1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইউরো ২০১২

৬ জুন ২০১২

এগিয়ে আসছে ইউরো কাপ৷ সবার দৃষ্টি এখন সেদিকে৷ কে জিতবে? কে নেবে কাপ? গত মাসের চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি নিয়ে গেছে চেলসি৷ গত ইউরো কাপ পেয়েছে স্পেন, বিশ্বকাপও নিয়েছে স্পেন৷ জার্মানির ভাগ্যে কি কাপ জুটবে?

ছবি: picture-alliance/dpa

ইউরো কাপে বিভিন্ন দেশের প্রস্তুতি সম্পর্কে ক্রীড়া সাংবাদিক অরুণাভ চৌধুরী বললেন,‘‘শুক্রবার থেকে যে টুর্নামেন্ট শুরু হচ্ছে, সেই দিন থেকে তারা একটা পারফেক্ট পারফরমেন্স দেখাতে পারে৷ কারণ গত দুই তিন সপ্তাহ ধরেই ১৬টি দেশ নিজেদের সেভাবে তৈরি করেছে, অন্ততপক্ষে চেষ্টা করেছে৷ অনেক দলের ইনজুরি প্রবলেম রয়েছে, অর্থাৎ অনেক খেলোয়াড় আহত বা খেলতে গিয়ে ব্যথা পেয়েছেন এবং মাঠে ফিরতে পারেনি৷ এছাড়া অন্য দলের খেলোয়াড়রা দেরি করে দলে এসেছে, প্র্যাকটিসে নেমেছে৷ সেদিক থেকে দেখলে বলতে হবে যে অনেক দল এখনো সেভাবে সেট হয়নি৷ তবে শুক্রবার দেখা যাবে কে কী রকম প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে৷''

জার্মানির প্রস্তুতি কেমন? এ প্রশ্নের উত্তরে অরুণাভ জানান,‘‘কোচ ইওয়াখিম ল্যোভ বলেছেন, যে তিনি দলের পারফমেন্সে খুব একটা খুশি নন৷ প্রায় চার সপ্তাহ ধরে যে প্রস্তুতি জার্মান দল নিয়েছে, তাতে তিনি সন্তুষ্ট নন৷ কারণ বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলেছে দেখে সেই খেলোয়াড়রা দেরি করে এসেছেন প্র্যাকটিসে৷ রেয়াল মাদ্রিদের খেলোয়াড় ও্যজিল এবং কেদিরাও দেরি করে এসেছেন৷ এই দুই খেলোয়াড়ই ইনজুরি সমস্যায় ভুগছিলেন৷ এছাড়া ইনজুরিতে ভুগছিলেন মিরোস্লাভ ক্লোজে৷ অনেকদিন তারা ক্লাবে খেলেননি৷ তবে শনিবারে জার্মানির প্রথম খেলা৷ যেহেতু সেদিন জার্মানিকে খেলতেই হবে, তাই বলতে হচ্ছে – জার্মানি নিশ্চয়ই প্রস্তুত৷''

সাক্ষাৎকার: মারিনা জোয়ারদার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ