিযোগ তিনি চাঁদা দেয়া ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজের ঠিকাদারির কাজ দিয়েছেন তার স্বামী, ছেলে এবং স্বজনদের৷

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন এখন আলোচানায় তার মুখের ভাষা নিয়ে৷ বিশ্ববিদ্যালয়ের কাজ কী? এক নারী শিক্ষার্থী ফেসবুকে এই প্রশ্ন করায় ভিসি তাকে কাজ শিখিয়ে দিয়েছেন৷ বাপ তুলে গালাগাল করেই ক্ষান্ত হননি  ওই শিক্ষার্থীকে সাময়িক বহিস্কারও করেছেন৷ তিনি কোনো সমালোচনাই সহ্য করতে পারেন না৷ এরইমধ্যে আরো ২৭ জন শিক্ষার্থীকে বহিস্কারের নোটিশ দিয়েছেন৷ আর তার কথায়,‘‘আমি বিশ্ববিদ্যালয়টি বানিয়েছি তাই তোমরা পড়তে পারছ, নয়তো রাস্তায় রাস্তায় ঘুরতে হত৷''

ড. সিরজুল ইসলাম চৌধুরী

This browser does not support the audio element.

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নানা কারণেই এখন আলোচিত- সমালোচিত৷ তার বিরুদ্ধে বড় অভিযোগ, তিনি ক্যাম্পসে ছাত্রলীগের সব ‘অপকর্মের' আশ্রয় প্রশ্রয় দেন৷ সাধারণ শিক্ষার্থীদের ওপর গত এক বছরে ছাত্রলীগ যত হামলা চালিয়েছে সবই তিনি তদন্তের নামে ধামাচাপা দিয়েছেন৷ ছাত্রলীগ নেতারা ডাকসু নির্বাচনের জন্য অবৈধভাবে ভর্তি হলেও তিনি এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না৷ আর ডাকসু নির্বাচনে ‘ ইঞ্জিনিয়ারিং'-এর অভিযোগও আছে তার বিরুদ্ধে৷

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কালিমুল্লাহ অফিস করেন ঢাকায়৷ এমনকি ঢাকায় বসে টেলিফোনে মৌখিক পরীক্ষা নেয়ারও আভিযোগ আছে তার বিরুদ্ধে৷ অভিযোগ আছে নিজের লোকজনকে নিয়োগ দেয়ার৷ তারপরও তিনি টিকে আছেন৷

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি কাকে নিয়োগ দেয়া হবে সেই সিদ্ধান্ত নিতে পারছেনা সরকার৷ কারণ ওই পদ নিয়ে ব্যাপক দৌড়ঝাপ চলছে প্রার্থীদের মধ্যে৷ তারা সবাই এখন আওয়মী লীগ৷ তাই পরিস্থিতি সামাল দিতে আপাতত উপ-উপাচর্য ড. শিরিন আখতারকে ভারপ্রাপ্ত উপাচার্য করে চালানো হচ্ছে৷ আগের ভিসি অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী গত ডিসেম্বরে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ১৪২ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন৷ তিনি তার অনুসারী শিক্ষক-কর্মকর্তাদের আত্মীয়স্বজনের পাশাপাশি ছাত্রলীগের সাবেক নেতা, এমনকি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ছাত্র এবং মামলার আসামিকেও নিয়োগ দিয়েছেন৷ গত মার্চ-এপ্রিলেও তিনি একইভাবে ২৩ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেন৷

এদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি  অধ্যাপক এস এম ইমামুল হক ছাত্রদের কটুক্তি করে আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় ছাড়তে বাধ্য হন গত বছর৷ আর একইভাবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম অহিদুজ্জামান নানা অনিয়মের অভিযোগ ও আন্দোলনের মুখে গত জুনে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন৷

সাইদুর রহমান খান

This browser does not support the audio element.

আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এম আব্দুস সোবহান তার মেয়ে এবং জামাতাকে শিক্ষক নিয়োগ দিতে নিয়োগ বিধিই পরিবর্তন করে ফেলেছেন৷ শিক্ষাগত যোগ্যতা শিথিল করে ফেলেছেন ৷

এরকম আরো কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসিদের কাজকারবার নিয়ে সংকট চলছে৷ আবার বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ করে সংকট কাটানোর চেষ্টা চলছে৷ এই ভিসিদের মধ্যে ছাত্রলীগ ও যুবলীগের সাবেক নেতারাও রয়েছেন৷ আর সবাই কোনো না কোনো ভাবে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত৷

শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমিরেটাস অধ্যাপক ড. সিরজুল ইসলাম চৌধুরী বলেন,‘‘ভিসি নিয়োগে আসলে কোনো নিয়ম নীতি মানা হয়না৷ যোগ্যতা নয়, রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়া হয়৷ ফলে যারা ভিসি হচ্ছেন তাদের ভিসি হওয়ার যোগ্যতা নেই৷ আর রাজনৈতিভাবে নিয়োগ পাওয়ায় তারা নিজেদের ক্ষমতাবান মনে করেন৷ তারা ক্ষমতার অপব্যবহার করেন৷ অনৈতিক কাজে জড়িয়ে পড়েন৷ অর্থলিপ্সার কারণে তারা ভিসির  পদের অপব্যবহার করেন৷ তারা এখন শিক্ষার চেয়ে ব্যবসা বাণিজ্য ভালো বোঝেন৷ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনাতো আমাদের জন্য অনেক বড় লজ্জার৷''

আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান খান বলেন,‘‘উপাচার্যদের কাজ হলো বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মানা এবং সবাইকে মানানো৷ তাদের কাছ থেকে সর্বোচ্চ নৈতিক মান আশা করেন সবাই৷ এখন সেটা যদি তারা না করেন তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ স্বাভাবিকভাবে খারাপ হবে৷ যাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ উঠছে, তা কেন উঠছে দেখা প্রয়োজন৷ নয়তো পরিস্থিতি আরো খারাপ হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ