1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কে নেতা কে আমলা বোঝা দায়

২৭ আগস্ট ২০২১

আমি তখন একটি টেলিভিশন চ্যানেলে কাজ করি৷ নিউজ ম্যানেজমেন্টের পুরো দায়িত্বই বলতে গেলে আমার ওপর৷ নিয়োগ প্রক্রিয়াও আমার হাতে৷

ছবি: bdnews24.com

একদিন আমাকে আমাদের চেয়ারম্যান মহোদয় (চ্যানেলের মালিক) ডাকলেন৷ গিয়ে দেখি তার টেবিলের সামনে একটি ছেলে দাঁড়িয়ে৷ ৩৫ থেকে ৩৮ বছর বয়স হবে৷ আমাকে চেয়ারম্যান সাহেব বললেন, ‘‘ওকে নিয়ে নিউজ রুমের কাজে লাগিয়ে দাও৷'' কী কাজে দেবো জানতে চাইলে তিনি বলেন, ‘‘সাংবাদিক বানিয়ে দাও৷'' তাকে নিউজ রুমে নিয়ে এলাম৷ তারপরে জানতে চাইলাম কোথায় পড়াশুনা করেছেন, আগে কী করেছেন৷ পড়াশোনার খবর আপনাদের নাইবা দিলাম৷ তার আগের কাজের সম্পর্কে বলি৷ তিনি সৌদি আরবে একটি নির্মাণ প্রতিষ্ঠানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন৷ চুক্তি শেষ হওয়ায় দেশে ফিরে এসেছেন৷ চেয়ারম্যান সাহেবের দূর সম্পর্কের আত্মীয় হন৷ এখন কী উপায়! অবশেষে এক বুদ্ধি বের করলাম৷ চেয়ারম্যান সাহেবকে গিয়ে বললাম, প্রশিক্ষণের প্রথম ধাপে তাকে ক্যামেরা স্টোরের কাজে লাগিয়ে দিই৷ সব কিছু দেখবে৷ ক্যামেরা পার্সন, সাংবাদিকদের সাথে পরিচয় হবে, ধীরে ধীরে সাংবাদিকতা বুঝবে৷ চেয়ারম্যান সাহেব রাজি হয়ে গেলেন৷ আমিও বেঁচে গেলাম৷

এরকম আরো অনেক অভিজ্ঞতা আছে আমার৷ একবার তো এক পত্রিকার মালিক পোশাক কারখানার সুপারভাইজারকে সাংবাদিক বানাতে বলেছিলেন৷ কারণ, ওই কারখানায় তাকে রাখা যাচ্ছে না৷ ঝামেলা হচ্ছে৷ আমি সাহস করে বলেছিলাম তাকে বরং ওই কারখানার এমডি বানিয়ে দেন৷ তাহলে কেউ আর তার সাথে ঝামেলা করবে না৷

এই চিত্র এখন বাংলাদেশের সব পেশাতেই কমবেশি পওয়া যাবে৷ যেমন ধরুন, প্রশাসনে ডেপুটেশন বলতে একটা কথা আছে৷ আর তার কল্যাণে দেখা যায় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যারা থাকেন, তাদের সেই বিষয়ে তেমন জ্ঞান নেই৷ ফায়ার সার্ভিসের ডিজি থেকে শুরু করে বিটিভির মহাপরিচালক তদের কারুরই ওই বিষয়ে আগের কোনো অভিজ্ঞতা নেই৷ কিন্তু তারপরও তারা ওইসব বিভাগের প্রধান৷ তারাই সর্বোচ্চ ব্যক্তি৷

এগুলো তো মামুলি উদাহরণ৷ আরো বড় উদহরণ আছে৷ শিক্ষামন্ত্রী শিক্ষাবিদ নন, স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসক নন, ধর্মমন্ত্রী সব ধর্ম সম্পর্কে ভালো জানেন এমন তথ্য নেই৷ আর মৎস্যমন্ত্রী হলেন আইনে বিশেষজ্ঞ৷ কিন্তু এখন সবচেয়ে আলোচিত হলো রাজনীতিবিদরা রাজনীতি করেন না৷ আমলারা রাজনীতিতে বেজায় উৎসাহী৷ ব্যবসায়ীরা রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন৷

হারুন উর রশীদ স্বপন, ডয়চে ভেলেছবি: DW

শুধু আমলা বা ব্যবসায়ী কেন? শিক্ষক, সাংবাদিক, সমাজ সেবক সবাই রাজনীতিবিদ৷ রিজেন্ট সাহেদ থেকে শুরু করে হেলেনা জাহাঙ্গীর কাউকেই রাজনীতি থেকে দূরে রাখা যায়নি৷ তাদের কেউ কেউ আবার শখের রাজনৈতিক নেতা৷
আমলারা সরকারি চাকরিতে থাকতেই রাজনীতি শুরু করেন৷ এলাকায় যান৷ সভা-সমিতিতে বক্তৃতা করেন৷ ক্লাব , মসজিদ তৈরি করেন আর অবসরের পর নেমে যান রাজনীতিতে৷ তাদের কাছে রাজনীতি হলো অবসরে নতুনভাবে ক্ষমতায় থাকা৷

জাতীয় সংসদেও এখন রাজনীতিবিদরা কোণঠাসা৷ সুশাসনের জন্য নাগরিক (সুজন-এর দেয়া তথ্য মতে বর্তমান জাতীয় সংসদের ১৮২ জন এমপিই হলেন ব্যবসায়ী, যা মোট সংসদ সদস্যের শতকরা ৬১.৪ ভাগ৷ আইনজীবী শতকরা ১৩ ভাগ, চিকিৎসক, শিক্ষক ও অন্যান্য পেশাজীবী আট ভাগ, কৃষিতে জড়িত চার ভাগ এবং অন্যান্য পেশায় জড়িত সাত ভাগ৷ রাজনীতিই পেশা এমন সংসদ সদস্য আছেন শতকরা মাত্র চার ভাগ৷

এই পরিসংখ্যানে স্পষ্ট যে, রাজনীতিবিদরা শুধু কোণঠাসা নয়, বিলুপ্ত প্রায়৷ আর সংসদে যারা ব্যবসায়ী আছেন, তাদের মধ্যে মাছ, মুরগির খামারিও আছেন৷ বাণিজ্যমন্ত্রী দেশের বড় ব্যবসায়ী৷ খাদ্যমন্ত্রীর নিজের চালের ব্যবসা আছে৷ তাহলে দেশের মানুষের ব্যবসা কে দেখবে?

আরেকটি কথা বলি রাজনীতির বাইরে৷ তা হলো দুদক৷ দুদকের চেয়ারম্যানসহ কমিশনাররা সবাই সাবেক আমলা৷ এটা আমলাতন্ত্রের একটি এক্সটেনশনে পরিণত হয়েছে৷  আমার মনে হয় সে কারণেই আমলাদের দুর্নীতি হয়তো তারা বুঝতে পারছেন না৷ দেখতে পান না৷

দেখা যাচ্ছে যার সেখানে থাকার কথা, সে সেখানে নেই৷ এটা এখন বুদ্ধিজীবীদের ক্ষেত্রেও প্রযোজ্য৷ তারা মানুষের কল্যাণে মুক্ত চিন্তা না করে যার যার দলের চিন্তা করেন৷ দলীয় উন্নয়ন ও চিন্তায় ব্যাপক ভূমিকা রাখেন৷ এখন কেউই আর সাধারণের জন্য নন৷ শিক্ষক দলীয় নেতা-কর্মীদের কল্যাণে নিবেদিত৷ সাংবাদিক নিবেদিত নিজের উন্নয়নে৷ ফলে এখন তারা বিভিন্ন সরকারি কমিটির সদস্য, যেখানে থাকার কথা ছিল ওই বিষয়ে বিষেজ্ঞদের৷

সমস্যা নেই! এখন আমরা সবাই সব বিষয়ে বিশেষজ্ঞ৷ টেলিভিশনের টকশো দেখলে বিষয়টি আরো স্পষ্ট হবে৷ চিকিৎসক বলছেন রাজনীতি নিয়ে, রাজনীতিবিদ বলছেন সাংবাদিকতা নিয়ে, পোশাক ব্যবসায়ী বলছেন রকেট সায়েন্স নিয়ে৷ ভালো তো! ভালো না! এমন বিশেষজ্ঞের দেশ আপনি আর কোথাও খুঁজে পাবেন?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ