1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এশিয়া কাপ

২৩ মার্চ ২০১২

বাজার-ঘাট ফাঁকা৷ বিকেলের আগেই অফিস ছেড়ে ঘরে টিভির সামনে বেসে গেছেন সবাই৷ শ্বাস রুদ্ধকর প্রতিটি মুহূর্ত৷ পলকও ফেলছে না কেউ৷ সবার বুকে ধুকপুক- ‘কি জানি কী হয়’!

ছবি: Reuters

বলছি এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের কথা৷ মাঠে বা মাঠের বাইরে টিভি পর্দায় চোখ রাখা কোটি কোটি মানুষ গত কাল এভাবেই কাটিয়েছেন খেলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত৷ কিন্তু শেষ বলে যখন চার-ছক্কা কিছুই হলোনা, যখন মাত্র দু'টো রানের জন্য হেরে গেলো বাংলাদেশ – তখন যেন দেশ জুড়ে হিম বয়ে গেলো৷

কিছুটা সময়ের জন্য সবাই যেন বেদনায় বাক্ ভুলে গেলো৷ ছোট্ট শিশু থেকে প্রৌঢ় বা বুড়ো, খেলা পাগল থেকে খেলা বিমুখ সবারই যেন আশার বাতিটা নিভে গেলো ঝপ করে!

লড়েই হেরেছে বাংলাদেশ৷ তবু যেন এই পরাজয় মেনে নিতে পারছিলো না মন৷ আর পরাজয়ের এ দুঃখ সইতে না পেরেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন পঞ্চগড়ের ক্রিকেট-প্রেমী আজিজুল ইসলাম৷

ম্যান অব দ্য সিরিজ হয়েছেন সাকিবছবি: AP

খেলায় হেরে ক্রিকেটের সোনার ছেলেরা আবেগে চোখ ভিজিয়েছে মাঠে৷ মাঠের বাইরে ভক্তের দল ভিজিয়েছে অগণন চোখ৷ সাকিব-মুশফিকের অশ্রু দু'হাতে রূপকথার গল্পের মতো মুছে দিতে চেয়েছে তারা৷

খেলার ফলাফল হবার পর, ফেসবুক, টুইটার, ব্লগে বয়ে গেছে শুভেচ্ছা আর ভালোবাসার বন্যা৷ সবাই শুধু একটি কথাই বলছে, এটা কোনো পরাজয় নয়৷ আগামীর জয়ের পথে এটা একটা শুভারাম্ভ মাত্র৷

এশিয়া কাপ টুর্নামেন্টে ম্যান অফ দা টুর্নামেন্ট হয়েছেন সাকিব আল-হাসান৷ তামিম করেছেন চার ম্যাচে চারটি অর্ধশতক৷ আর এই টু্র্নামেন্টে বাংলাদেশে দলের ছিলো অপূর্ব টিম স্পিরিট৷ ফেসবুক, টুইটার ও ব্লগে লিখে টুর্নামেন্টের এই সব প্রাপ্তিগুলোকেও মনে করিয়ে দিয়েছেন ভক্তরা৷

বাংলাদেশের তরুণ কবি মূর্তালা রামাত তাঁর ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশে ক্রিকেটই শেষ ভরসা৷ রাজনৈতিক বিরোধ ভুলিয়ে ক্রিকেটই এক সারিতে বসিয়েছে নেতাদের৷'

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম পারভেজ লিখেছেন, ‘কে বলে হারলেই পরাজিত হয়, জয়ই লড়াকুর গন্তব্য...'

খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবেরী গায়েন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘কাপ জিতি নি, কিন্তু খেলায় জিতেছি৷ ভাল খেলেছে আমাদের ছেলেরা৷ . . .এই টিম যে কাউকে হারানোর ক্ষমতা রাখে৷'

তিনি আরো লিখেছেন, ‘...ভালোবাসা ক্রিকেট দল৷ আমাদের চোখের জল, মুখের হাসি আর বুকের বল নিয়ে তোমাদের সাথে আছি...'

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ