ব্রাজিলের নেইমার? আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি? নাকি পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো? তিনজনেই অসাধারণ প্লেয়ার৷ তবে ফুটবলের রসায়ন বলে, সুপারস্টার হতে গেলে আরো কয়েকটি উপাদানের প্রয়োজন৷
বিজ্ঞাপন
প্রথমেই আসে ফিটনেস, শারীরিক ও মানসিক৷ যে দু'ধরনের ফিটনেস থাকলে এবার উরুগুয়ের লুইস সুয়ারেজ-ও বিশ্বকাপে সকলের নজর কাড়তে পারেন৷ অপরদিকে রোনাল্ডোর টেন্ডিনাইটিস ও পেশির চোট কিন্তু তাঁর সুপারস্টার হওয়ায় বাদ সাধতে পারে, যদিও তিনি সরকারিভাবে – অর্থাৎ ফিফা-র নির্বাচনে বিশ্বের সেরা খেলোয়াড়৷
সেক্ষেত্রে চারবার বিশ্বের সেরা খেলোয়াড় লিওনেল মেসি শুধু আর্জেন্টিনা দলের ক্যাপ্টেনই নন, দেশের ও বিশ্বের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে নাম লেখাতে গেলে তাঁর এবার নীল-সাদা আলবিসেলেস্তে জার্সি গায়ে চড়িয়ে মারাত্মক কিছু একটা করে ফেলতে হবে৷ নয়ত তাঁর এই বদনাম কোনোদিনই ঘুচবে না যে, তিনি বার্সেলোনার হয়ে যে ম্যাজিকই দেখান না কেন, স্বদেশের হয়ে সেরকম ঝলসে উঠতে পারেন না৷
বাকি থাকছেন নেইমার৷ ২২ বছর বয়সি ব্রাজিলিয়ান ফুটবল ওয়ান্ডার৷ তাঁর পায়ের চোট দৃশ্যত সেরে গেছে৷ নয়ত খেলেন বার্সেলোনায় মেসির পাশে৷ সম্প্রতি পানামার বিরুদ্ধে ফ্রেন্ডলি-তে ব্রাজিলের ৪-০ জয়ে নেইমারের একটি গোল ও দু'টি অ্যাসিস্ট ছিল৷ তার পরেও নেইমার বলেন: ‘‘আমি এখনও পুরোপুরি তৈরি নই, টপ ফর্মে পৌঁছাতে কিছু বাকি৷ খেলার শেষের দিকে কিছুটা ক্লান্ত লাগছিল৷ প্রতিযোগিতার এখনও ন'দিন বাকি, আমি ধীরে ধীরে আইডিয়াল ফিটনেসে পৌঁছাব৷''
সব দেশেই ভালো ফুটবলার আছেন এবং তাঁদের কাছে দেশবাসী – ও ক্ষেত্রবিশেষে জগৎবাসীর প্রত্যাশা অসীম৷ ইটালির ফরোয়ার্ড মারিও বালোতেল্লি, স্পেনের মিডফিল্ডের কারিগর আন্দ্রেস ইনিয়েস্তা, জার্মানির মেসুত ও্যজিল কিংবা টোমাস ম্যুলার, নেদারল্যান্ডসের রবিন ফ্যান পার্সি, ইংল্যান্ডের ওয়েন রুনি – এঁদের যে কেউ দলের সাফল্যে চমকপ্রদ অবদান রাখতে পারেন৷ কিন্তু সুপারস্টার?
পেলে থেকে মারাদোনা হয়ে জিনেদিন জিদান, সুপারস্টার গোত্রীয় খেলোয়াড়রা ডজনে-ডজনে জন্ম নেন না কিংবা দর্শন দেন না৷ সুপারস্টারদের সবচেয়ে বড় গুণ হলো, তাঁদের খেলায় এমন একটা নিজস্ব শৈলী থাকে – অনেকটা গানের গলার মতো – যা একবার দেখলে ভোলা যায় না, আরেকবার দেখলে চেনা যায়৷ এবার যাঁরা মাঠে নামছেন, তাঁদের মধ্যে বিশেষ করে মেসি-নেইমার-রোনাল্ডোর ঐ অবিস্মরণীয় কোয়ালিটি আছে৷
‘মেসি ম্যাজিক' আজ অনেকটা পুরনো হয়ে এসেছে; নেইমারের ম্যাজিক কতটা ব্যক্তিনির্ভর আর কতটা গোষ্ঠীনির্ভর, তা এখনও বোঝা যাচ্ছে না৷ কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে এবারকার ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগে যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, এ এক নতুন রোনাল্ডো: ওয়েস্টার্ন ফিল্মের কাউবয় হিরোর মতো পা ফাঁক করে দাঁড়িয়ে ফ্রি-কিকের প্রস্তুতি নেওয়া আজও রয়ে গেছে৷ এবং ডিফেন্সে যে তিনি প্রাণপাত করবেন, এ আশা করা সত্যিই বৃথা৷
ফুটবল তারকাদের সুন্দরী বান্ধবীদের ছবি
স্মার্ট, সুন্দরী, যৌন আবেদনময়ী – বিশ্বখ্যাত তারকাদের বান্ধবীদের সঙ্গে সবগুলো বিশেষণই যে মানানসই! তাই চলুন, মাঠ কাঁপানো ফুটবলারদের ঘর কাঁপানো সুন্দরী সঙ্গিনীদের একনজর দেখে নেওয়া যাক৷
ছবি: picture-alliance/dpa
নগ্ন রোনাল্ডো
বিখ্যাত ‘ভোগ’ ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য কয়েকবছর আগে নগ্ন হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ তৎকালীন বান্ধবী ইরিনা শেইখের সঙ্গে তোলা সে ছবি প্রকাশও হয়েছে৷ রুশ মডেল শেইখের সঙ্গে রোনোল্ডোর সম্পর্কের শুরু হয় ২০১০ সালে৷ তবে, কয়েকবছরের মধ্যেই শেষ হয়ে যায় সেই সম্পর্ক৷
ছবি: picture-alliance/dpa
নেইমারের নতুন প্রেম
সুপার মডেলদের প্রতি ফুটবলারদের টান বোধহয় একটু বেশিই থাকে৷ ব্রাজিলের নেইমারের কথাই ধরুন৷ রোনাল্ডো এবং মেসির মতো তিনিও এক মডেলের সঙ্গেই থাকেন৷ সাও পাওলোতে জন্ম নেয়া গাব্রিয়েলা লেন্সির সঙ্গে নেইমারের সম্পর্ক অবশ্য খুব বেশি দিনের নয়৷
ছবি: picture-alliance/dpa
উদার বালোতেল্লি
গত ইউরো কাপে জার্মানিকে লজ্জায় ফেলা মারিও বালোতেল্লি মেয়েদের ব্যাপারে একটু বেশিই উদার৷ ইতোমধ্যে বেশ কয়েকবার বান্ধবী বদল করেছেন ২৩ বছর বয়সি এই তারকা৷ সর্বশেষ ২০১৩ সালে ফ্যান্নি নেগুয়েশার সঙ্গে সম্পর্ক গড়েন তিনি৷ এই সম্পর্কে দীর্ঘস্থায়ী হবে বলে আশা করছেন অনেকে৷ তবে বালোতেল্লির উপর ভরসা করা একটু কঠিনই!
ছবি: imago/Milestone Media
শোয়াইনস্টাইগারের বান্ধবী
জার্মান ফুটবলার বাস্তিয়ান শোয়াইনস্টাইগারের বান্ধবী হিসেবেই বেশি পরিচিত সারা ব্রান্ডনার৷ তবে পেশাগতভাবে তিনি মডেল৷ ২০০৭ সাল থেকে একসঙ্গেই আছেন এই জুটি৷
ছবি: Getty Images
সাংবাদিক বান্ধবী
স্পেনের ফুটবল তারকা ইকার ক্যাসিয়াসের বান্ধবী সারা কার্বোনেরো পেশায় সাংবাদিক৷ ছেলেবন্ধুটি যখন মাঠে খেলায় ব্যস্ত থাকেন, তিনি তখন মাঠে থাকেন খেলা ‘কভার’ করতে৷ মাঝে মাঝে গোলপোস্টের কাছে গিয়ে কাসিয়াসকে ‘একটু বিরক্তও’ করেন তিনি৷
ছবি: imago/alterphotos
সংগীতশিল্পীর ছেলেবন্ধু
সংগীত তারকা হিসেবে বেশ পরিচিত ম্যান্ডি কাপ্রিস্টো৷ ২৪ বছর বয়সি এই জার্মান গায়িকার সঙ্গে মেসুত ও্যজিলের সম্পর্কের শুরু হয় ২০১৩ সালে৷
ছবি: imago/Future Image
মেসির সাফল্যের নেপথ্যে
ফুটবল মাঠে লিওনেল মেসির সফলতার পেছনে যে নারীর বিশেষ অবদান রয়েছে, তিনি হলেন আন্তোনেলা রোকুৎসো৷ মেসির সন্তানের মা তিনি৷ গত তিন বছর ধরে একসঙ্গে আছেন এই জুটি৷ রোকুৎসো পেশায় একজন মডেল৷
ছবি: imago/GEPA pictures
মডেল নার্গি
ইটালির ফুটবলার আলেকসান্দ্রো মাট্রির বান্ধবী ফেডেরিকা নার্গি৷ ১৯৯০ সালে জন্ম নেয়া এই নারীও পেশায় মডেল৷
ছবি: imago/Milestone Media
শাকিরার বন্ধু
কলম্বিয়ান সংগীত শিল্পী শাকিরা অবশ্য নিজের পরিচয়েই গোটা বিশ্বে পরিচিত৷ একের পর এক সুপার হিট গান দেওয়া এই শিল্পীর সঙ্গে ফুটবলার জেরার্ড পিকের সম্পর্ক চলছে সেই ২০১০ সালে থেকে৷ এই জুটির একমাত্র সন্তানের নাম মিলান পিকে মেবারক৷
ছবি: imago/PicturePerfect
গ্যার্কের সঙ্গে খেদিরা
জার্মান টেলিভিশন সঞ্চালিকা এবং ফ্যাশন মডেল লেনা গ্যার্কের সঙ্গে সামি খেদিরার সম্পর্কের শুরু হয় ২০১১ সালে৷ আগে বার্লিন এবং নিউ ইয়র্ক শহরে বসবাস করলেও এখন খেদিরাকেই বেশি সময় দেন গ্যার্কে, থাকেন তাই মাদ্রিদে৷
ছবি: picture-alliance/dpa
10 ছবি1 | 10
তবে এই নতুন রোনাল্ডো বিগত চ্যাম্পিয়নস লিগে একবার নয়, একাধিকবার প্রমাণ করেছেন যে, তাঁর মাথায় সম্ভাব্য অ্যাটাকের নানান নকশা ঘোরে –এবং তিনি সুযোগ দেখলে একটি পাসে সামনের দু'জন ফরোয়ার্ডের পা ঘুরে শেষমেষ গোল হওয়ার মতো আক্রমণের পথটি খুলে দিতে পারেন৷ অর্থাৎ এই নতুন রোনাল্ডো শুধু গোলন্দাজ নন, একজন কৌশলীও বটে৷ একমাত্র প্রশ্ন হলো: তাঁর দলীয় সতীর্থরা এই নতুন রোনাল্ডোকে কতটা বুঝেছেন এবং কতটা সঙ্গ দিতে পারবেন৷